Online Earn by Article Writing

যারা অনলাইনে আয়ের কথা শুনেছি তারা নিশ্চয়ই আর্টিকেল লিখে যে খুব সহজেই আয় করা যায় সেটিও শুনেছি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে আমাদের দেশের অনেকেই আর্টিকেল লিখতে ভয় পায়। কেননা যাই লেখি না কেন, লিখতে তো হবে সব ইংরেজীতে! হ্যাঁ যা লিখবেন তা ইংরেজীতেই লিখতে হবে এর কোন বিকল্প নেই। আপনিও চাইলেই কিন্তু ইংরেজীতে আর্টিকেল লিখতে পারেন। তার জন্য দরকার হবে নূন্যতম কিছু ইংরেজীর জ্ঞান। অনেকেই হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছেন, ভাবছেন নূন্যতম ইংরেজীর জ্ঞান দ্বারা ইংরেজী আর্টিকেল লিখব, এটিও কি সম্ভব! আমি আবারও বলছি, অবশ্যই সম্ভব যদি আপনি আমাদের গাইডলাইন সঠিকভাবে ফলো করেন এবং পরবর্তীতে যথাসম্ভব চেষ্টা করেন। আমার ধারনা বাংলাদেশে যারা আর্টিকেল লিখে অর্থ উপার্জন করছে তারা সকলেই আমার মত করেই লিখে থাকেন।

এবার বলছি কি কি টেকনিক ফলো করবেন:
১. বায়ার আপনাকে যে বিষয় দ্বারা আর্টিকেল লিখতে বলছে, সেই বিষয়টি যদি আপনার পরিচিত না হয় তবে প্রথমেই বিষয়টি দ্বারা গুগলে সার্চ করুন।
২. ধরুন, গুগল আপনার সামনে বেশ কিছু রেজাল্ট নিয়ে এল, এবার আপনার অনুমান দ্বারা দু তিনটি ওয়েব সাইট খুলে বিষয়টি বোঝার চেষ্টা করুন।
৩. যদি কাজটি মাইক্রোওয়াকারর্স.কম এর হয়ে থাকে, তবে বায়ার আপনাকে যে সাইটটির জন্য আর্টিকেল লিখতে বলছে তার সেই সাইটটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুরো বিষয়।
৪. তার দেয়া সাইট থেকেও আপনি অর্থ বুঝে দু একটি লাইন নিবেন এবং বাক্যের ক্রিয়াকে সমার্থক শব্দ দ্বারা পরিবর্তন করে দিবেন। এটি আপনার এমএস ওয়ার্ড ফাইলে কোন শব্দকে সিলেক্ট করে রাইট ক্লিক করলেই সিনোনিমস নামে আপশন পাবেন।
৫.পাশাপাশি প্রথমবারেই হয়তো সব অর্থ আপনার পক্ষে বোঝা সম্ভবপর হবে না। তাই একটি ডিকশনারি ওপেন করে নিন এবং জটিল শব্দটি সাথে সাথে দেখে নিন।
৬. যে সকল বানান ভুল করেছেন, সেগুলো লাল চিহ্নযুক্ত দেখতে পাবেন। এবার তার উপরে রাইট ক্লিক করলে অনেক সমাধান পাবেন। এখন আপনি তার মধ্য থেকে সঠিক শব্দটি বেছে নিন।
৭. বাক্য সাজানোর জন্য বেসিক কিছু গ্রামার আপনাকে জানতে হবে। এটিও কোন কঠিন কাজ নয়, কেননা আপনার গ্রামার সংক্রান্ত ভুলগুলো কম্পিউটার এমএসওয়ার্ড ফাইলে সবুজ কালি দ্বারা চিহ্নিত করে দেবে আর সেটির উপরে রাইট ক্লিক করলে পেয়ে যাবেন আপনার সমাধান।
আশা করি ৫০ ওয়ার্ড এর আর্টিকেল লিখতে এবার আপনার খুব একটা কষ্ট হবে না। তবে যদি আপনি প্রফেশনাল মানের আর্টিকেল রাইটার হতে চান তবে এই পদ্ধতিতে আপনাকে বেশ কিছু দিন চেষ্টা করতে হবে। পাশাপাশি ইংরেজী আর্টিকেলগুলো বেশি বেশি পড়ে অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং নতুন নতুন শব্দ মেমরিতে ধারন করতে হবে। ছোট আকারে হলেও বাক্য গঠন করার চেষ্টা করতে হবে আর ভুল হলে কম্পিউউটারই ধরিয়ে দিবে।
আর্টিকেল লিখে আয় করার জন্য যতটুকু রহস্য আছে তার অনেকটাই আলোচনা করার চেষ্টা করেছি। এবার আপনাদের পালা, চেষ্টা শুরু করুন এখন থেকেই। কেননা প্রফেশনাল মানের আর্টিকেল রাইটার হতে পারলে অনলাইনে উপার্জনের রয়েছে অভাবনীয় সুযোগ । মাইক্রোওয়ার্কাসসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট ভিজিট করলে এর চাহিদা উপলদ্ধি করা যায়।

Related Post:

  • কি ভাবে আপনার পেণ ড্রাইব কে রেম হিসেবে ব্যবহার করবেন ?সসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমার ১ম টিউন টি   আমি আজকে যে বিষয়ে বলব তা হোল "কি ভাবে আপনি আপনার পেণ ড্রাইব কে রেম হিসেবে ব্যবহার করবেন ? এ বিষয়ে হয়তো অনেকে জানেন তবু ও লিখছি যারা জানেন না তাদের কথা ভেবে । যা হোক এখন শুরু করি কি ভাবে আপনার পেণ ড্রাইব কে রেম হিসেবে ব্যবহার করবেন ?১. প্রথমে আপনি আপনার পেণ ড্রাইব কে আপনার পি… Read More
  • Download করুন IDM 6.7 Build 14 Full Version With Patch And Crack এবং সাথে Pre-Activated Full Version ফ্রী!!!!Download করুন IDM 6.7 Build 14 Full Version With Patch And Crack সাথে Pre-Activated Full Version ফ্রী!!!! আজ আপনাদের সাথে হাজির হয়েছি Internet Download Manager 6.7 Build 14 Full Version নিয়ে।  এই ভার্সনটি রিলিজ হয় 25 October 2011 এই ভার্সনটি Firefox, Google Chorme এবং Internet Explorer এর নতুন ভার্সন সাপোর্ট করে।To Download Click HereHow To Install And Apply … Read More
  • নিয়ে নিন বিজয় একাত্তর সফটওয়্যারটির Full Versionআজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিজয় একাত্তর সফটওয়্যারটি। এই সফটওয়্যারের সাহায্যে Unicode ভিত্তিক বাংলা লেখা লিখতে এবং টাইপ করতে পারবেন ।আমরা সাধারণত অভ্র দিয়ে বাংলা লেখা লিখিকিন্তু এখনো অনেকে বিজয় দিয়ে বাংলা লেখা লিখে থাকে । তাদের জন্যই বিজয় একাত্তর সফটওয়্যারটি নিয়ে আসা । আর এই বিজয় একাত্তর সফটওয়্যারটি Full Version এ আছে । প্রথমে বিজয় একাত্তর সফটওয়্যারটি ইনস্টল  … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment