অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং একটি চমৎকার উদাহরণ

নতুন জন্ম নেয়া এই ব্লগে যে গুটিকয়েক কমেন্ট পড়েছে এবং যে দু’একজন আমাকে মেইল পাঠিয়েছেন তাতে প্রায় সবারই ভাষ্যটা ছিল একইরকম। আপনারা আমাকে অনেকেই বলেছেন আপনাদের অনেকেরই ছোটখাট একটি ব্লগ অথবা ওয়েবসাইট রয়েছে এবং আপনারা জানতে চেয়েছেন এখন কিভাবে আপনারা আপনাদের সেই ব্লগ বা ওয়েবসাইটটি থেকে আয় করতে পারেন। খুবই প্রত্যাশিত ও সঙ্গত একটি প্রশ্ন যখন আমার এই ব্লগটি অনলাইন মার্কেটিং ও ব্লগিং করে কিভাবে আয় করা যায় সেই পাঠই দেয়। কিন্তু প্রথমেই আপনাদের বলে রাখি ব্লগিং করে আয় আঙ্গুল ফুলে কলা গাছ জাতীয় কিছু না। এর পিছনে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। আমাকে এতটুকু বিশ্বাস করতে পারেন যদি আপনি আসলেই লেগে থাকতে পারেন আপনি ব্লগিং করে টাকার দেখা পাবেন এবং ১০০% পাবেন।
আজ আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলব যা কিনা ব্লগিং করে আয়ের অন্যতম একটি মাধ্যম।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
সহজ কথায় আপনি কারো কোন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রয় করতে সাহায্য করবেন, বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন। আর অনেক সময় এই কমিশনের পরিমাণ দেখে আপনি সত্যিই টাস্কি খাবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি চমৎকার উদাহরণঃ
HostGator হচ্ছে বিশ্বের প্রথম সারির একটি হোষ্টিং প্রোভাইডার কোম্পানী। এই কোম্পানীর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করলে যদি কেউ আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে HostGator-এ হোষ্টিং নেয় অর্থাৎ একাউন্ট খুলে তবে আপনি প্রতিটি একাউন্টের জন্য ৫০ ডলার করে পাবেন। আর কোন মাসে যদি আপনার মাধ্যমে HostGator ২১ বা তার বেশি একাউন্ট পায় তবে প্রতিটি একাউন্টের জন্য আপনি পাবেন ১২৫ ডলার!! অর্থাৎ ২১ টি একাউন্ট থেকে আপনি পাবেন ২১*১২৫ = ২৬২৫ ডলার যা কিনা দুই লক্ষাধিক টাকার সমান!!!
আমি আমার পরবর্তী পোষ্টে আপনাদের জানাবো ৩ প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এবং ব্যাখ্যা করবো যে কোনটি সবচেয়ে বেশি ফলপ্রসূ।     Join Here

Related Post:

  • ফেইসবুক এর বিকল্প একটি ওয়েবসাইটনিজস্ব সংস্কৃতিতে যোগাযোগ রক্ষা করতে বাংলাদেশীদের জন্য আমাদের দেশের কয়েকজন তরুণ প্রযুক্তিপ্রেমী একটি নেটওয়ার্কিং সাইট তৈরি করেছে।এটি ফেইসবুক এর মতই অথবা ফেইসবুক এর  অনুকল্পবর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল নেটওয়ার্কিং তথা সামাজিক যোগাযোগ একটি উল্লেখ যোগ্য বিষয়। এতে বিস্মিত হবার কিছু নেই। মানুষ সামাজিক জীব। প্রকৃতিগত ভাবে এদের সমাজে বাস করে সবার সাথে যোগাযোগ রক্ষা ক… Read More
  • Download করুন IDM 6.7 Build 14 Full Version With Patch And Crack এবং সাথে Pre-Activated Full Version ফ্রী!!!!Download করুন IDM 6.7 Build 14 Full Version With Patch And Crack সাথে Pre-Activated Full Version ফ্রী!!!! আজ আপনাদের সাথে হাজির হয়েছি Internet Download Manager 6.7 Build 14 Full Version নিয়ে।  এই ভার্সনটি রিলিজ হয় 25 October 2011 এই ভার্সনটি Firefox, Google Chorme এবং Internet Explorer এর নতুন ভার্সন সাপোর্ট করে।To Download Click HereHow To Install And Apply … Read More
  • যে কোন IDM VERSION কে FULL VERSION করুনযে কোন IDM VERSION কে FULL VERSION করতে পারবেন ।এর জন্য কেবল নিচের লিঙ্ক থেকে IDM PATCH টি ডাউনলোড করুন ।এর পর WinRAR দিয়ে OPEN করুন ।OPEN করার পর আপনার FRIST NAME এবং SECEND NAME দিন ।ব্যাস হয়ে গেল যে কোন IDM VERSION FULL VERSION.Click Here… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment