কি ভাবে সুন্দর প্রোডাক্ট রিভিউ লিখবেন Affiliate মার্কেটিং থেকে আয় করতে ।

পর্ব ১. Affiliate মার্কেটিং থেকে সহজে আয় করুন ।

পর্ব ২ঃ  কি ভাবে সুন্দর প্রোডাক্ট রিভিউ লিখবেন ।
গুগল কী ওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসএর উপর লং টেল কী ওয়ার্ড খুঁজে বের করুন যে কী ওয়ার্ড গুগলে সব থেকে বেশী সার্চ হয় এবং আপানার আর্টিকেল এর টাইটেল এর ভিতর ব্যবহার করুন । সম্ভভ হলে পুরো কী ওয়ার্ড টাই ব্যবহার করুন টাইটেল হিসাবে । এতে আপনার আর্টিকেল টি গুগলে সার্চ রেজাল্ট থেকে বেশী ভিজিটর পাবে ।
এবার বডি কি ভাবে লিখব সেটা দেখি । আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান সেই রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে রিসার্চ করুন এবং যে প্রোডাক্ট বা সার্ভিস বেশী বিক্রি হয় সেই গুলির সাথে তুলনা করে আর্টিকেল লিখুন । তবে তুলনা করার সময় পুরো ১০০% আপনার প্রোডাক্ট এর ভালো ফীড ব্যাক দেবেন না । মোট কথা আপনি নিজের Idea  দিয়ে, বুদ্ধি দিয়ে তুলনা করবেন । মোট কথা আপানার প্রোডাক্ট এর একটা সুন্দর বৈশিষ্ট্য ফুটিয়ে তুলবেন যা আগে কেউ স্বাভাবিক চোখে বুজত না, আপানার আর্টিকেল পড়ে তারা এটা কে কিনতে আগ্রহী হবে ।
আর্টিকেল এর গ্রামার, বানান, এবং প্রতিটি লাইন এর অর্থ যেন সম্পূর্ণ হয় এবং কী ওয়ার্ড ঘনত্ব ৩% হয় ।অবশ্যই এস, ই , ও Friendly আর্টিকেল হতে হবে।  আর্টিকেল টি ৫০০-৭০০ বা তার বেশী এবং রিসার্চ বেজড হলে খুব ই ভালো হয় । আমি আগে ও বলেছি ৯৫% সেল রিভিউ পড়ে সেল হয় । সুতরাং আপানার আর্টিকেল টি ভালো হলে আপনার ভাগ্য বদলে জেতে পারে ।

Related Post:

  • আপনার যেকোন Windows operating system কে activate করুনযে কোন Operating system কে activate করুন :১. নিন্মক্ত সফটঅয়ার টি Download করে নিন২. ইন্সটল করুন৩. পিসি রিস্টার্ট করুন৪. উপভোগ করুন ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মূল্লের একটিভেতেড Operating systemযে সকল Operating system এর জন্য বেবহার যোগ্য ঃSupported operating systems•Windows 7 Ultimate •Windows 7 Ultimate E •Windows 7 Professional •Windows 7 Professional E •Windows … Read More
  • কি ভাবে সুন্দর প্রোডাক্ট রিভিউ লিখবেন Affiliate মার্কেটিং থেকে আয় করতে ।পর্ব ১. Affiliate মার্কেটিং থেকে সহজে আয় করুন ।পর্ব ২ঃ  কি ভাবে সুন্দর প্রোডাক্ট রিভিউ লিখবেন ।গুগল কী ওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসএর উপর লং টেল কী ওয়ার্ড খুঁজে বের করুন যে কী ওয়ার্ড গুগলে সব থেকে বেশী সার্চ হয় এবং আপানার আর্টিকেল এর টাইটেল এর ভিতর ব্যবহার করুন । সম্ভভ হলে পুরো কী ওয়ার্ড টাই ব্যবহার করুন টাইটেল হি… Read More
  • এবার আরো দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি ছোট একটি সফটওয়্যার দিয়েআসসালামু আলাইকুম। বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের নিকট হাজির হলাম ছোট একটা জটিল সফটওয়্যার নিয়ে। যে সফটওয়্যার ব্যবহার করে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কম্পিউটার এর স্পিড সেই নতুন কম্পিউটার এর মত হয়ে যাবে। এই সফটওয়্যার ব্যবহার করা অনেক সহজ তাই আপনাদের মাথা ঘামিয়ে আগে শিখতে হবে না। আমার মতে সফটওয়্যার টি বেশ কাজের।কি কি … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment