এক মাসে ইন্টারনেট সংযোগ কমেছে ১১ লাখ

দেশে সক্রিয় সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এক মাসের ব্যবধানে ঝড়ে গেছে প্রায় ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে।
তবে বেড়েছে পিএসটিএন ও আইএসপি সংযোগের সংখ্যা। এক মাসে এই সংযোগ বেড়েছে ৬৮০টি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত মোবাইলফোন অপারটেরগুলোর নভেম্বর মাসের সিম ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে কার্যকর (অ্যাক্টিভ) সিমের সংখ্যা ছয় লাখ ৯১ হাজার বাড়লেও ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১০ লাখ ৮৫ হাজার ২৫৫। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১০ লাখ ৭৬ হাজার ৩৬৭।
পরিসংখ্যান বলছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার কমেছে। নভেম্বর শেষে ইন্টারনেট সংযোগসহ সিমের সংখ্যা নেমে এসেছে চার কোটি ১৫ লাখ ১৩ হাজারে। অক্টোবরের শেষে এ সংখ্যা ছিল চার কোটি ২৫ লাখ ৮৯ হাজার।
নভেম্বরের শেষে দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ২৯ লাখ। অথচ এক মাস আগেও এটি চার কোটি ৪০ লাখ হয়েছিল। এক মাস আগেও দুই লাখ ৫৬ হাজার ওয়াইম্যাক্স ব্যবহারকারী থাকলেও এই সংযোগ সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজারে।

Related Post:

  • আয় করুন লিঙ্ক থেকে (adf.ly) সাথে থাকছে পেশাল টিপসআজ নিয়ে এলাম adf.ly টিউটোরিয়াল আপনারা দেখবেন অনেক সময় লিঙ্ক এ ক্লিক করার পর আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হয় (একটি এড দেখতে হয়) এজন্য যে এই লিঙ্ক সেয়ার করেছে শয়ে কিছু পয়সা পাই, ইচ্ছা করলে আপনিও এরকম আয় করতে পারেন। এ জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন  এই রকম একটি পেজ আশবে এখান থেকে JOIN NOW বাটন এ ক্লিক করুন।   ১। একটি Form আসবে… Read More
  • ফ্রী নিন একটি PAYONEER DEBIT MASTER CARD ফ্রী সাথে 25$ Bonus !!!আমরা সবাই জানি একটি International Master Card এবং Paypal একাউন্ট আমাদের কি দরকার কিন্তু এটী সহজলভ্য নয় তবে আজ আমরা জানব কিভাবে আমরা পেতে পারি একটি Payoneer Debit Master Card ফ্রী নিয়ে নিন একটি PAYONEER DEBIT MASTER CARD ফ্রী সাথে 25$ Bonus !!!অবিশ্বাস্য হলেও সত্য যদি আপনার Payoneer Debit Master Card না থেকে থাকে তাহলে এখনই নিয়ে নিন একটি Payoneer Debit Mast… Read More
  • আর নয় অনলাইন, এবার অফলাইনেই ভিজিট করবেন সব সাইট । কারন সম্পুর্ণ ওয়েব সাইট থাকবে আপনার কম্পিউটারে ।আমি আপনাদের কথা ভেবেই আজ নিয়ে এসেছি এমন একটা সফ্টওয়ার যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই সম্পুর্ণ ওয়েব সাইট ডাউনলোড করতে পারবেন ।সফ্টওয়ারটির নাম HTTrack । যাদের লাগবে তারা এখান থেকে তারাতারি ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ৩.৬ এমবি ।ডাউনলোড শেষে একটা জিপ ফাইল পাবেন । Extract করলে যে .exe ফাইলটা পাবেন সেটা স্বাভাবিক নিয়মে Install করে নিন । এখন সফ্টওয়ারটি রান করুন এবং Lang… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment