ওয়েবপেজ বা ব্লগকে ১ দিনের মধ্যে গুগলে ইনডেক্স করুন (১০০% working)

এটা আমার এই ব্লগে লেখা প্রথম পোস্ট। জানিনা কেমন হবে, কে কিভাবে নিবেন। আজকে যে টিপস টা দিব তা সবার কাজে লাগবে আশা করি । আমরা আমাদের নতুন ওয়েবপেজ বা ব্লগকে গুগলে ইনডেক্স করার জন্য কত কিছুই না করি । কিন্তু গুগলে কি এত সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগ কে ইনডেক্স করে ফেলবে ! এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । আমার মত যারা অলস তাদের জন্য এটা মহা মুশকিল । চিন্তার কিছু নেই । আপনার কিছুই করতে হবে না যা করার করবে একটা ওয়েবসাইট । তাও আবার কোন রকম কষ্ট ছাড়া । বিশ্বাস হয় না তা হলে নিচে দেখুন ।

প্রথমে এই লিংকের ওয়েবসাইট টি ওপেন করুন। দেখুন নিচের ছবির মতো একটা পেজ আসবে।

তারপর একটু নিচে দেখবেন কিছু বক্স সেখানে আপনি আপনার ওয়েবসাইট এর নাম , কি ওয়ার্ড অ্যান্ড ২৫০০ দিয়ে সিলেক্ট করুন । এখানে দেখবেন (৫০,১০০,২৫০,৫০০,১০০০,২৫০০) বক্স আছে । এগুলা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগ অন্য পেজ এর সাথে যুক্ত হওয়ার সংখ্যা মানে আপনি যদি ৫০ দেন তাহলে মাত্র ৫০ টা পেজ এ আপনার সাইট যুক্ত হবে । এখানে ২৫০০ দিতে কারন সবগুলা পেজ ই dofollow না ।
এখন সাবমিট বাটন এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন । দেখবেন আপনার পেজ একে একে যুক্ত হচ্ছে । এটি করতে অনেক সময় লাগবে মানে ৫ ঘন্টার বেশি তাই এটি রাত্রে করা টাই বেটার ।

আশা করি সবার ভালো লেগেছে । আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন কারন আমি আমার অভিজ্ঞতা থেকে পোস্ট টি করেছি আর SEO বিষয়ক এটা আমার প্রথম পোস্ট । ধন্যবাদ সবাইকে।

Related Post:

  • প্রতিদিন আয় করুন ১ডলার শুধুমাত্র কম্পিউটার চালু রেখেসম্পূর্ণ ভালভাবে পড়ুন তারপর শুরু করুন ।প্রতিদিন ১ ডলার আয় করতে যা যা প্রয়োজনঃ ১। আপনার সদিচ্ছা,২। একটি কম্পিউটার,৩। ইন্টারনেট সংযোগ,৪। ফ্রি ই-ওয়ালেট (যেমনঃ পেক্সাম, ইগোপে বা পারফেক্টমানি-তিনটির মধ্যে যেকোন একটি একাউন্ট হলেই চলবে) অথবা একটি ব্যাংক একাউন্ট । পেপাল এবং মাস্টারকার্ড কিছুদিনের ভিতর এ্যাড করা হবে। পেয়জা পেমেন্ট বন্ধ ।উক্ত চারটি জিনিস আপনার আয়ত্বে থাক… Read More
  • এবার আপনার আয়ও হবে এবং যেকোন সাইটের রেফারেলও বাড়বে [বোনাস+বোনাস] আজকে আমি সম্পূর্ণ নতুন একটি সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমি নিজে যে সাইট থেকে টাকা পাইনি, সে সাইট এর নাম বা সেই সাইট সংক্রান্ত কোন পোষ্ট আমার ব্লগে পোস্ট করি না। এই সাইট এ আমি বেশ কিছুদিন ধরেই কাজ করছি। কিন্তু, পেমেন্ট না পাওয়ার কারনে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকেই আমি সাইটটি থেকে ৫ ইউ এস ডলার পেমেন্ট পেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি।এই সাইট এর না… Read More
  • Neobux-এর রেফারেল কেনা এবং ব্যাবহারের বিস্তারিত বর্ণনা Neobux কি?Neobux একটি বহুল আলচিত  PTC (Paid To Click) For New Acc সাইট । [Neobux-এ একাউন্ট খোলা খুবই সহজ । তারপরেও কেউ যদি না পারেন বা কোন সমস্যায় পরেন তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন । আমি আপনাকে হেল্প করব ।] রেফারেল কিনবেন কেন? (Why Rent Referral?) পৃথিবীর প্রায় সব ফ্রীলাঞ্চিং সাইটএর অন্যতম বিশিষ্ট হল আমন্ত্রন। আপনার বন্ধু / পরিচিত কোন বেক্তিকে আপনি সা… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment