কিভাবে বুঝবেন আপনার আর্টিক্যাল ইউনিক কিনা


article-checkerপ্রত্যেক ব্লগারেরই চাওয়া থাকে তার সাইটটি যেন গুগলের সার্চ রেজাল্টের প্রথমে পেজে থাকে। যেকোন সাইটকেই গুগলের ফার্স্ট পেজে আনতে হলে সে সাইটে অবশ্যই হাই কোয়ালিটি ইউনিক কনটেন্ট থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক আর্টিকেল কনটেন্টের উপর গুরুত্ব দিতে হবে।

আপনি আপনার সাইটের জন্য আর্টিকেল লিখছেন কিন্তু বুঝতে পারছেন না আর্টিকেলটি ইউনিক হচ্ছে কিনা। সুতরাং আপনার নিজের আর্টিকেলের ইউনিকনেসের ব্যপারে আপনি নিজেই সন্দিহান হয়ে যাচ্ছেন। আর্টিকেল ইউনিক কিনা এটি চেক করার জন্য কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনি আনায়াসেই আপনার আর্টিকেলগুলির ইউনিকনেস যাচাই করে নিতে পারেন। এসব সাইটের মধ্যে Click Here সাইটটি আর্টিকেল চেক করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক সাইট রয়েছে আর্টিকেল চেক করার জন্য।

তো চলুন দেখে নেওয়া যাক সে সাইটগুলি।

তো বন্ধুগণ উপরোক্ত সাইটগুলি থেকে চেক করে নিন আপনার আর্টিকেলের ইউনিকনেস। আজকের পোস্ট এখানেই শেষ করছি, সামনে হাজির হবে নতুন কোন পোস্ট নিয়ে। ততদিন সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।

Related Post:

  • অপারেটিং সিস্টেম থাকা অবস্থার তৈরীকৃত অতিরিক্ত ড্রা্‌ইভ ডিলেট করুন খুব সহজেআমি দেখাবো কীভাবে অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় তৈরীকৃত অতিরিক্ত ড্রাইভ ডিলেট করবেন? আমার এর আগের টিউনে দেখিয়েছিলাম কীভাবে উইন্ডোজ থাকা অবস্থায় হিার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন। এখন কথা হলো মনে করেন কারো তৈরীকৃত অতিরিক্ত ড্রা্‌ইভ  লাগবে না।তখন কি করবেন? হ্যা এরকম সমস্যার সমাধান ও আছে।্রজন্য আপনি যে ড্রাইভটি অতিরিক্ত তৈরী করছেন, ঐটাকে ডিলট করতে হবে।এজন্য এভা… Read More
  • ফ্রিতে ডাউনলোড করে নিন দুটি অসাধারন Data Recovery সফটওয়্যার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন । আর ভাল থাকুন এটাই কামনা করছি সরাক্ষন। অন্যান্য দিনের মত আজও দুটি সফটওয়্যার নিয়ে টিউন করতে বসলাম। আর সফটওয়্যার নাম হল- Paragon Recovery software, PC inspector File Recovery software.  যার দ্বারা  আপনার হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনতে পারবেন । নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে যাদের এই সফটওয়্যারগুলো লাগবে তারা নিচের থেকে … Read More
  • ডাউনলোড করুন Adobe Reader PDF এবং Adobe Flash Player Latest 2015আমি আপনারদের মাঝে আগেও অনেক সফটওয়্যার নিয়ে এসেছিলাম আজ ও দুইটি সফটওয়্যার নিয়ে আসলাম। এই সফটওয়্যার ২টি আপনারা সবাই ব্যাবহার করেছেন বা করেন। সফটওয়্যারটির নাম হলঃ Adobe Reader 11.0.10 PDF File Reader Software এবং Adobe Flash Player 16.0.0.235 Full। চলুন দেখে নেই সফটওয়্যার ২টির কাজ … Adobe Reader 11.0.10 PDF File Reader Software – Adobe Reader জনপ্রিয় মুক্ত সফ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment