আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটা টিপস্ শেয়ার করব। কিভাবে আপনার ল্যাপটপের সাউন্ড বাড়াবেন।
যারা উইন্ডোজ 7 ব্যাবহার করেন তারা কোন সফটওয়্যার ছায়াই ল্যাপটপের সাউন্ড 200% বাড়িয়ে নিতে পারেন । তবে VLC পেয়ারে বাজালে নাও হতে পারে ।কারন VLC তে এমনিতে 200% দেয়া থাকে ।
সাউন্ড বাড়াতে নিচের ধাপ গুলো অনুসরন করেন ।
1) প্রথমে আপনার ভলিয়ম বা স্পিকার আইকন এর উপর রাইট বাটন ক্লিক করুন ।
2) এবার Playback Devices- এর উপর ক্লিক করুন ।
3) এখন Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
4) এর পর Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
5) এবার Loudness Equalization এর খালি বক্সে টিক চিহ্ন দিন ।
6) এবার Apply > Ok দিয়ে বেরিয়ে আসুন ।
এখন থেকে আপনি ল্যাপটপের সাউন্ড উপভোগ করতে থাকুন ।
অ-সুবিধা হলে জানাবেন।