মশার কামড়ে শরীরের নির্দিষ্ট অংশটি ফুলে যায় কেন ~~~

শীত আসার সাথে সাথে মশার উপদ্রপ বেড়ে যায় । আমরা সবাই মশার কামড়ে ইতিমধ্যে অতিষ্ঠ । আসুন জেনে নেই মশার কামড়ে শরীরের নির্দিষ্ট অংশটি ফুলে যায় কেন । 


পুরুষ মশারা উদ্ভিদের মধু হতে খাদ্য গ্রহন করে বেঁচে থাকে । কিন্তু ডিমের পরিপুষ্টতার জন্যে ও প্রোটিনের গঠনের জন্য স্ত্রী মশাদের রক্তের দরকার । মশকি (স্ত্রী মশা) যখন তার সূচাল শুঁড় (নাসিকা) ত্বকের ওপর অন্তর্নিবিষ্ট করে রক্ত চোষে তখন এর লালা ত্বকের মধ্যে প্রবেশ করে । এই লালায় পরিপাকীয় এনজাইম ও দ্রুত রক্ত প্রবাহিত করার যোগ্য উপাদান থাকে যা রক্তকে জমাট বাধতে বাঁধা প্রয়োগ করে ।

রক্ত খুব সহজেই দেহের কোনো ক্ষত স্থানে জমাট বেঁধে যায় । তাই মশকিরা রক্ত বাইরে বের করার পদ্ধতি না ব্যবহার করে দেহের ভিতর তারা তদের লালার মাধ্যমে কারসাজি সারে । তাদের লালায় এমন রাসায়নিক উপাদান আছে যার সংস্পর্শে ক্ষণিকের জন্য রক্ত সঞ্চালন পক্রিয়া বেড়ে যায় । তদের রক্ত পানের জন্য এই অল্প সময়ই যথেষ্ট । লালারসের কারণেই আমাদের শরীরে অনেকটা অ্যালার্জির বিরুদ্ধ স্বরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের আত্নরক্ষার সংবেদনশীল প্রক্রিয়াগুলো । মশকির লালার অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য হিস্টামিন ও অ্যান্টিবডি নির্গত হয় । আর এর ফলেই প্রতিক্রিয়া স্বরূপ অল্প লালারসের কারণেই অল্প সময়ের জন্য আক্রান্ত জায়গা ফুলে যায় ও চুলকানির সৃষ্টি হয় । একটি সুবিধা আছে এই চুলকানির, আর তা হচ্ছে এর কারণে আমরা মশাকে মারতে উদ্যত হই । যা মশাবাহিত বিভিন্ন জটিল রোগ সংক্রামণের প্রতিবন্ধকতা স্বরূপ । ফোলা অংশটা চুলকানো উচিৎ নয়, কারণ এর ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে । এর পরিবর্তে ক্যালামাইন লোশন কিংবা বেনাড্রিল, ক্লোরিটিন ইত্যাদির ব্যবহার এই বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে উত্তম ব্যবস্থা ।

Related Post:

  • ঘরে বসেই প্রতিদিন হাফ ইউরো ইনকাম করুন। (১০০% নিশ্চয়তা)।প্রযুক্তির এই যুগে Social site যেমনঃ Facebook, Twitter, YouTube, Google+, LinkedIn ইত্যাদি নানান ধরনের সামাজিক যোগাযোগের Website এর সাথে আমরা সবাই কম বেশি জড়িত। আপনি যদি ইচ্ছা করেন তাহলে Social site থেকেই Earn করতে পারবেন। এর আগেও অনেকে এই ব্যাপারে টিউন করেছে। আমার টিউন করার উদ্দেশ্য হল যারা এই সাইট টাকে ভুয়া মনে করেছেন তাদের ভুল ভাঙ্গানোর জন্য। আমি নিজেও এইট… Read More
  • ইনকাম করুন BIT COIN ৫ মিনিট কাজ করে ৩ দিনে মিনিমাম ০.০০১৬০০০+ পেমেন্ট প্রুফআমি বিট কয়েন ইঙ্কামের নতুন উপাই বলছি এই ভাবে আপনি প্রতি ঘন্টা কাপচা করার থেকে ভালো বিট কয়েন ইনকাম করতে পারবেন।।অনলি দিনে ৫ মিনিট সময় দিয়ে।।৩ দিনে আপনি পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ্‌।এইটা থেকে আপনি ফ্রী বিট কয়েন /প্রতি ঘন্টায় কাপচা করে যে বিট কয়েন ইনকাম করেন তারচেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন...বি দ্রঃ যদি কেউ কাজ করে পেমেন্ট না পান তা হলে আমাকে যা খুশি বলতে পারেন আমি মাথ… Read More
  • এবার আপনার আয়ও হবে এবং যেকোন সাইটের রেফারেলও বাড়বে [বোনাস+বোনাস] আজকে আমি সম্পূর্ণ নতুন একটি সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমি নিজে যে সাইট থেকে টাকা পাইনি, সে সাইট এর নাম বা সেই সাইট সংক্রান্ত কোন পোষ্ট আমার ব্লগে পোস্ট করি না। এই সাইট এ আমি বেশ কিছুদিন ধরেই কাজ করছি। কিন্তু, পেমেন্ট না পাওয়ার কারনে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকেই আমি সাইটটি থেকে ৫ ইউ এস ডলার পেমেন্ট পেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি।এই সাইট এর না… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment