দু চোখে স্বপ্ন নিয়ে নীল নীল আকাশে।

দু চোখে স্বপ্ন নিয়ে
নীল নীল আকাশে
বিহঙ্গের কাকলিতে
হিমেল বাতাসে।
ভেসে ভেসে উড়ে যাই
দূর থেকে দূরে যাই
দূর থেকে বহুদূরে।
নীল সাগর ছাড়ি
নীল আকাশ পাড়ি
সবুজ পাহাড় দূরে ঠেলে।
চাঁদের কাছে এসে
তারাদের পাশে রেখে
আমি কোথায় হারিয়ে যাই।
আমি ভেসে যাই
আমি উড়ে যাই।
দূর থেকে আরো দূরে
আমি চলে যাই।
দূরের সীমানায়
মনের ঠিকানায়
নীল নীল আকাশে
হিমেল বতাসে
আমি ভেসে বেড়াই।

Related Post:

  • দেখে নিন অসাধারন কিছু লাভ ওয়াল পেপার এবং ডাউনলুডআপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবে কামনা করি। আজ আমি আপনাদের সাথে কিছু অসাধারন ভালবাসা এবং ভাল লাগার কিছু ছবি সবার সাথে শেয়ার করব। আশা করি সবার ভাল লাগবে। ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। তাহলে দেরি না করে দেখে নেই ছবি গুলু।সময়ের অভাবে সব গুলু ছবি দেওয়া সম্ভব হয়নি যারা এই সব ছবি ভাল পান তারা নিচের লিংক থেকে এই রখম আরও অনেক ছবি আছে ডাউনলুড করে নিন ।Download Now… Read More
  • যারা ইন্টারনেটে প্রায়ই বসেন তাদের জন্য আমার নতুন প্রয়াস…বন্ধুরা ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই রমজান আমার পুরোটা কেটেছে রাতে না ঘুমিয়ে। প্রায় প্রতিটা রাতেই আমি ছিলাম নির্ঘুম। আমি ওয়েবসাইট ডেভেলপার নই। কিন্তু রাত জেগে জেগে এই রোজার মাসে একটি ওয়েবসাইট বানিয়েছি। ইন্টারনেট জগতের বন্ধুরা যারা ইন্টারনেটে পত্রিকা পড়েন আশা করি এই সাইটটি কাজে লাগবে। সাইটটির নাম দিয়েছি অলমিডিয়ালিঙ্ক ।এখানে আপনি পাবেন সব ধরনের মিডিয়ার সব লিঙ্ক। আপনি যদ… Read More
  • ২০১২ সালের সেরা ২০ টি কি ওয়ার্ড যারা গুগুল Adsense থেকে প্রতি ক্লিক এ সব থেকে বেশি পরিমাণ ডলার ইনকাম করেছেবিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!! সবাই কেমন আছ আশা করি সবাই ভাল আছ। আজ আমি আপনাদেরকে ২০১২ সালের গুগুল এর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাব। অনেকেরই গুগুল Adsence আছে এবং আমরা গুগুল গুগুল Adsence থেকে ইনকাম ও করতেছি কিন্তু সবাই জানে না যে গুগুল এ প্রতি ক্লিক এ কাকে কত সেন্ট দেয়। আজ আমি ২০১২ সালের প্রতি ক্লিক এ সব থেকে বেশি ডলার যে কি ওয়া… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment