বাড়িয়ে নিন আপনার ল্যাপটপের সাউন্ড-100% সত্য………

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি
আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটা টিপস্ শেয়ার করব। কিভাবে আপনার ল্যাপটপের সাউন্ড বাড়াবেন।
যারা উইন্ডোজ 7 ব্যাবহার করেন তারা কোন সফটওয়্যার ছায়াই ল্যাপটপের সাউন্ড 200% বাড়িয়ে নিতে পারেন । তবে VLC পেয়ারে বাজালে নাও হতে পারে ।কারন VLC তে এমনিতে 200% দেয়া থাকে ।
সাউন্ড বাড়াতে নিচের ধাপ গুলো অনুসরন করেন ।
1)     প্রথমে আপনার ভলিয়ম বা স্পিকার আইকন এর উপর রাইট বাটন ক্লিক করুন ।
2)    এবার Playback Devices- এর উপর ক্লিক করুন ।
3)    এখন Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
4)    এর পর Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
5)    এবার Loudness Equalization এর খালি বক্সে টিক চিহ্ন দিন ।
6)    এবার Apply > Ok দিয়ে বেরিয়ে আসুন ।
এখন থেকে আপনি ল্যাপটপের সাউন্ড উপভোগ করতে থাকুন ।
অ-সুবিধা হলে জানাবেন।

Related Post:

  • আলু দিয়ে আগুন ধরান ! কি ভয় পেলেন ?আজ আর কনো কথা না বারিয়ে কাজের কথায় আসি । আজ আমি আপনাদের দেখাব কিভাবে আলু দিয়ে আগুন ধরানো যায় ! কি ভয় পেলেন ! ভয় পাওার কিছু নাই । LED  লাইটের আগুন।যা যা লাগবে একাধিক আলু ।২ টা বা তার বেশি zinc এর লুহা২টা বা তার বেশি copper-এর লূহাকিছু তার । picture গুলা দেখেন আশা করি বুঝবেন। আর আমি তো মোটামোটি explain করেছিই।১. দেখতেই পারতেছেন , এখানে ২টা আলু ,২ … Read More
  • ঘরে বসে আয় করুন। ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং(পর্ব-১)ঘরে বসে আয় করুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি অনলাইন হতে আয় করার সম্পর্কে। কিন্তু আমরা অনেকেই জানিনা অনলাইন হতে আয় করার পদ্ধতিগুলো কি কি । অনলাইন হতে আয় করার যে সকল পদ্ধতি গুলোর রয়েছে তার মধ্যে অনতম পদ্ধতি হচ্ছে ব্লগিং করে আয় করা। আমার মতে ঘরে বসে অনলাইন আয়ের সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে ব্লগিং। আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা যে সকল … Read More
  • ঘরে বসে আয় করুন। ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং(পর্ব-২)বন্ধুরা আমরা আমাদের পূর্বের টিউটোরিয়ালে জেনে ছিলাম ব্লগিং কি ও ব্লগিং করে আমরা কিভাবে তা হতে আয় করতে পারি। আমরাও এও জেনেছিলাম কিভাবে ব্লগিং করতে হয়। ব্লগিং করার জন্য বিভিন্ন সফটওয়্যার বা ইসক্রীপট রয়েছে। এ ছাড়াও রয়েছে অনেক বড় বড় প্লাটফর্ম। তো আমাদের ব্লগিং করার সুবিধার্থে আমরা সেই সকল বড় বড় প্লাটফর্ম গুলোর ভিতর থেকে একটি জনপ্রীয় প্লাটফর্মকে বেছে নিবো। আমি ব্যাক্তি… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment