ব্লগারদের জন্য সবচেয়ে ভাল ৫ টি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক

SiteLikeGoogleAdsense
কি খবর বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন । আজ একটু আয়-রোজগার নিয়ে কথা বলতে চাই । আমরা কম-বেশি সবাই আয় করতে চাই তাই না ? ব্লগ থেকে আয় করা যায় তা আমরা কম-বেশি সবাই জানি । তাই যাদের ব্লগ আছে তারা তাদের ব্লগ থেকে কিছু আয় করতে চায় । আপনি একজন অ্যাড পাবলিশার হয়ে আপনার ব্লগথেকে আয় করতে পরেন কিছু অর্থ । এ জন্য প্রথম দরকার একটি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক । তাই নিচে এরকম টপ ৫টি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক দেয়া হলঃ
১ । Google Adsense : Google Adsense হল সবচেয়ে ভাল অ্যাড পাবলিশিং নেটওয়ার্ক প্রত্যেক ব্লগারের মতে । অনেক ব্লগার মিলিয়ন ডলারস আয় করে এই Adsense দিয়ে । অ্যাডসেন্স অন্যান্ন সকল পাবলিশিং নেটওয়ার্ক থেকে বেশি পরিমাণ অর্থ প্রদান করে । আপনি ৬৮% রেভেনিউ পাবেন অ্যাডসেন্স থেকে যদি আপনি তাদের সাথে চিটিং না করেন নিজের অ্যাডে নিজে ক্লিক করে বা বন্ধুদের ক্লিক করতে বলেন Social sites এ কারন অ্যাডসেন্স আপনার সকল কর্মকান্ড ট্র্যাক করে । এটা সবচেয়ে ভাল অ্যাডভারটাইজিং ওয়েবসাইট ।
২ । Infolinks : Infolinks পাবলিশারদের intext ads এবং রিলেটেড ট্যাগস , ট্যাগ ক্লাউডস প্রদান করে যা আপনাকে বেশি পরিমানে আয় করার সুবিধা দিবে । Infolinks তাদের পাবলিশারদের ৭০% রেভেনিউ শেয়ার করে । আপনি এখানে খুব সহজেই এপ্রুভ হবেন কিন্তু এখানে এপ্লাই করার পূর্বে তাদের Requirements পড়ে নিবেন ।
৩ । Buy Sell Ads : অন্যান্ন ওয়েবসাইট থেকে Buysellads টা একটু ভিন্ন । এখানে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড স্পেস বিক্রি করতে পারবেন এবং আপনার ইচ্ছা মত দাম ঠিক করে দিতে পারবেন । আপনি আপনার সাইট এ অ্যাডসেন্স এর পাশাপাশি এটা ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার সাইট এ ভাল ট্রাফিক থাকে । আপনার সাইট ভাল ট্রাফিক থাকলে আপনি এপ্রুভ হবেন । ভাল ট্রাফিক না থাকলে অন্যটা ব্যবহার করতে পারেন ।
৪ । Contextweb : Contextweb-ও একটা ভাল অপশন ব্লগারের জন্য যদি আপনার অ্যাডসেন্স একাউন্ট না থাকে আর যদি থাকে তাহলে অ্যাডসেন্সই ব্যবহার করুন । কনটেক্সটওয়েব হাই-কোয়ালিটির এবং কুল অ্যাড প্রদান করে ।
৫ । Bidvertiser : এটাও একটা ভাল অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক যদি আপনার অ্যাডসেন্স বন্ধ বা একসেপ্ট না হয় । বিডভারটাইজার আপনার ব্লগে কুল অ্যাড প্রকাশ করবে কিন্তু একটা সমস্যা হল এরা কম রেভেনিউ প্রদান করে ।
তো আজ এপর্যন্তই । এখান থেকে যেটা আপনার ভাল লাগে আপনার ব্লগে বা ওয়েব সাইটে ব্যবহার করতে পারেন । সবাই ভাল থাকবেন । হ্যাপি আর্নিং ।

Related Post:

  • মোবাইল এর মাধ্যমে সাইট তৈরি এবং আয় এর কৌশল। [পর্ব ১]র দাম কমে যাওয়া। এখন প্রায় সব ব্রান্ড এর মোবাইল এ gprs, wi-fi, edge, java ইত্যাদিসাপোর্ট করে।তাই সকলে এখন মোবাইল এ ইন্টারনেট ব্যাবহার এর মাধ্যমে বিভিন্ন Games,Application,Theme,Ringtone,Mobile Video,Wallpaper ইত্যাদি ডাউনলোড এর জন্যমোবাইল সাইট গুলো ব্যাবহার করে থাকে।তাই এখন সময় এসেছে মোবাইলের সাইট ব্যাবহারেরমাধ্যমে আয় করার।এই সাইটটি দেখুন: Wapnod - Free … Read More
  • 250-রও বেশি High PR সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা ওয়েব মাস্টারদের জন্যসোশ্যাল বুকমার্কিং নিয়ে আগেও অনেক টিউন হয়েছে, কারো সাথে মিলে গেলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেই আমার এই পোস্ট। এখানে 25০ -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়া আছে। আশা করি… Read More
  • ফোরাম পোস্টিং করে বোনাস ডলার দিয়ে এবার LiteForex ব্রোকারে ট্রেড (ফরেক্স নিয়ে আমার লেখা-১)বিসমিল্লাহির রাহমানির রাহিম।কেউ কেউ হয়ত শুধু জানেন ফোরামে পোস্ট করে শুধু InstaForex এ ট্রেড করা যায় । উফফ্‌ ! যদি এমনভাবে আরো কিছু ব্রোকারে ট্রেড করার সুযোগ থাকতো!! আবার কেউ হয়ত তা-ই জানেন না । আমার এই পোষ্টে একদমই নতুন যেটা থাকবে তা হচ্ছে আপনি ফোরামে পোস্ট করে LiteForex ব্রোকারে কিভাবে ট্রেড করবেন তা নিয়ে । আপনি যদি মোটামুটি ইংরেজী লিখতে পারেন ত… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment