।।আমি যা ভালোবাসি।।

আমি ভালোবাসি নীল আকাশ
যেখানে থাকবে না দুঃখের বাতাস।
আমি ভালোবাসি সেই বসুন্ধরা
যেখানে থাকবে না কোন সর্বহারা।
আমি ভালোবাসি চাঁদ,সূর্য্য,তারা
আমি বন্ধু তাদের সত্যবাদী যারা।
আমি গান গায় তাদের
মনটা উদার যাদের।
আমি ভালোবাসি জ্যোৎস্নারাতে অজস্য তারা গুনতে
আমি ভালোবাসি সবার মনের না বলা কথা শুনতে।
আমি ভালোবাসি সাগর,নদী,দীঘি,পুকুর
আমি ভালোবাসি চৈত্রের রোদ্রমাখা দুপুর।
আমি ভালোবাসি শ্রাবণের রিমঝিম বৃষ্টি
আমি ভালোবাসি বিধাতার অপরূপ সৃষ্টি।
আমি ভালোবাসি নির্জনবনে রাখালের বাঁশি
আমি ভালোবাসি ষোড়শী তরুণীর মিষ্টি হাসি।
আমি ভালোবাসি বাদলের জলে অবিরাম ভিজতে
আমি ভালোবাসি সব মানুষের সুখে হাসতে।
আমি ভালোবাসি আনন্দঘন বৈশাখি মেলা
আমি ভালোবাসি সাগর তরঙ্গের উত্তাল খেলা।
আমি ভালোবাসি গোলাপ,বেলী,মাধবীর গন্ধ
আমি ভালোবাসি উদাসীনা তরুণীর নূপুরের ছন্দ।
আমি ভালোবাসি বসন্তদিনে কোকিলের গান
আমি ভালোবাসি সত্য,সুন্দর,মনোহর প্রাণ।
আমি ভালোবাসি পদ্মা,মেঘনা,সুরমা,যমুনা
বাংলাদেশের মাটি আমার আপন ঠিকানা।
                                               Post_by_Shohanur_Rahaman_Rumel_Aby Jafar (Asstant Teacher)

Related Post:

  • এবার আরো দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি ছোট একটি সফটওয়্যার দিয়েআসসালামু আলাইকুম। বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের নিকট হাজির হলাম ছোট একটা জটিল সফটওয়্যার নিয়ে। যে সফটওয়্যার ব্যবহার করে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কম্পিউটার এর স্পিড সেই নতুন কম্পিউটার এর মত হয়ে যাবে। এই সফটওয়্যার ব্যবহার করা অনেক সহজ তাই আপনাদের মাথা ঘামিয়ে আগে শিখতে হবে না। আমার মতে সফটওয়্যার টি বেশ কাজের।কি কি … Read More
  • আপনার যেকোন Windows operating system কে activate করুনযে কোন Operating system কে activate করুন :১. নিন্মক্ত সফটঅয়ার টি Download করে নিন২. ইন্সটল করুন৩. পিসি রিস্টার্ট করুন৪. উপভোগ করুন ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মূল্লের একটিভেতেড Operating systemযে সকল Operating system এর জন্য বেবহার যোগ্য ঃSupported operating systems•Windows 7 Ultimate •Windows 7 Ultimate E •Windows 7 Professional •Windows 7 Professional E •Windows … Read More
  • Acronis Startup Manager – Bootable সিডি ছাড়াই ইমেজ ক্রিয়েট ও রিস্টোর করুনআমরা Operating System সহ যে কোন Partition Backup নেয়ার জন্য ইমেজ তৈরি করি। পরবর্তীতে Operating System সমস্যা সৃষ্টি করলে সেই Backup ইমেজটা রিস্টোর করে দিই। Backup নেয়ার জন্য যে সব সফটওয়ার আমরা ব্যবহার করি তার মধ্যে Acronis True Image অন্যতম। ধরুন Acronis True Image দিয়ে আপনি Backup ইমেজ তৈরি করেছেন। হঠাৎ Operating System এ সমস্যা দেখা দেয়ার কারণে আপনি চাচ্ছেন ইমেজ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment