বাংলায় PHP ভিডিও টিউটোরিয়াল

PHP শেখার এই ভিডিও টিউটোরিয়ালটি আমি ২০০৫ সালে তৈরি করেছিলাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষে পড়ি। সে সময় একটি সফটওয়্যার ফার্মে পার্ট টাইম ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম। আমার বন্ধুরা প্রায় সময় তাদেরকে PHP শেখাবার জন্য বলত। কিন্তু পড়ালেখা এবং কাজের বাইরে সময় বের করা কঠিন হয়ে পড়ত। ফলে সেসময় এই ভিডিও টিউটোরিয়ালটি তাদের জন্য তৈরি করি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র প্রোগ্রামারদের অনেকেই এই টিউটোরিয়াল থেকে PHP তে হাতেখড়ি করেছে। এক সময় আমার সাইটে দেখলাম এই টিউটোরিয়ালটি নেটে আপলোড করার জন্য অনেকেই অনুরোধ করছেন। আশা করছি এটি থেকে সবাই উপকৃত হবেন।

এবার টিউটোরিয়ালটি সম্পর্কে কয়েকটি বিষয় জানিয়ে দেই। এটি তৈরি করেছিলাম Camtasia Studio নামক একটি সফটওয়্যার দিয়ে। তাই ভিডিও গুলো চালাতে একটি Codec সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে, এর ডাউনলোড লিংকও সাথে দিয়ে দিয়েছি। বিষয়বস্তুর উপর ভিত্তি করে টিউটোরিয়ালটি মোট ১০ টি ভাগে ভাগ করিছি। এই টিউটোরিয়ালে একটি ছোট অনলাইন শপ কিভাবে ধাপে ধাপে তৈরি করতে হবে তা দেখিয়েছি। যাদের অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা নেই তাদেরকে টিউটোরিয়ালটির পাশাপাশি কোন বই অনুসরণ করার পরামর্শ দিব। এক্ষেত্রে Wrox Publication এর Beginning PHP 5 বইটি পড়তে পারেন।

সবগুলো ফাইলের মোট আকার হচ্ছে ৪৮২ মেগাবাইট। নিচে ফাইলগুলোর ডাউনলোড লিংক দেয়া হল -
বিঃদ্রঃ - ব্যক্তিগত কাজে টিউটোরিয়ালটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড এবং বিতরণ করা যাবে, তবে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না

Related Post:

  • ফোরাম পোস্টিং করে বোনাস ডলার দিয়ে এবার LiteForex ব্রোকারে ট্রেড (ফরেক্স নিয়ে আমার লেখা-১)বিসমিল্লাহির রাহমানির রাহিম।কেউ কেউ হয়ত শুধু জানেন ফোরামে পোস্ট করে শুধু InstaForex এ ট্রেড করা যায় । উফফ্‌ ! যদি এমনভাবে আরো কিছু ব্রোকারে ট্রেড করার সুযোগ থাকতো!! আবার কেউ হয়ত তা-ই জানেন না । আমার এই পোষ্টে একদমই নতুন যেটা থাকবে তা হচ্ছে আপনি ফোরামে পোস্ট করে LiteForex ব্রোকারে কিভাবে ট্রেড করবেন তা নিয়ে । আপনি যদি মোটামুটি ইংরেজী লিখতে পারেন ত… Read More
  • মোবাইল এর মাধ্যমে সাইট তৈরি এবং আয় এর কৌশল। [পর্ব 2]টেকটিউনস এর ভাইজানেরা  সবাই কেমন আছেন?গত পর্বে  আলোচনা করেছিলাম কিভাবে একটি মোবাইল সাইট তৈরি করতে হয়।আজ পর্ব দুইয়ে আলোচনা করব, এই মোবাইল সাইট তৈরির মাধ্যমে কিভাবে আয় করবেন।নিচে মোবাইল সাইট তৈরির মাধ্যমে কিভাবে আয় করতে পারবেন তার কিছু কৌশল আলোচনা করা হল।১.প্রথমে আপনার সাইটটি বিভিন্ন ওয়াপমাস্টার টুলস ব্যাবহার করে সুন্দর ভাবে … Read More
  • মোবাইল এর মাধ্যমে সাইট তৈরি এবং আয় এর কৌশল। [পর্ব ১]র দাম কমে যাওয়া। এখন প্রায় সব ব্রান্ড এর মোবাইল এ gprs, wi-fi, edge, java ইত্যাদিসাপোর্ট করে।তাই সকলে এখন মোবাইল এ ইন্টারনেট ব্যাবহার এর মাধ্যমে বিভিন্ন Games,Application,Theme,Ringtone,Mobile Video,Wallpaper ইত্যাদি ডাউনলোড এর জন্যমোবাইল সাইট গুলো ব্যাবহার করে থাকে।তাই এখন সময় এসেছে মোবাইলের সাইট ব্যাবহারেরমাধ্যমে আয় করার।এই সাইটটি দেখুন: Wapnod - Free … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment