কানে শুধু এয়ারফোন নয় ক্যামেরাও ব্যবহার করুন!


looxie বাজারে এই প্রথম নিয়ে এলো কানে বহনের সুবিধা নিয়ে ওয়েব ক্যাম। এটি দেখতে অনেকটা ব্লু-টুথ হেডফোন এর মত।

এটির বৈশিষ্ট্য হলোঃ এটি খুব সহজেই বহন করা যাবে। আপনি যা দেখবেন এটি তাই স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার করবে। এই ক্যামেরাটি আপনি আপনার আইফোন অথবা এ্যাড্রোয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। আপনি এর মাধ্যমে ৩০ সেকেন্ডের যে কোন ভিডিও আপনি কোন প্রিয় সাইট অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন। ক্যামেরা কোন ব্যাগ বহন করতে হবে, বা পাহাড়ে চড়তে কোন বাধায় পড়তে হবে না। আপনি যেখানে খুশি দেখতে থাকুন, ক্যামেরাও সেগুলো দেখবে এবং ক্যাপচার করবে। কি দারুন তাই না? মডেল looxie LX2, দাম মাত্র ১৪১ ডলার।
  • 0Blogger Comment
  • Facebook Comment