এক মাসে ইন্টারনেট সংযোগ কমেছে ১১ লাখ

দেশে সক্রিয় সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এক মাসের ব্যবধানে ঝড়ে গেছে প্রায় ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে।
তবে বেড়েছে পিএসটিএন ও আইএসপি সংযোগের সংখ্যা। এক মাসে এই সংযোগ বেড়েছে ৬৮০টি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত মোবাইলফোন অপারটেরগুলোর নভেম্বর মাসের সিম ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে কার্যকর (অ্যাক্টিভ) সিমের সংখ্যা ছয় লাখ ৯১ হাজার বাড়লেও ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১০ লাখ ৮৫ হাজার ২৫৫। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১০ লাখ ৭৬ হাজার ৩৬৭।
পরিসংখ্যান বলছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার কমেছে। নভেম্বর শেষে ইন্টারনেট সংযোগসহ সিমের সংখ্যা নেমে এসেছে চার কোটি ১৫ লাখ ১৩ হাজারে। অক্টোবরের শেষে এ সংখ্যা ছিল চার কোটি ২৫ লাখ ৮৯ হাজার।
নভেম্বরের শেষে দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ২৯ লাখ। অথচ এক মাস আগেও এটি চার কোটি ৪০ লাখ হয়েছিল। এক মাস আগেও দুই লাখ ৫৬ হাজার ওয়াইম্যাক্স ব্যবহারকারী থাকলেও এই সংযোগ সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজারে।

Related Post:

  • বাংলা জোকস"একটা ছেলে আর একটা মেয়ে একটা রুমে প্রবেশ করলো অতপর - সব দরজা জানালা বন্ধ করলো অতপর ছেলেটা মেয়েটা জামা খুলতে লাগলো ? অতপর ? . . . . . . . হ্যা -অতপর শোনার জন্য খুব আগ্রহো নিয়ে আমরা অনেকেই এই রকম পোস্ট পড়ে থাকি কিন্তু আমাদের দুর্ভাগ্য কুর'আন হাদিসের কাহিনি পড়তে চাই না . এই রকম মন মানষিকতা যাদের আছে আল্লাহ তাদের হেদায়েত দিক - আমিন।… Read More
  • বাংলা জোকসএক কৃষক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে !!! পানগাছ বড় হয়ে সুপারি গাছে উঠে গেছে... একদিন এক পাখি এসে পানপাতায় পায়খানা করে দিল !! তো অন্য এলাকার একলোক সেখানে গিয়ে এসব দেখে তো অবাক !! ... একই গাছে পানসুপারি কি করে সম্ভব?? আবার পান পাতায় পাখির বর্জ্য শুকিয়ে সাদা হয়ে গেছে যাকে লোকটি চুন ভেবেছে !! তারপর লোকটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে… Read More
  • বাংলা জোকসএক বাচ্চা ছেলে তার বন্ধুদের কাছে প্রেগন্যান্ট কথাটি শুনেছে !! কিন্তু সে এর অর্থ জানে না! তাই সে কৌতুহলি হয়ে তার মাকে জিজ্ঞেস করল, মা প্রেগন্যান্ট অর্থ কি ? মা ভাবলেন যে এতটুকু ছেলেকে খারাপ কথা না শিখানোই ভাল, তাই তিনি বললেন প্রেগন্যান্ট অর্থ রাগ করা !!! এরপর একদিন বাচ্চাটি স্কুলে গেলে, হঠাৎ করে ছোট একটি মেয়ে বাচ্চার সাথে ধাক্কা খায়, তখন ঐই মেয়ে বাচ্চাটির মা পাশে থেকে … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment