আর্টিকেল লেখার বিবেচ্য বিষয়

মাইক্রোওয়ারকার্স এ ৫০ ওয়ার্ড এর একটি আর্টিকেল  লিখে ৫০-৭৫ সেন্ট উপার্জন করা যেতে পারে তাও আবার মাত্র কয়েক মিনিটে। তবে আর্টিকেল লেখার কিছু টেকনিক যদি আপনার জানা থাকে তবেই কাজটি সঠিকভাবে এবং সহজে করা যেতে পারে। প্রতিটি মূহূর্তে আমি এই টেকনিকগুলো অনুসরন করে থাকি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মাইক্রোওয়ারকার্স এ কাজটি করে উপার্জনের জন্য আপনার নূন্যতম একটি PR-1 যুক্ত সাইট থাকতে হবে। এবার বলছি কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে:
  1. প্রথমে তাদের দেয়া সাইটের লিংকে প্রবেশ করে পুরো সাইটটিকে পর্যালচনা করতে হবে।
  2. আর্টিকেল এর বিষয় সম্পর্কে অতিরিক্ত জানার জন্য গুগলে সার্চ করতে হবে।
  3. এই দুটি মাধ্যম থেকে কমপক্ষে ১০০ ওয়ার্ড সংগ্রহ করতে হবে।
  4. এবার আর্টিকেলকে ইউনিক করতে ১০০ ওয়ার্ড থেকে কিছু বিষয়কে বাদ এবং নতুন কিছু অংশ যুক্ত করতে হবে। তবে অবশ্যই গ্রামার এবং শব্দের বানানের প্রতি লক্ষ্য রাখতে হবে।
  5. বায়ারের দেয়া কী ওয়ার্ড এর উপরে নির্ধারিত লিঙ্ক  আর্টিকেল এর মধ্যে ব্যবহার করতে হবে।
  6. এম এস ওয়ার্ড এর Tools—Word count অপশন থেকে দেখে নিন মোট শব্দের পরিমান।
  7. ৫০ ওয়ার্ড কিংবা তার অধিক কিছু ওয়ার্ড হলে আর্টিকেলটি ইউনিক এবং সম্পূর্ন হয়েছে বলে ধরে নিবেন।

সবশেষে এই আর্টিকেলকে আপনার নিজেস্ব সাইটে পেষ্ট করুন এবং যে স্থান থেকে আর্টিকেলটি দেখা যাবে সেই লিঙ্কটি বায়ার এর উদ্দেশ্যে পাঠিয়ে দিন।

Related Post:

  • WIFI সফটওয়্যার ডাউনলোড করুন আপনার LAPTOP কে করুন (ওয়াই-ফাই)WIFI সফটওয়্যার ডাউনলোড করুন আপনার LAPTOP কে করুন (ওয়াই-ফাই) এবং INTERNET ব্যবহার করুন আপনার মোবাইল ও কম্পিউটারে। আজ আমি আপনাদের সাথে একটি ওয়াইফাই হটস্পট সফটওয়্যার শেয়ার করছি। যার নাম Connectify Hotspot। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসি তে একটি ভার্চুয়াল হটস্পট তৈরি করতে পারবেন। এই হটস্পট থেকে আপনি কয়েকটি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে পারবেন যেমন আপনার tablet, mo… Read More
  • কম মেগাবাইটের PDF থেকেJPG তে কনভার্টার Software নিয়ে নিন সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। এই সময়ে এসে আমাদের হয়ত টাকা দিয়ে কাগজের বই পড়া একরকম ছেড়েই দিয়েছি বললেই হবে কারন এখন ইবুকের জয়জয়কার।আমরা সাধারনত ইবুক গুলো পিডিএফ আকারে পড়ে থাকি।অনেক সময় আমাদের পিডিএফ ফাইলকে আকারে করতে হয়।এখন আমি আপনাদের জন্য একটি সফটওয়ারের খোজ নিয়ে এসেছি শুধু মাএ যারা জানেন না তাদের জন্য নিয়ে এসেছি।যারা জানেন তাদের তো… Read More
  • কাজ শেষ করার সাথে সাথে,টাকা তুলা যায় । এর চেয়ে ভালো সাইট আমার জিবনেও দেখেনি । নগদ টাকা প্রদান কারি এক অতুলনীয় আয়ের জায়গা । যখন কাজ শেষ তখন ই টাকা তুলা যায় । এর চেয়ে ভালো সাইট আমার জিবনেও দেখেনি ।  সাইট টির নাম হল পেইডটাস্ট । নাম ও যেমন কাম অ তেমন । এখানে সবচেয়ে বর সুবিধা হল ০.০১ সেন্ট হলেই টাকা তুলা যায় । এবং টাকা আপনার অনলাইন ব্যাংক আকাউন্টে সাথে সাথেই জমা হবে । কোন গুরাগুরি নেই । যেদিন জয়েন করবেন সেদিন ই টাকা তুলতে পারবেন । যোগদান ক… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment