সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অ্যাম্বুলেন্সের অবস্থা দেখেন। জীবন বাঁচাতে যেটাকে ডাকবেন সেখানেই যদি জীবন যায় (যদিও এক্ষেত্রে যায় নাই)..........



গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় আগুনে পুড়ে ছাই হয়েছে এই অবস্থা অ্যাম্বুলেন্সটির।

চালক জানিয়েছে - ভোর রাতে কিশোরগঞ্জ থেকে এক রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে ফেরার পথে গাজীপুরে খান ফিলিং স্টেশনে গ্যাস নিতে ঢোকেন তিনি। গ্যাস নেয়ার সময় হঠাৎ ধোঁয়া উঠতে দেখে তিনি গাড়ি থেকে দ্রুত লোকজন নামিয়ে দেন। এরপর ফিলিং স্টেশনের কর্মীরা দুর্ঘটনার আশঙ্কায় গাড়িটি ঠেলে কিছুটা দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে রাখেন। কিছুক্ষণ পর পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে অ্যাম্বুলেন্সের একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গাড়ির ছাদ উড়ে যায়।

জীবন বাঁচাতে যেটাকে ডাকবেন সেখানেই যদি জীবন যায় (যদিও এক্ষেত্রে যায় নাই)

Related Post:

  • ডুয়াল বুট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপিএটি আমার প্রথম টিউন তাই ভুল গুল ক্ষমার দৃষ্টি তে দেখবেন । কথা না বাড়িয়ে শুরু করা যাক ।এই জন্য আপনাকে ২ টি ভিন্ন ড্রাইভ ব্যাবহার করার প্রয়োজন হবে ।* উইন্ডোজ ৭ এর জন্য C:/ ড্রাইভ ব্যাবহার করুন ও তাতে ২০ - ২৫ GB জায়গা রাখবেন ।* উইন্ডোজ এক্সপি এর জন্য D:/ ড্রাইভ অথবা ( C:/  ) বাদে যে কোন ড্রাইভ ইউস করতে পারেন । জায়গা হতে হবে মিনিমাম ১৪ - ১৬ GB ।* প্রসেসর ডুয়েল core হ… Read More
  • My Computer backup রাখুন খুব সহজেআজকে আমি আপনাদের সাথে যা শেয়ার করব,তা হল Computer Backup আমার মত যাদের খারাপ অবস্থা তাদের জন্য,আমার কম্পিউটার ৪ থেকে ৫ জন লোক ব্যবহার করে,তাই মাঝে মাঝে এত সম্যসা করে যা Xp সেটাপ না দিয়ে কোন উপায় থাকে না,তা ও আবার প্রতি সপ্তাহের মধ্য ১বার বেশি হলে ৮-১০দিন যায় তার পর আর যায় না,Xp সেটাপ দিতেই হয়। আর এই যামেলা কত দিন ভাল লাগে বলেন ? Xp দেয়ার পর আবার সকল Sof &nb… Read More
  • ***Acronis এর যাদু না জানলে জেনে নিন***আসসালামুআলাইকুম। আশাকরি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন।আজ Acronis  True Image নিয়ে লিখছি। Acronis এর আগেও পোস্ট করা হয়েছে। দেখানো   হয়েছে কিভাবে Acronis দিয়ে bootable rescue media create করে Windows Cd/DVD ছাড়াই Windows recover করা যায়।আজ আমি দেখাবো কিভাবে bootable media create করা ছাড়াই Acronis দিয়ে Windows recover করা যায়। সম্ভবত এই বিষয়ে  কো… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment