পেনড্রাইভে পাসওয়ার্ড দিন যেন আপনার পেনড্রাইভ অন্য কেউ ব্যবহার করতে না পারে।

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে অনেক জরুরি ও গোপন ফাইল থাকে। পেনড্রাউভটি অন্য কেউ ব্যবহার করতে গিয়ে এসব জরুরি বা গোপন ফাইলের ক্ষতি করতে পারে। এতে পাসওয়ার্ড ব্যবহার করে এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেনড্রাইভে পাসওয়ার্ড ব্যবহারের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তাই অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করতে হয়। এমন সফটওয়্যারের অধিকাংশই টাকা দিয়ে কিনতে হয়। তবে 'ইউএসবি সিকিউর' সফটওয়্যারটি মেমোরি কার্ড এবং পেনড্রাইভের পাসওয়ার্ড দিতে বিনা মূল্যে ব্যবহার করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করলে পাসওয়ার্ড ছাড়া পেনড্রাইভ বা মেমোরি কার্ডে থাকা তথ্যগুলো দেখা বা ব্যবহার করা যাবে না। এই লিংক থেকে : ক্লিক করুন
কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করুন। এবার ড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে কম্পিউটারে সংযুক্ত করুন। এবার ড্রাইভটি Open করে Set Password এবং Confirm Password ঘরে নিজস্ব পাসওয়ার্ড লিখুন। এতে পেনড্রাইভটি পাসওয়ার্ড প্রটেক্টেড হয়ে যাবে। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে নতুবা ড্রাইভটির সব তথ্যই হারিয়ে যাবে।
ফেইসবুকে নিয়মিত সাথে থাকতে এখানে ক্লিক করুন

Related Post:

  • আর্টিকেল Writing এর সব গোপন কথা ফাঁস, আর্টিকেল লিখে ইনকাম করুন সহজেই ।অনলাইনএ ইনকাম করার সব থেকে সহজ উপায় আর্টিকেল রাইটিং । আর্টিকেল লিখার একটি সহজ সিস্টেম-১. Google অথবা যে কোন Article Directory থেকে আপনার যে subject এর উপর article লিখতে হবে সেই রকম একটা সুন্দর Article কপি করে নিন ।২. Microsoft Office থেকে MS Word Open করুন, সরাসরি Paste করবেন না, Paste এ যান আর Paste Special Select করুন, Paste Special থেকে Unformatted Text Select … Read More
  • ফোরাম পোস্টিং করে বোনাস ডলার দিয়ে এবার LiteForex ব্রোকারে ট্রেড (ফরেক্স নিয়ে আমার লেখা-১)বিসমিল্লাহির রাহমানির রাহিম।কেউ কেউ হয়ত শুধু জানেন ফোরামে পোস্ট করে শুধু InstaForex এ ট্রেড করা যায় । উফফ্‌ ! যদি এমনভাবে আরো কিছু ব্রোকারে ট্রেড করার সুযোগ থাকতো!! আবার কেউ হয়ত তা-ই জানেন না । আমার এই পোষ্টে একদমই নতুন যেটা থাকবে তা হচ্ছে আপনি ফোরামে পোস্ট করে LiteForex ব্রোকারে কিভাবে ট্রেড করবেন তা নিয়ে । আপনি যদি মোটামুটি ইংরেজী লিখতে পারেন ত… Read More
  • 250-রও বেশি High PR সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা ওয়েব মাস্টারদের জন্যসোশ্যাল বুকমার্কিং নিয়ে আগেও অনেক টিউন হয়েছে, কারো সাথে মিলে গেলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেই আমার এই পোস্ট। এখানে 25০ -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়া আছে। আশা করি… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment