এবার আয় করুন ফ্রি বিটকয়েন প্রতি ঘণ্টায়[1 BITCOIN = $819.36!!!]

বিটকয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে ।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৮১৯.৩৬ ডলার ।
অর্থাৎ 1 BITCOIN = $819.36 !!!
 বিটকয়েন একাউন্টঃ
আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই কারনেই এটা এতো বেশি সিকিউর ।
ধাপঃ
১। প্রথমে এই লিঙ্কে যান । এরপর নিচের মত একটা পেজ আসবে ।
 ২। Email(1) এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং Password(2) এর বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Create Bitcoin Wallet(3) লিঙ্কে ক্লিক করুন ।
৩। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে । আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং Verify My Email Address-এ ক্লিক করুন । এরপর নিচের মত একটা পেজ আসবে । (যদি না আসে তাহলে করুন তাহলে আসবে ।)

৪। এখান থেকে Account Setting(1) থেকে Bitcoin Addresses(2) এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে । এরপর Create New Address(3) করে কিছুক্ষণ অপেক্ষা করুন । নিচের মত একটা অ্যাড্রেস(4) তৈরি হবে । এটাকে সেইভ করে অথবা কপি করে রাখুন পরে কাজে লাগবে ।

আপনি যে একাউন্টটা এই মাত্র খুললেন সেটা একটা অনলাইন ব্যাংক একাউন্ট । এটা অনেকটা পেপাল এবং পেইজা এর একাউন্টের মতই । এর মাধ্যমেই আপনি পেমেন্ট পাবেন । আপনি যে বিটকয়েন আর্ন করবেন সেটা এই একাউন্টের এড্রেসে পাঠানো হবে ।
[ বিঃদ্রঃ আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ওপরের একাউন্ট খুললেন সেটা কোন যে জায়গায় সেইভ করে রাখুন । কারণ এটা হারিয়ে গেলে আপনার সব শেষ । ]
বিটকয়েন আয়ঃ
ধাপঃ
১। প্রথমে এই লিঙ্কে যান । নিচের মত একটা পেজ আসবে ।
এখান থেকেঃ (১নং অংশে)
Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন ।
Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন ।
Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন ।
Your Email – এখানে আপনার ইমেইল দিন ।
ব্যাস এরপর SIGN UP বাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট হয়ে গেছে । ইমেইল ভেরিফাই করা লাগবে না ।

২। এরপর ওপরের চিত্রে ২নং চিহ্নিত অংশের ঘরগুলো পুরন করুন এবং কেপচা দিয়ে LOGIN বাটনে ক্লিক করুন । এরপর নিচের মত পেজ আসবে । এরপর ১নং চিহ্নিত অংশের কেপচা দেখে ২নং চিহ্নিত বক্স পূরণ করে ROLL!(3) এ ক্লিক করুন ।

৩। এরপর যদি নিচের চিত্রের মত টাইমার(2) উঠা শুরু করে তাহলে তাহলে আপনি Success । আর যদি Invalid Code লেখা আসে তাহলে আবার TRY করুন হয়ে যাবে । এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন । আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে ROLL-এ ক্লিক করুন । দেখবেন একাউন্টে বিটকয়েন যোগ হয়েছে । এভাবে ১ ঘণ্টা পর পর ওয়েব সাইটে যান এবং আর্ন করতে থাকুন । নিচের চিত্রে দেখুন ৩নং চিহ্নিত অংশে আমার আর্ন দেখাচ্ছে ।

পেমেন্টঃ
এবার আসি পেমেন্টের কথায় । এটা ১০০% পে করে কারন আমি তিনবার পেমেন্ট পেয়েছি ।
এরা প্রতি সোমবার পে করে । আপনার একাউন্ট Balance যদি 0.00005460 বিটকয়েনের বেশি হয় তাহলে সেটা অটোমেটিকভাবে সোমবারে আপনার কয়েনবেইস(ওপরে যেটা তৈরি করলেন) একাউন্টে চলে যাবে । আপনার কিছু করতে হবে না ।
আর হ্যাঁ আপনি রেফার করেও 50% পর্যন্ত আয় করতে পারবেন । আপনার Homepage-থেকে Refer বাটনে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক দেখতে পারবেন ।

Related Post:

  • USB Disk Security 6.4 ডাউনলোড করুন । 3.8 এমবি , অনেক কাজের সফটওয়্যার ।USB Disk Security 6.4 ডাউনলোড করুনপিসিকে অটোরান ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এটি একটি সর্বজন স্বীকৃত আদর্শসফটওয়্যারUSB Disk Security । এটির আবার কোন আপডেটরও প্রয়োজন হয় না। তাই যাদের কম্পিউটারেইন্টারনেট কানেকশন নেই তাদের জন্য এটি অনেক সুবিধার। আর এইটা Free , ব্যবহার করতে কোন ঝামেলা নেই । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন… Read More
  • টপ কনভাটার Format Factory 3.3 (নতুন ভার্সন) ডাউনলোড করে নিন ।Format Factory 3.3 (নতুন ভার্সন)ডাউনলোড করুনকনভাটার এর জগতেFormat Factory সবার থেকে ভাল । এর রয়েছে অনেক গুন । যারা আগে ব্যবহার করেছেন তারাত ভাল করেই জানেন । নতুনরা ও ডাউনলোড করে দেখেন । অনেক ভাল লাগবে । তথ্য:-Title: Format Factory 3.3.3File size: 52.14MB (54,671,192 bytes)Requirements: Windows XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Wind… Read More
  • দেখে নিন Google Adsense এর High paying সেরা ৭০ টি keywordsআপনারা যারা Adsense user তারা সকলেই জানেন এডসেন্স সকল ক্লিকে সমান মূল্য দেয় না। এটা নির্ভর করে আপনার সাইটে কি ধরনের কন্টেন্ট আছে আর তাতে কি ধরনের keywords আছে তার উপর। কখনো কখনো এডসেন্স এক ক্লিকেই আপনাকে দিয়ে দিবে $5 আবার হয়তো কখনো কখনো আপনি 50 টা ক্লিকে পেয়েছেন মাত্র $0.77। এর কারন হল গুগল সাইটের keywords related এড প্রদর্শন করে। আপনার যে কন্টেন্টটিতে High payin… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment