জীবনের সঙ্গে মিশে থাকবে রোবট


নিকট ভবিষ্যতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে থাকবে রোবট। একবার চিন্তা করুন তো, ১৯৮৫ সালে আপনি যদি কোন ব্যক্তিকে বলতেন- তোমার রান্নাঘরেও থাকবে কম্পিউটার। হয়তো তখন মানুষ আপনাকে বোকা ভাবতো, নাহয় পাগল বলতো। রান্নাঘরে কম্পিউটার! এক উদ্ভট কথা! কিন্তু এখন আপনি আমি আমরা সবাই বাস্তবতা দেখছি। দেখছি আমাদের মাইক্রোওয়েভে, আমাদের স্টেরিওতে, আমাদের ফ্রিজে কম্পিউটার। তা নির্দিষ্ট একটি কমাণ্ডে চলে। ঠিক তেমনিভাবে রোবট নিয়ে যদি আজ বলা হয়, আগামী দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রোবট মিশে থাকবে বলে যদি পূর্বাভাস করা হয় তাহলে অনেকেই নাক সিঁটকাতে পারেন। কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন। মনে রাখবেন অবশ্যই গাড়িগুলো হয়ে যাবে রোবটচালিত। আমাদের বাসাবাড়িতে, হাসপাতালে, কল কারখানায় এমনকি সেনাবাহিনীতে থাকবে অনেক রোবট। এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করা হলেও সেগুলো সশস্ত্র রোবট নয়। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে গুলি করতে সামর্থ্যবান রোবট আমরা তৈরি করতে পারি। যেখানে, যে অবস্থায় একজন মানুষ গুলি করতে সাহস পায় না, গুলি করতে পারে না, সেখানে ওই রোবট গুলি করে উদ্দেশ্য হাসিল করবে। কারণ, আমরা মানুষরা জীবনের পরোয়া করি, রোবটরা করে না। কোন একটি বিষয় কতটা ভয়ংকর বা ভয়ংকর নয় তা নির্ধারণ করা যাবে রোবট দিয়ে।

Related Post:

  • অর্থ উপার্জন করুন ওয়েবসাইট ক্রয় করেআসসালামু আলাইকুম। আলোচনা করছি কিভাবে ওয়েবসাইট ক্রয় করে আয় করা যায়। Flippa.com থেকে একটি ওয়েবসাইট কিনে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।আপনি যদি ফ্লিপা.কম ভিজিট করেন দেখতে পাবেন একটা কত দামে কেনাবেচা হয় এবং এখানে ডোমেইন কত জনপ্রিয়। এখানে একটা ডোমেইন এর দাম একহাজার ডলার থেকে শুরু করে একলক্ষ ডলার এর বেশী হয়ে থাকে। এটা সত্যিই একটা বড় মাকের্ট এবং দিন দিন এই মার্কে… Read More
  • হার্ডডিস্ককে ব্যবহার করুন র‌্যম হিসেবে কোন software ছাড়া এটা হয়ত অনেকেই জানেন। hard-disk কে কিভাবে র‌্যম হিসেবে ব্যবহার করতে হয়।  ডেস্কটপ থেকে My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।  এবার “Advanced” এ ক্লিক করে Performance অংশের “Settings” এর ক্লিক করুন।  এবার “Advanced” এ ক্লিক করে Virtual memory অংশের “Change” বাটনে ক্লিক করুন।  এবার যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চ… Read More
  • অ্যাড সেন্স এর অ্যাডে ক্লিক কম কেন জেনে নিনখুব ছোট্ট একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে তবে এই টিপসটা আপনাদের জন্য খুবই কাজের । অ্যাডসেন্স এর অ্যাডে ক্লিক না পড়ার অন্য আর একটা কারন হচ্ছে ব্লগে কন্টেন্ট রিলেটেড অ্যাড না থাকার কারন । কন্টেন্ট রিলেটেড অ্যাড না থাকার কারণ, ব্লগের জন্য যে কী ওয়ার্ড সিলেক্ট করা হয়েছে সেই কী ওয়ার্ড এর উপর অ্যাড না থাকা এবং অ্যাড এর পরিমান খুবই কম থাকা । অন্য আর একটি কারণ হল,… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment