আর্টিকেল লেখার বিবেচ্য বিষয়

মাইক্রোওয়ারকার্স এ ৫০ ওয়ার্ড এর একটি আর্টিকেল  লিখে ৫০-৭৫ সেন্ট উপার্জন করা যেতে পারে তাও আবার মাত্র কয়েক মিনিটে। তবে আর্টিকেল লেখার কিছু টেকনিক যদি আপনার জানা থাকে তবেই কাজটি সঠিকভাবে এবং সহজে করা যেতে পারে। প্রতিটি মূহূর্তে আমি এই টেকনিকগুলো অনুসরন করে থাকি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মাইক্রোওয়ারকার্স এ কাজটি করে উপার্জনের জন্য আপনার নূন্যতম একটি PR-1 যুক্ত সাইট থাকতে হবে। এবার বলছি কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে:
  1. প্রথমে তাদের দেয়া সাইটের লিংকে প্রবেশ করে পুরো সাইটটিকে পর্যালচনা করতে হবে।
  2. আর্টিকেল এর বিষয় সম্পর্কে অতিরিক্ত জানার জন্য গুগলে সার্চ করতে হবে।
  3. এই দুটি মাধ্যম থেকে কমপক্ষে ১০০ ওয়ার্ড সংগ্রহ করতে হবে।
  4. এবার আর্টিকেলকে ইউনিক করতে ১০০ ওয়ার্ড থেকে কিছু বিষয়কে বাদ এবং নতুন কিছু অংশ যুক্ত করতে হবে। তবে অবশ্যই গ্রামার এবং শব্দের বানানের প্রতি লক্ষ্য রাখতে হবে।
  5. বায়ারের দেয়া কী ওয়ার্ড এর উপরে নির্ধারিত লিঙ্ক  আর্টিকেল এর মধ্যে ব্যবহার করতে হবে।
  6. এম এস ওয়ার্ড এর Tools—Word count অপশন থেকে দেখে নিন মোট শব্দের পরিমান।
  7. ৫০ ওয়ার্ড কিংবা তার অধিক কিছু ওয়ার্ড হলে আর্টিকেলটি ইউনিক এবং সম্পূর্ন হয়েছে বলে ধরে নিবেন।

সবশেষে এই আর্টিকেলকে আপনার নিজেস্ব সাইটে পেষ্ট করুন এবং যে স্থান থেকে আর্টিকেলটি দেখা যাবে সেই লিঙ্কটি বায়ার এর উদ্দেশ্যে পাঠিয়ে দিন।

Related Post:

  • দেখে নিন Google Adsense এর High paying সেরা ৭০ টি keywordsআপনারা যারা Adsense user তারা সকলেই জানেন এডসেন্স সকল ক্লিকে সমান মূল্য দেয় না। এটা নির্ভর করে আপনার সাইটে কি ধরনের কন্টেন্ট আছে আর তাতে কি ধরনের keywords আছে তার উপর। কখনো কখনো এডসেন্স এক ক্লিকেই আপনাকে দিয়ে দিবে $5 আবার হয়তো কখনো কখনো আপনি 50 টা ক্লিকে পেয়েছেন মাত্র $0.77। এর কারন হল গুগল সাইটের keywords related এড প্রদর্শন করে। আপনার যে কন্টেন্টটিতে High payin… Read More
  • সেই ব্রিটিশ আমলের DxBall আর কত খেলবেন । এবার খেলুন 3D Magic Ball 2 । পুরাই DxBall এর মতন ।…আমার জীবনের কম্পিউটার শুরু হয় DxBall দিয়ে । আমি এক সময় জানতাম ঐ টিবির মতন যন্ত্রটা শুধু DxBall খেলার জন্য । শুধু আমার নয় , সবারই প্রিয় একটা গেম DxBall । সেই ব্রিটিশ আমলে (ব্রিটিশ=পুরনো) থেকে শুরু করে এখনো পর্যন্ত DxBall সবার মন কেড়ে নিয়েছে । এখন যদিও এই গেমটি অন্য নতুন সব গেম আসার কারনে এর চাহিদা কমে গেছে ।অসুবিধা নাই আপনাদের জন্য থাকছে Magic Ball 2 । পুরো DxBall… Read More
  • গরম গরম LATEST IDM 6.19 সাথে আজীবন লাইসেন্স পাবার সুযোগ (NEW)v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment