একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুন



Backlink একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুনসালাম সকল ভাইদের। আসা অক্রি সকলে ভাল আছেন এবং নিয়মিত আমার ব্লগ পড়ছেন। আজকে ওয়েব ডেভলপেরদের জন্য জেনে রাখা এবং মনে রাখার মত কিছু কার্যকরী টিপস নিয়ে এসেছি। আসা করি আপনাদের ভাল লাগবে। আমরা যারা ব্লগিং করি বা ফ্রিল্যান্সিং করি তারা সবাই জানি ওয়েবসাইট প্রমোটের জন্য কীওয়ার্ডভিত্তিক ব্যাকলিংক কতটা জরুরী। আর এ ব্যাকলিংক যদি ভাল পেজ র‌্যাংক সমৃদ্ধ ওয়েবসাইটে করা যায় তাহলে তো সোনায় সোহাগা। দিনকয়েক আগে ব্যাকলিংকের তৈরীর জন্য খুবই ফলপ্রসু একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে পারলাম। তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমরা এ সার্চ ইঞ্জিনে যদি আমরা বিষয়ভিত্তিক যেমন; ‍.edu blog এর জন্য সার্চ দেই তাহলে এটি গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে অসংখ্য ‍SEO সম্পর্কিত .edu ব্লগ সার্চ রেজাল্টে প্রদর্শন করবে।
Backlink একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুন
যেগুলি থেকে আপনি প্রচুর পরিমান ব্যাকলিংক তৈরী করতে পারবেন। অথবা, আপনি চাইলেন বিশেষ কোন নিস বা কিওয়ার্ড, যেমন-মোবাইল রিলেটেড সাইটে ব্যাকলিংক দিবেন, উক্ত কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন কাঙ্খিত রেজাল্ট। তো বন্ধুগণ এবার কোন কথা হবেনা, শুধু ব্যাকলিংক হবে…..।

সার্চ ইঞ্জিনটির আ্যড্রেস: CLICK

Related Post:

  • Affilate marketing থেকে আয় করার সহজ উপায় কি?Affilate marketing থেকে আয় করার সহজ উপায় কি?আসলে অনলাইনে আয় করা খুবই কঠিন ।অনলাইনে আয়ের dream অনেকেই দেখে কিনতুকিছুদিন পরিশ্রম করে যখন দেখে কোন সুফল হচছে না তখন আশা ছেড়ে দেয় ।অথচ যারালেগে থাকে একটা সময় গিয়ে তারা সফল হয় ।তাই বলছি হাল ছেড়ে দিলে হবে না ।নিজের মেধাকেবিকশিত করুন । Affiliate marketing নিয়ে আমি আগে ১ট টিউন করেছিলাম ।সেটানা দেখে থাকলে এখানে যান ।আমার টিউন টি … Read More
  • Graphics Competition করে টাকা উপার্জন করুন (শেষ পর্ব )১ম ও ২য় পর্বে আলোচনা করেছি 99designs এ কেমন করে Graphics Competition করতে হয় , কিভাবে লোগো বা ডিজাইন সাবমিট বা উইটড্র করতে হয় । আজকের শেষ পর্বে আমি অর্থ উতোলন ও 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।অর্থ উতোলন : প্রতিযোগিতা শেষে বিজয়ী ডিজাইনার তার তৈরিকৃত ডিজাইনারের মূল ফাইল সাইটে আপলোড করে দেয়। আয়োজক কাজটি গ্রহণ করার সাথে সাথে পুরষ্কারের সম্পূ… Read More
  • ফ্রীলান্সিং-লুফেনিন ৫০ টি কাজ এবং জেনে নিন কি ধরনের কাজ ফ্রীলান্সিং এ অফার করা হয়।কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।এখানে উল্লেখিত যে সকল কাজের কথা বলা আছে শুধু একটু মাথাখাটিয়ে মনে সাহস রেখে সামনে এগিয়ে যাবেন। ফ্রীলান্সার এ কাজ পাবার জন্য কখনও নিজেকে ছোটো করবেন না । বিড করার সময় তারাহুরা করবেন না । এমন একটা ভাব ধরুন যে আপনি চরম এক্সপার্ট , নিজের ব্যক্তিত্ব নিয়ে বিড করুন। সবাই আপনার ব্যক্তিত্ব কে সম্মান করবে ।য… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment