ব্যথা উপশমে কফি


দ্য বেঙ্গলি টাইমস ডটকম
একনাগাড়ে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু সকালের নাশতার সময় এক কাপ কফি খেলে এ ধরনের ব্যথার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের সমীক্ষায় এ তথ্য জানা গেছে। গবেষক দলটি দেখতে পেয়েছেন, একনাগাড়ে ৯০ মিনিট ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু কাজের শুরুতে সমীক্ষায় অংশগ্রহণকারী যেসব স্বেচ্ছাসেবক কফি খেয়ে নিয়েছেন, তাদের এ ধরনের ব্যথা কম হয়েছে। গবেষণায় দেখা গেছে, কফিতে ক্যাফিন নামের একটি উপাদান থাকে এবং সামান্য পরিমাণ ক্যাফিনও শক্তিশালী বেদনানাশক হিসেবে কাজ করতে পারে। কফি নিয়ে গবেষণার এ ফলাফল ‘বিএমসি রিসার্চ নোট’ নামের সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র-
Shohan

Related Post:

  • ফেসবুকের Photo Verification সমস্যার সমাধানসবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমারা যারা ফেসবুক ব্যবহার করি, তাদের অনেকেই একটি সম্যসার মুখমুখি হই, আর তা হলো Photo Verification.এর কারনে অনেকের অনেক সমস্যা হয়েছে। এর জন্য আমার এই পর্যন্ত ৩ টি আই ডি লক হয়ে গেছে তার সাথে আমার অনেক প্রিয় পেইজটাও আর আমি চালাতে পারছি না  তাই আমি জানি এর কষ্ট এই কথা চিন্তা করেই আজ আপনাদের সাথে Photo Ver… Read More
  • Internet থেকে আয় করুন সহজেইবন্ধুরা আপনাদের জন্য আজ একটা ঠিকানা উপহার দিলাম . যার মাধ্যমে আপনি চাইলে সহজ কিছু কাজ করে আয় করতে পারেন. যারা ইংলিশ ভাল পারেন তাদের জন্য এখানে সুবিধা অনেক. যেমন আর্টিকেল রাইটিং,ফেসবুক . ইত্যাদি কাজ পাওয়া যায় এখানে…কাজের পেমেন্ট পাওয়া যায় বিকাশ থেকে….এই সাইটিতে লগইন করতে ক্লিক করুন   যে কোন সাহায্যর জন্য ফোন করুন প্রতিদিন সকাল ১০:০০ থেকে দূপুর ১:০০ পর্যন… Read More
  • আয় করুন প্রতি মাসে ১৫০ $ বা ১২,০০০ টাকা (১০০% পারবেন , না দেখলে মিস করবেন )আজ আপনাদের দেখাবো কি করে প্রতি মাসে ১৫০ $ বা ১২,০০০ টাকা র বেশি আয় করা যায় খুব সহজেই । প্রথমেই বলে নেই , আপনি যদি প্রতিদিন কাজ না করেন তবে আপনি এ আয় করতে পারবেন না । এ কাজ করতে হলে আপনাকে প্রতিদিন অন্তত পক্ষে ২০ মিনিট তাইম দিতে হবে । বেশি টাইম দিয়ে আর বেশি আয় করতে পারবেন । ১৫০ $ আয় এর পর্যায়ক্রমিক  ৪ টি স্টেপ নিচে দেয়া হল ঃ স্টেপ ১ . সাইট রেজিস্ট্… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment