Graphics Competition করে টাকা উপার্জন করুন (শেষ পর্ব )

১ম ২য় পর্বে আলোচনা করেছি 99designs এ কেমন করে Graphics Competition করতে হয় , কিভাবে লোগো বা ডিজাইন সাবমিট বা উইটড্র করতে হয় । আজকের শেষ পর্বে আমি অর্থ উতোলন ও 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।
অর্থ উতোলন :
প্রতিযোগিতা শেষে বিজয়ী ডিজাইনার তার তৈরিকৃত ডিজাইনারের মূল ফাইল সাইটে আপলোড করে দেয়। আয়োজক কাজটি গ্রহণ করার সাথে সাথে পুরষ্কারের সম্পূর্ণ অর্থ ডিজাইনারের একাউন্টে জমা হয়ে যায়। মোট আয় ৫০ ডলারের অধিক হলেই ওয়েবসাইটটি থেকে ৪টি পদ্ধতির যে কোন একটি ব্যবহার করে অর্থ উত্তোলন করা যায়। পদ্ধতিগুলো হচ্ছে - পেপাল, অল্টারপে, মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। বাংলাদেশী ফ্রিল্যান্সারা মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন পদ্ধতির মাধ্যমে সহজেই অর্থ উত্তোলন করতে পারবে।
টিপ ও ট্রিকস :
এখন 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।
  • ১ম আমি যে কথা টি আপনাদের বল  তা হল আপনাদের নিজের উপর কনফিডেন্ট/সিরিয়াস হতে হবে। আমি ১ম এও বলেছি অনেকে ভাবেন Competition মানে , অনেকের মধ্যে বিজয়ী অনেক কঠিন ব্যপার । কিন্তু 99designs এ প্রতি দিন ২০০ বা ৩০০ প্রজেক্ট নিয়ে Competition হয়। তাই আপনার লোগো বা ডিজাইন ভালো মানের হয় তাহলে অবস্যই আপনার win করার চান্স ত্থাকে।
  • আপনারা 99designs এ Recent winning designers নামে একটি বক্স থাকে , সেখান ত্থেকে winning designer দেখেন তারা কিধরনের ডিজাইন করে উইন হছে । তাদের designer কে ফোলো করে কিছু ভালো মানের ডিজাইন করে রাখেন।
  • আপনি দেখবেন সাবমিট কৃতলোগো বা ডিজাইন এর উপর Cliant রেটিং করে থাকে। ফলে এসব ডিজাইন দেখে ভালো ডিজাইন করার মানিসিকতা তৈরী হয়।আপনারা যে ডিজাইন টি র রেটিং বেশী , তার চেয় ভালো মানের ডিজাইন তৈরী করার চেস্টা করেন।
  • আর একটি ভালো Tip হচ্ছে আপনি ১ম সময় হয় তো ভালো লোগো বা ডিজাইন তৈরী করতে না পারেন , তাহলে প্রোফশনাল দের কাজ থেকে কিচ্ছু লোগো তৈরী করে নিন আমরা জানি বাংলাদেশ একটি ভালো লোগো বা ডিজাইন তৈরী করতে বেশি টাকা লাগার কথা না । মাত্র ৩০০ বা ৪০০ টাকায় ভালো লোগো বা ডিজাইন তৈরী করা যায়। এর পর দুই, একটি প্রজেক্ট এ উইন করলে আপিনি বড় একটি টিম নিয়ে কাজ করতে পারবেন।
দক্ষ  ডিজাইনারদের জন্য 99designs সাইটটি ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করার একটি চমৎকার মার্কেটপ্লেস। এই সাইটে যেহেতু একজনের ডিজাইন অন্য আরেকজন দেখতে পারে ফলে নতুন ডিজাইনারা এই পদ্ধতিতে ডিজাইনের নতুন নতুন আইডিয়া শিখতে পারবে। একটি ডিজাইন জমা দেয়ার সাথে সাথেই যেহেতু ক্লায়েন্টের মতামত ও রেটিং পাওয়া যায়, তাতে ডিজাইনার জানতে পারে তার ডিজাইন কতটকু গ্রহণযোগ্য এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। এই সাইটের অন্য আরেকটি ভাল দিক হচ্ছে এখানে অন্যান্য সাইট থেকে তুলনামূলকভাবে বেশি মূল্যের কাজ পাওয়া যায়। উদাহরণসরূপ এই সাইটে একটি ছোট্ট লোগো ডিজাইন করার জন্য প্রায়ই 100 ডলারের গ্যারান্টেড পুরষ্কার প্রদান করা হয়, যা সত্যি অভাবনীয়।

Related Post:

  • দেখে নিন Google Adsense এর High paying সেরা ৭০ টি keywordsআপনারা যারা Adsense user তারা সকলেই জানেন এডসেন্স সকল ক্লিকে সমান মূল্য দেয় না। এটা নির্ভর করে আপনার সাইটে কি ধরনের কন্টেন্ট আছে আর তাতে কি ধরনের keywords আছে তার উপর। কখনো কখনো এডসেন্স এক ক্লিকেই আপনাকে দিয়ে দিবে $5 আবার হয়তো কখনো কখনো আপনি 50 টা ক্লিকে পেয়েছেন মাত্র $0.77। এর কারন হল গুগল সাইটের keywords related এড প্রদর্শন করে। আপনার যে কন্টেন্টটিতে High payin… Read More
  • সেই ব্রিটিশ আমলের DxBall আর কত খেলবেন । এবার খেলুন 3D Magic Ball 2 । পুরাই DxBall এর মতন ।…আমার জীবনের কম্পিউটার শুরু হয় DxBall দিয়ে । আমি এক সময় জানতাম ঐ টিবির মতন যন্ত্রটা শুধু DxBall খেলার জন্য । শুধু আমার নয় , সবারই প্রিয় একটা গেম DxBall । সেই ব্রিটিশ আমলে (ব্রিটিশ=পুরনো) থেকে শুরু করে এখনো পর্যন্ত DxBall সবার মন কেড়ে নিয়েছে । এখন যদিও এই গেমটি অন্য নতুন সব গেম আসার কারনে এর চাহিদা কমে গেছে ।অসুবিধা নাই আপনাদের জন্য থাকছে Magic Ball 2 । পুরো DxBall… Read More
  • USB Disk Security 6.4 ডাউনলোড করুন । 3.8 এমবি , অনেক কাজের সফটওয়্যার ।USB Disk Security 6.4 ডাউনলোড করুনপিসিকে অটোরান ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এটি একটি সর্বজন স্বীকৃত আদর্শসফটওয়্যারUSB Disk Security । এটির আবার কোন আপডেটরও প্রয়োজন হয় না। তাই যাদের কম্পিউটারেইন্টারনেট কানেকশন নেই তাদের জন্য এটি অনেক সুবিধার। আর এইটা Free , ব্যবহার করতে কোন ঝামেলা নেই । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment