নতুন প্রিপেইড সিম একটিভেশন পদ্ধতি (কার্যকর ১৩ অক্টোবর ২০১২)”

1. কাস্টমার তার জাতীয় পরিচয় পত্র ( ফটোকপি ), ছবি এবং পূরণকৃত রেজিস্ট্রেশন ফরম সহ রিটেইলারকে জমা দিবেন
2. রিটেইলার রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করবেন , জাতীয় পরিচয় পত্রের ফরমে দেওয়া তথ্য যাচাই করবেন এবং গ্রাহককে একটি নিষ্ক্রিয় (ইনএকটিভ) সিম প্রদান করবেন। কাস্টমারকে তার জাতীয় পরিচয় পত্র নাম্বার ( USSD ) মেনুর মাধ্যমে একটিভেশন সিস্টেমে পাঠাতে অনুরোধ করবেন
3. রিটেইলারকে প্রথমে কাস্টমারের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে। তারপরে কাস্টমার তার জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করবেন।
4. রিটেইলার বিক্রয়কৃত মোবাইল নাম্বার এবং কাস্টমারের জাতীয় পরিচয়পত্র নম্বর (USSD ) মেনুর মাধ্যমে একটিভেশন সিস্টেমে পাঠাবেন
5. কাস্টমার নিষ্ক্রিয় (ইনএকটিভ) সিম থেকে তার জাতীয় পরিচয়পত্র নম্বর ( USSD ) মেনুর মাধ্যমে একটিভেশন সিস্টেমে পাঠাবেন
6. ফরম সংগ্রাহক রিটেইলারের কাছ থেকে গ্রাহকের পূরণ কৃতরেজিস্ট্রেশন ফরম জাতীয় পরিচয় পত্র (ফটোকপি), ছবিসহ সংগ্রহ করে গ্রাহকের মৌলিক তথ্য এস এম এস এর মাধ্যমে একটিভেশন সিস্টেমে পাঠাবেন এবং ফরমটি ডিস্ট্রিবিউটর অফিসে জমা দিবেন।
7. আপনার প্রদত্ত তথ্য ভুল হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় চেষ্টা করুন। (কাস্টমার এবং রিটেইলারের পাঠানো তথ্য অবশ্যই এক হতে হবে। নতুবা সিম একটিভেশন হবে না।)
8. উপরোক্ত তথ্য সুমহ সঠিক বলে প্রমাণিত হলে কাস্টমারের সিম চালুর ব্যবস্থা করা হবে (সর্বোচ্চ ৩ দিনের মধ্যে ) এবং এক্ষেত্রে সফলভাবে একটিভেশন সম্পন্ন হবার পর গ্রাহক স্বাগত ম্যাসেজ পাবেন।

Related Post:

  • আর্টিকেল লিখে আয় করার অন্যতম সাইট হাবপেজ.কমহাবপেজ বিভিন্ন ভাবে আলোচিত হয়েছে। তখন থেকে আমরা শুধু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য বেশির ভাগ সময়ে  হাবপেজকে ব্যবহার করতাম। সে সময়ে হাবপেজ ৬৫% রেভনিউ শেয়ারিং শেয়ার করতো আর এখন হাবপেজ ০% রেভনিউ শেয়ার করছে। কারণ এটি আর আর্টিকেল রাইটারদের গুগল অ্যাডস শো করছে না।  গুগল অ্যাডস শো করছে না তাহলে কিভাবে হাব পেজ থেকে আয় করা যাবে? এধরনের প্রশ্ন করাই স্বাভা… Read More
  • আর্টিকেল Writing এর সব গোপন কথা ফাঁস, আর্টিকেল লিখে ইনকাম করুন সহজেই ।অনলাইনএ ইনকাম করার সব থেকে সহজ উপায় আর্টিকেল রাইটিং । আর্টিকেল লিখার একটি সহজ সিস্টেম-১. Google অথবা যে কোন Article Directory থেকে আপনার যে subject এর উপর article লিখতে হবে সেই রকম একটা সুন্দর Article কপি করে নিন ।২. Microsoft Office থেকে MS Word Open করুন, সরাসরি Paste করবেন না, Paste এ যান আর Paste Special Select করুন, Paste Special থেকে Unformatted Text Select … Read More
  • Google adsense এবার নিজে নিজেই ফ্রি এক দিনের মধ্যে approve করিয়ে নিন ভিডিও টিউটোরিয়াল।বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই দেখছি অনেকে Google adsense  নিয়ে নানান রকমের আজেবাজে পোস্ট করে যাচ্ছে, যেমন তারা আপনার adsense approve করিয়ে দিবে কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে, মানে তাদের কিছু দিতে হবে। যেটা খুব খারাপ একটি কথা। যেখানে এই কাজটি আপনি ফ্রিতে নিজে নিজেই করতে পারেন, কিন্তু কথা হোল আপনারা সেই পদ্ধতিটি জানেননা বিধায় অনেকে ওদের… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment