মশার কামড়ে শরীরের নির্দিষ্ট অংশটি ফুলে যায় কেন ~~~

শীত আসার সাথে সাথে মশার উপদ্রপ বেড়ে যায় । আমরা সবাই মশার কামড়ে ইতিমধ্যে অতিষ্ঠ । আসুন জেনে নেই মশার কামড়ে শরীরের নির্দিষ্ট অংশটি ফুলে যায় কেন । 


পুরুষ মশারা উদ্ভিদের মধু হতে খাদ্য গ্রহন করে বেঁচে থাকে । কিন্তু ডিমের পরিপুষ্টতার জন্যে ও প্রোটিনের গঠনের জন্য স্ত্রী মশাদের রক্তের দরকার । মশকি (স্ত্রী মশা) যখন তার সূচাল শুঁড় (নাসিকা) ত্বকের ওপর অন্তর্নিবিষ্ট করে রক্ত চোষে তখন এর লালা ত্বকের মধ্যে প্রবেশ করে । এই লালায় পরিপাকীয় এনজাইম ও দ্রুত রক্ত প্রবাহিত করার যোগ্য উপাদান থাকে যা রক্তকে জমাট বাধতে বাঁধা প্রয়োগ করে ।

রক্ত খুব সহজেই দেহের কোনো ক্ষত স্থানে জমাট বেঁধে যায় । তাই মশকিরা রক্ত বাইরে বের করার পদ্ধতি না ব্যবহার করে দেহের ভিতর তারা তদের লালার মাধ্যমে কারসাজি সারে । তাদের লালায় এমন রাসায়নিক উপাদান আছে যার সংস্পর্শে ক্ষণিকের জন্য রক্ত সঞ্চালন পক্রিয়া বেড়ে যায় । তদের রক্ত পানের জন্য এই অল্প সময়ই যথেষ্ট । লালারসের কারণেই আমাদের শরীরে অনেকটা অ্যালার্জির বিরুদ্ধ স্বরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের আত্নরক্ষার সংবেদনশীল প্রক্রিয়াগুলো । মশকির লালার অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য হিস্টামিন ও অ্যান্টিবডি নির্গত হয় । আর এর ফলেই প্রতিক্রিয়া স্বরূপ অল্প লালারসের কারণেই অল্প সময়ের জন্য আক্রান্ত জায়গা ফুলে যায় ও চুলকানির সৃষ্টি হয় । একটি সুবিধা আছে এই চুলকানির, আর তা হচ্ছে এর কারণে আমরা মশাকে মারতে উদ্যত হই । যা মশাবাহিত বিভিন্ন জটিল রোগ সংক্রামণের প্রতিবন্ধকতা স্বরূপ । ফোলা অংশটা চুলকানো উচিৎ নয়, কারণ এর ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে । এর পরিবর্তে ক্যালামাইন লোশন কিংবা বেনাড্রিল, ক্লোরিটিন ইত্যাদির ব্যবহার এই বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে উত্তম ব্যবস্থা ।

Related Post:

  • আয় করুন বসে বসে কোনো কাজ না করেইআজ  আপনাদেরকে এমন এক্টি  সাইটের নাম বলবো তার নাম হয়ত আপ্নারা অনেকে আগে থেকেই জানেন। adf.ly ছবিতে যেমন দেখতে পাছেন– ১.  রেজিস্টার করুন- ২. url shorten করুন-  Example ৩. আপনার লিঙ্ক   শেয়ার করুন ফেসবুক  কিংবা অন্য কোন সামাজিক যোগাযোগ  মধ্যমে।—- আর প্রতি ভিসিট এই আপনি টাকা পাবেন। এটি paypal, payoneer, payza র মাহ্যমে পে ক… Read More
  • ক্যাটরিনার জন্য আত্মহত্যা করলেন এক তরুণ ফ্যান@@@ শিরোনাম পড়ে আঁতকে উঠলেন নিশ্চয়ই। রূপালি জগতের তারকাদের প্রেমে পড়া নতুন কোন বিষয় নয়। কিন্তু এবার এমনই এক কাণ্ড ঘটালেন মধ্য প্রদেশের এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যা সকলকে অবাকই করেছে। পছন্দের নায়িকা ক্যাটরিনার প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেনওই ছাত্র আর লিখে রেখে গেছেন এক সুইসাইড নোট। যেখানে লেখা 'আই লাভ ইউ ক্যাটরিনা'। জানা গেছে, ছেলেটি নাম রাহু… Read More
  • মশার কামড়ে শরীরের নির্দিষ্ট অংশটি ফুলে যায় কেন ~~~ শীত আসার সাথে সাথে মশার উপদ্রপ বেড়ে যায় । আমরা সবাই মশার কামড়ে ইতিমধ্যে অতিষ্ঠ । আসুন জেনে নেই মশার কামড়ে শরীরের নির্দিষ্ট অংশটি ফুলে যায় কেন ।  পুরুষ মশারা উদ্ভিদের মধু হতে খাদ্য গ্রহন করে বেঁচে থাকে । কিন্তু ডিমের পরিপুষ্টতার জন্যে ও প্রোটিনের গঠনের জন্য স্ত্রী মশাদের রক্তের দরকার । মশকি (স্ত্রী মশা) যখন তার সূচাল শুঁড় (নাসিকা) ত্বকের ওপর অন্তর্নিবিষ্ট… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment