বাংলায় PHP ভিডিও টিউটোরিয়াল

PHP শেখার এই ভিডিও টিউটোরিয়ালটি আমি ২০০৫ সালে তৈরি করেছিলাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষে পড়ি। সে সময় একটি সফটওয়্যার ফার্মে পার্ট টাইম ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম। আমার বন্ধুরা প্রায় সময় তাদেরকে PHP শেখাবার জন্য বলত। কিন্তু পড়ালেখা এবং কাজের বাইরে সময় বের করা কঠিন হয়ে পড়ত। ফলে সেসময় এই ভিডিও টিউটোরিয়ালটি তাদের জন্য তৈরি করি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র প্রোগ্রামারদের অনেকেই এই টিউটোরিয়াল থেকে PHP তে হাতেখড়ি করেছে। এক সময় আমার সাইটে দেখলাম এই টিউটোরিয়ালটি নেটে আপলোড করার জন্য অনেকেই অনুরোধ করছেন। আশা করছি এটি থেকে সবাই উপকৃত হবেন।

এবার টিউটোরিয়ালটি সম্পর্কে কয়েকটি বিষয় জানিয়ে দেই। এটি তৈরি করেছিলাম Camtasia Studio নামক একটি সফটওয়্যার দিয়ে। তাই ভিডিও গুলো চালাতে একটি Codec সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে, এর ডাউনলোড লিংকও সাথে দিয়ে দিয়েছি। বিষয়বস্তুর উপর ভিত্তি করে টিউটোরিয়ালটি মোট ১০ টি ভাগে ভাগ করিছি। এই টিউটোরিয়ালে একটি ছোট অনলাইন শপ কিভাবে ধাপে ধাপে তৈরি করতে হবে তা দেখিয়েছি। যাদের অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা নেই তাদেরকে টিউটোরিয়ালটির পাশাপাশি কোন বই অনুসরণ করার পরামর্শ দিব। এক্ষেত্রে Wrox Publication এর Beginning PHP 5 বইটি পড়তে পারেন।

সবগুলো ফাইলের মোট আকার হচ্ছে ৪৮২ মেগাবাইট। নিচে ফাইলগুলোর ডাউনলোড লিংক দেয়া হল -
বিঃদ্রঃ - ব্যক্তিগত কাজে টিউটোরিয়ালটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড এবং বিতরণ করা যাবে, তবে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না

Related Post:

  • Payza একাউন্ট খোলার ও ভেরিফিকেশন করার কার্যকর পদ্ধতি।এখনি আপনার জন্য একটি Payza একাউন্ট খুলুন। আজ আমরা কিভাবে একটি Verified “Payza” অ্যাকাউন্ট খুলতে হয় তা শিখবো । তবে “Payza” অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনার National ID Card   এবং ১ মাসের  Bank Statement-এর  Scan কপি তৈরি করে নিবেন।দেরি না করে আসুন  নিচের চিত্রগুলো  দেখে একটি Verified “Payza” অ্যাকাউন্ট খুলি । প্রথমে, পাশের লিঙ্কে ক্লিক করুন……………………Sign up with Payza today চিত… Read More
  • WIFI সফটওয়্যার ডাউনলোড করুন আপনার LAPTOP কে করুন (ওয়াই-ফাই)WIFI সফটওয়্যার ডাউনলোড করুন আপনার LAPTOP কে করুন (ওয়াই-ফাই) এবং INTERNET ব্যবহার করুন আপনার মোবাইল ও কম্পিউটারে। আজ আমি আপনাদের সাথে একটি ওয়াইফাই হটস্পট সফটওয়্যার শেয়ার করছি। যার নাম Connectify Hotspot। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসি তে একটি ভার্চুয়াল হটস্পট তৈরি করতে পারবেন। এই হটস্পট থেকে আপনি কয়েকটি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে পারবেন যেমন আপনার tablet, mo… Read More
  • কম মেগাবাইটের PDF থেকেJPG তে কনভার্টার Software নিয়ে নিন সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। এই সময়ে এসে আমাদের হয়ত টাকা দিয়ে কাগজের বই পড়া একরকম ছেড়েই দিয়েছি বললেই হবে কারন এখন ইবুকের জয়জয়কার।আমরা সাধারনত ইবুক গুলো পিডিএফ আকারে পড়ে থাকি।অনেক সময় আমাদের পিডিএফ ফাইলকে আকারে করতে হয়।এখন আমি আপনাদের জন্য একটি সফটওয়ারের খোজ নিয়ে এসেছি শুধু মাএ যারা জানেন না তাদের জন্য নিয়ে এসেছি।যারা জানেন তাদের তো… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment