বাড়িয়ে নিন আপনার ল্যাপটপের সাউন্ড-100% সত্য………

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি
আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটা টিপস্ শেয়ার করব। কিভাবে আপনার ল্যাপটপের সাউন্ড বাড়াবেন।
যারা উইন্ডোজ 7 ব্যাবহার করেন তারা কোন সফটওয়্যার ছায়াই ল্যাপটপের সাউন্ড 200% বাড়িয়ে নিতে পারেন । তবে VLC পেয়ারে বাজালে নাও হতে পারে ।কারন VLC তে এমনিতে 200% দেয়া থাকে ।
সাউন্ড বাড়াতে নিচের ধাপ গুলো অনুসরন করেন ।
1)     প্রথমে আপনার ভলিয়ম বা স্পিকার আইকন এর উপর রাইট বাটন ক্লিক করুন ।
2)    এবার Playback Devices- এর উপর ক্লিক করুন ।
3)    এখন Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
4)    এর পর Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
5)    এবার Loudness Equalization এর খালি বক্সে টিক চিহ্ন দিন ।
6)    এবার Apply > Ok দিয়ে বেরিয়ে আসুন ।
এখন থেকে আপনি ল্যাপটপের সাউন্ড উপভোগ করতে থাকুন ।
অ-সুবিধা হলে জানাবেন।

Related Post:

  • ফ্ল্যাশ ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজনিঃসন্দেহে উইন্ডোজ সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আর আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল করি সিডি বা ডিভিডি থেকে। সমস্যা হল আপনার সিডি/ডিভিডি রমে যদি সমস্যা থাকে, যেমন- কাজ না করে, নষ্ট বা সিডি/ডিভিডি ডিস্কে অন্য কোন সমস্যা থাকে, তখন কী করবেন? খুবই চিন্তার বিষয়! এ অবস্থায় আমাদের খুব বিপাকে পড়তে হয়। তবে আপনার কাছে যদি ৪ গিগাবাইট বা এর চেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ… Read More
  • RoadRash গেমটি খেলতে color এর সমস্যা আর হবে না ।গ্যারান্টি সহ ।আচ্ছালামুআলাইকুম । কম্পিটারে RoadRash গেমটি খেলেন নাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না  । এটার মত মজার বাইক রেসিং আর দুইটা নাই । আমার বড় ভাইয়া গেমসটি গত চার বছর ধরে খেলতাছেন কিন্তু এখনও গেমটির প্রতি আকর্ষণ প্রথম দিনের মতই । কিন্তু সমস্যা হল তিন বছর আগে যখন windows xp থেকে windows 7 এ upgrade করি  তখন থেকেই কালারে সমস্যা করে । কালারের সমস্যার পরেও আমার বড় ভ… Read More
  • Do Follow Social Book Makring Site’s List SEOকি! চলছে কি রকম আপনাদের SEO প্রাকটিস ? পারবেন তো Google এর প্রথম পেইজ এ আসতে বা কত দিন টিকে থাকতে পারবেন কোন নিশ্চয়তা কি দিতে পারবেন SEO প্রাকটিস ছাড়া...অহঃ হা যারা এখনো আপনাদের সাইটে Google প্লাস বাটন টি যুক্ত করেন নি তারা কিন্তু পরে পচতাইবেন...কারন টা এত তারাতারি বলতে চাই না....যারা সরাসরি Google থেকে ভিসিটর চান তারা প্লাস বাটন টিতে বেশি করে ক্লিক সংগ্রহ করুন আ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment