আপনী কি আপনার facebook-এ কখন Photo Verification চেয়ে বসে সেটি নিয়ে চিন্তিত ? আসুন দেখি কিভাবে আপনী আপনার Photo Verification -এর মত মহা চিন্তা দূর করবেন :-

প্রথমেই আপনাদের প্রতি রহিলো আমার সালাম “আচ্ছালামুআলাইকুম অরাহমাতুল্লাহি অ-বারকাতুহ্” । বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন, আর সেটাই আমার কাম্য ।
আজ আমি আপনাদের মাঝে যে টিউনটি নিয়ে এসেছি সেটি হলো Photo Verification এর কবল থেকে কিভাবে মুক্ত হবেন । কিছুদিন যাবত এ সমস্যাটি খুব বেশী দেখা যচ্ছে, তাই Photo Verification চাওয়ার পূর্বেই আপনি এ সমস্যার সমাধান করে ফেলুন ।কারন এটি সেটিং না করলে হয়তো দেখবেন এমন বন্ধুর Photo Verification চাচ্ছে যাকে আপনি খুব ভালোকরে চিনেন না । তাই যাদের খুব ভালো করে চিনেন/পরিচিত তাদের এড করুন আর Photo Verification নিয়ে নিশ্চিন্তে থাকুন ।নিচের ছবির মত সমস্যা হলেও যেন আপনি আপনার সমস্যার সমাধান খুব সহজেই করতে পারেন,সে জন্য আমার এ টিউন ।(কেউ যদি এর ভোক্তভোগি হয়ে থাকেন, তহলে এর সমাধান নিয়ে আমার পূর্বে একজন টিউন করেছেন সেটি দেখে নিবেন । তাই আমি এর সমাধান নিয়ে কিছু লিখলাম না)।

কিভাবে "Trusted Contacts" Setting করবেন:-

:arrow: প্রথমে আপনি আপনার Facebook -এ লগইন হোন, এবং Account setting এ Click করুন ।

:arrow: (1)এখন Security তে Click করুন ।
:arrow: (2) এখন দেখুন একটু নিচেরদিকে Trusted Contacts লেখা আছে সেখানে Click করুন ।

:arrow: এখন দেখুন নিচের ছবিটির মতো Choose Trusted Contacts লিখা আপনার কাছে একটি ছবি আসবে, এবং সেখানে আপনী আপনার তিন/পাচঁজন জন পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন ।
তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যে তিন জনকে আপনি এখানে Select করছেন ,পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verification করতে হবে ।

:arrow: এখন Confirm এ Click করুন ।

:arrow: এবার Close এ Click করুন ।এবং আপনার কাজ শেষ ।

বি:দ্র: আপনাকে কমপক্ষে ৩ জন পরিচিত বন্ধুকে এড করতে হবেই এবং যাদের ছবি আপনি দেখে সনাক্ত করতে পারবেন ।
টিউনটি কাজে আসলে অবশ্যই জানাবেন ।

Related Post:

  • কিছু জনপ্রিয় অডিও ও ভিডিও প্লেয়ার এর সর্বশেষ ভার্সন গুলা নিয়ে যান !!!আজআপনাদেরমাঝেএলামকিছুজনপ্রিয়অডিওওভিডিওপ্লেয়ারনিয়ে।শুধুতাইনয়সবকয়টাপ্লেয়ারএরএইপর্যন্তসর্বশেষভার্সন। Zoom Player Home FREE 9.0 ডাউনলোডকরতেএখানেক্লিককরুনSpotify 0.9.8.296 ::.. ডাউনলোডকরতেএখানেক্লিককরুন ::..VirtualDJ 7.4 ::.. ডাউনলোডকরতেএখানেক্লিককরুন ::..VLC Media Player 2.1.3 (64-bit) ::.. ডাউনলোডকরতেএখানেক্লিককরুন ::..VLC Media Player 2.1.3 (32-bit) ::.. ডাউনলোডকরতেএখান… Read More
  • অ্যাডসেন্স থেকে আয়ের সেরা ১০ কৌশলব্লগ থেকে আয়ের অন্যতম মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স। বিশ্বব্যাপী লাখ লাখ ওয়েব মাস্টার অ্যাডসেন্সের মাধ্যমে আয় করছেন। তাদের মধ্যে অনেকেই সফল এবং আয়ের পরিমান ভালো। তাদের সফলতার পেছনে রয়েছে বেশি কিছু কৌশল।   এ ক্ষেত্রে সফলরা গুগল অ্যাডসেন্স থেকে আয়ের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে, এগুলো মানলে  ভালো আয় করা সম্ভব। গুগল অ্যাডসেন… Read More
  • ডাউনলোড করুন IDM এর ৭.১ ভার্শন। শুধু ইন্সটল দিন আর ব্যবহার করুন আজীবন, কোন ক্র্যক বা প্যাচের দরকার নেই…কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে IDM এর  ভারশন 7.1 নিয়ে হাজির হলাম যার যার দরকার এখনি ডাউনলোড করে নিন কারন আমরা জানি IDM ছাড়া আমাদের এক দিনও চলে নাইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের সবার কাছেই খুব পরিচিত তাইনা? এক্টূ বেশী যদি না বলে হয়ে থাকে তাহলে বলতে পারি, ডাউনলোডের অপর নাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আর সিরিয়াল জনিত সমস্যার কারনে আমরা বেশীদিন এটা ব… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment