আর্টিকেল লিখে আয় করার খুব জনপ্রিয় কিন্তু আমাদের জন্য নতুন একটি পদ্ধতি

সকলকে আমার টিউনে স্বাগতম
আশা করি সকলেই ভালো আছেন। যারা আউটসোর্সিং এ নতুন, তাদের বেশীরভাগই আর্টিকেল লেখার কাজ পছন্দ করেন। লেখালেখির কাজের জন্য টেকনিক্যাল দক্ষতা ( যেমন প্রোগ্রামিং ) প্রয়োজন হয় না। তাছাড়া, ইংরেজিতে লেখার মোটামুটি দক্ষতা থাকলেই কাজ করা সম্ভব হয়।
আমরা আর্টিকেল লেখার মাধ্যমে উপার্জন করার অনেক পদ্ধতির কথা জানি। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব নতুন একটি প্ল্যাটফর্ম এর সাথে, যেখানে লেখার মাধ্যমে আপনি আয় করতে পারবেন।
এই সাইটে লেখার মাধ্যমে আয় করার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ন-
  • লেখা অবশ্যই সহজবোধ্য, ইউনিক ও গ্রামাটিকালি মোটামুটি সঠিক ইংরেজীতে হতে হবে।
  • আপনার পোষ্টটি যত ভিউ, লাইক, কমেন্ট ও সোস্যাল শেয়ার পাবে তার জন্য আপনি পেমেন্ট পাবেন।
  • আপনি কাউকে লাইক, কমেন্ট ও সোস্যাল শেয়ার করতে বলবেন না, নিজের সোস্যাল প্রোপারটিতে শেয়ার করতে পারেন।
  • এ্যডমিফাষ্ট বা অনুরুপ সর্ভিসের মাধ্যমে আপনার পোষ্টগুলোতে ভিউ, ফেসবুক লাইক বা শেয়ারে ইত্যাদি দিবেন না।
  • নিজেই অনেকগুলো একাউন্ট করে আপনার পোষ্ট এর ভিউ, লাইক, কমেন্ট ইত্যাদি বাড়ানোর চেষ্টা করবেন না।
  • আইপি হাইড বা প্রক্সি ব্যবহার করে পোষ্টের ভিউ বাড়ানোর চেষ্টা করবেন না।
  • কোনো প্রকার পর্ন কন্টেন্ট বা ছবি পোষ্ট করবেন না।
  • ৫০০ ক্যারেক্টারের কম কোন পোষ্ট লিখবেন না।
  • অসামন্জস্যপূর্ণ কোন ছবি আপনার পোষ্টে ব্যবহার করবেন না।
  • কোন প্রকার রেফারাল বা এ্যফিলিয়েট লিঙ্ক আপনার পোষ্টে দিবেন না।
আপনি যদি ওদের কোন শর্তভঙ্গ না করেন তাহলে আপনার একাউন্টে $২৫ জমা হলেই পেমেন্ট রিকোয়েষ্ট করতে পারবেন। রিকোয়েষ্ট করার ৩ দিনের মধ্যে পেমেন্ট পাঠানো হয়।
সাইটটি অনেক বিখ্যাত ও জনপ্রিয়। ভারত, আমেরিকা, ফিলিপাইনের অনেকে এই সাইটের মাধ্যমে আয় করছে। না দেখে স্ক্যাম, স্ক্যাম বলবেন না। যদিও TT তে স্ক্যামারদের অভাব নেই কিছুদিন ধরেই দেখছি কিছুলোক একটা সফটওয়্যার শেয়ার করছে যেটা জাষ্ট কম্পিউটারে ইনষ্টল দিলেই কম্পিউটারে যত ফুটা ফাটা আছে সেখান দিয়ে সরাসরি সৌরজগতের বাহির থেকে ডলার বের হতে শুরু করবে। ভাগ্যিস TT মডারেটররা ছিলো, তা না হলে ওই টিউনগুলো অনেককেই বিভ্রান্ত করতো, কারন আমরা বিনা কাজে কামাই করতে একটু বেশিই আগ্রহী।
আয় করা এত সস্তা না। সঠিক ভাবে কাজ করুন, করার আগে ভালোভাবে শিখুন। না শিখে কিছুই করা যায় না। শেখার জন্য সময় দিন। নিজেকে আগে উপযুক্ত করে গড়ে তুলুন। আপনার যোগ্যতা থাকলে, কাজই আপনাকে খুঁজে নিবে।
ওয়েব সাইটটিতে জয়েন করতে এখানে ক্লিক করুন।

Related Post:

  • Internet Download Manager IDM 6.15 Build 8 New Full versionInternet Download Managerআশা করি এই সফটওয়্যার দিয়ে কি করে তা বলার অপেক্ষা রাখে না। সব কিছু আগের মতই খালি এইটা আপডেট ভার্সন IDM 6.15 Build 8নতুন ভার্সননে অনেক ত্রুটি দূর করা থাকে, এবং নতুন ভার্সন ব্রাউজার ইনটিগ্রেশন আপগ্রেড করা থাকে।যা হোক এই সফটওয়্যার এর বিস্তারিত নিয়ে আগে টিউন করা হয়েছে। একটু খুজলেই পাবেন।অনেক কথা হইছে এবার ডাউনলোড করার পালা।ডাউনলোড করার জন্য ক্… Read More
  • ডাউনলোড করে নিন দারুন একটা High Quality Sound/Voice Recorder !আমাদের সবারই মাঝে মধ্যে সাউন্ড বা ভয়েস রেকর্ড করার প্রয়োজন পড়ে  , কিন্তু ভাল মানের রেকর্ডার না থাকলে রেকর্ড এর মান ভাল হয় না । আমি আজ আপনাদের সাথে যে রেকর্ডার টি শেয়ার করবো সেটা অনেক ভাল মানের High Quality Sound/Voice Recorder ! এবং সফট টি সম্পূর্ণ ফ্রী ওয়্যার !  (সংক্ষিপ্ত ব্যাবহার বিধি) – প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন , এবং নরমাল… Read More
  • ব্লগার ব্লগ এর জন্যে ফেসবুক স্লাইডিং লাইক বক্সআমরা যারা ব্লগার ব্লগ ইউজ করি তাদের জন্যে এই টিপসতো সেই জন্যে প্রথমে:-1. আপনি আপনার কাঙ্খিত ব্লগ টির লেআউট এ গিয়ে এড এ গেজেট  থেকে HTML  জাভা স্ক্রিপ্ট  গেজেট টি ওপেন করুন ।২. এখন নিম্নে লিখিত কোড   টি কপি পেস্ট করুন <script type=”text/javascript”>//<!–$(document).ready(function() {$(“.w2bslikebox”).hover(function() {$(this).stop().a… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment