পেনড্রাইভে পাসওয়ার্ড দিন যেন আপনার পেনড্রাইভ অন্য কেউ ব্যবহার করতে না পারে।

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে অনেক জরুরি ও গোপন ফাইল থাকে। পেনড্রাউভটি অন্য কেউ ব্যবহার করতে গিয়ে এসব জরুরি বা গোপন ফাইলের ক্ষতি করতে পারে। এতে পাসওয়ার্ড ব্যবহার করে এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেনড্রাইভে পাসওয়ার্ড ব্যবহারের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তাই অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করতে হয়। এমন সফটওয়্যারের অধিকাংশই টাকা দিয়ে কিনতে হয়। তবে 'ইউএসবি সিকিউর' সফটওয়্যারটি মেমোরি কার্ড এবং পেনড্রাইভের পাসওয়ার্ড দিতে বিনা মূল্যে ব্যবহার করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করলে পাসওয়ার্ড ছাড়া পেনড্রাইভ বা মেমোরি কার্ডে থাকা তথ্যগুলো দেখা বা ব্যবহার করা যাবে না। এই লিংক থেকে : ক্লিক করুন
কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করুন। এবার ড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে কম্পিউটারে সংযুক্ত করুন। এবার ড্রাইভটি Open করে Set Password এবং Confirm Password ঘরে নিজস্ব পাসওয়ার্ড লিখুন। এতে পেনড্রাইভটি পাসওয়ার্ড প্রটেক্টেড হয়ে যাবে। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে নতুবা ড্রাইভটির সব তথ্যই হারিয়ে যাবে।
ফেইসবুকে নিয়মিত সাথে থাকতে এখানে ক্লিক করুন

Related Post:

  • পেমেন্ট সমস্যা ও পেওনিয়ার কার্ডসচরাসচর আমরা অনলাইনে যে সকল সমস্যার সম্মুখীন হই তা হল পেপাল ও বিভিন্ন পেমেন্ট সমস্যা। পেমেন্ট সমস্যা সমাধানে বিভিন্ন বিকল্পের অন্যতম ও কার্যকর ব্যবস্থাটি হল পেওনিয়ার কার্ড। পেওনিয়ার কার্ডের কথা জানা নেই এরকম কম মানুষই আছেন। অনেকেই এটা ব্যবহারও করছেন অনেকদিন ধরে। কিন্তু অনেকে আবার এ কার্ড নিতে যেয়ে সমস্যায় পড়ছেন নানা বিষয় নিয়ে। তাদের কথা ভেবেই আমার এ পোস্ট ল… Read More
  • Microworkers.Com এ কীভাবে কাজ করে টাকা উপার্জন করবেন তা জানার জন্য PDF ফাইলটি এখনি ডাউনলোড করে নিন (না দেখলে মিস করবেন)Microworkers.Com এ কীভাবে কাজ করে টাকা উপার্জন করবেন তা জানার জন্য PDF ফাইলটি এখনি ডাউনলোড করে নিন (না দেখলে মিস করবেন)আমরা প্রায় সকলেই Microworkers.Com সম্পর্কে জানি । অনলাইন ইনকামের মিনিজব সাইট গুলোর মধ্যে এটি একটি অন্যতম সাইট । এই সাইটে বায়ারেরা বিভিন্ন ধরনের ছোট ছোছ কাজ দিয়ে থাকে । Odesk বা Freelance এর মত এই সাইটে বিড করতে হয় না । Microworkers.Com এ কাজ করার … Read More
  • নিয়ে নিন চরম একটি Media Player…!!!আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই??? আশা করি ভাল আছেন। Player টি নিয়ে আগে টিউন হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই Video Player হিসেবে VLC, KM Player অথবা আরও অন্যান্য Media Player ব্যাবহার করে থাকি। আজকে আমি সবাইকে যে Video Player টির সাথে পরিচয় করিয়ে দিব তার নাম হচ্ছে DAUM POT PLAYER। এটি VLC, KM Player এর মতই Opensource. এটি Video Load করতে অনেক কম সময়… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment