যেকোনো ফোনের কাস্টমার কেয়ারে কথা বলুন একদম ফ্রিতে। যত খুশি ততো।

আপনি কাস্টমার কেয়ারে বিনা মূল্যে ফোন করতে পারবেন যে কোন মোবাইল অপারেটর থেকে।
হ্যাঁ আপনি ঠিক ই শুনছেন। নানান প্রয়োজনে আমাদেরকে কাস্টমার কেয়ারে ফোন করতে হয়। তখন দেখা যায় বেশীর ভাগ সময় ই তারা ৪-৫ মিনিট পরে কল রিসিভ করে এর ফলে শুধু শুধুই আপনার ফোনের ব্যালেন্স কাটে। আবার দেখা যায় যে আপনি যে সমস্যা টির সমাধানের জন্য তাদের কাছে ফোন করেছেন তা সমধান হওয়ার পূর্বেই ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কারনে লাইন টি কেটে যায়। কাস্টমার কেয়ারে ফোন করে অপেক্ষা করতে করতে আমাদের ব্যালেচ শেষ হয় কিন্তু কথা হয় না কাস্টমার ম্যানেজারের সাথে।
তাই আজকে আমরা জানবো, কীভাবে  এখন থেকে যেকোনো ফোনের কাস্টমার কেয়ারে কথা বলুন একদম ফ্রিতে। যত খুশি ততো।
আমি ধাপে ধাপে বলে দিচ্ছি আপনাদের কি কি করতে হবে।

কীভাবে-

  • প্রথমেই যে কোন নাম্বার থেকে ১৫৮ এ কল করুন।
  • এখন আপনার ভাষা নির্বাচন করুন।
  • এবার আপনার যেকোনো একটি অভিযোগ নির্বাচন করুন।
  • অভিযোগ নির্বাচন করা শেষ হলে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং  বলা থাকবে ২৪ ঘণ্টার মধ্যে আপনার সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি যোগাযোগ করবেন।
  • এখানে বলে রাখা ভাল যে অনেক সময় আপনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তাদের নিকট থেকে কল টি পাওয়ার জন্য। কাজে
  •  ১৫৮ এ নাম্বার টিতে আপনি আপনার গ্রামিনফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থেকে কল করতে পারবেন।
টিপসটা আমার খুব কাজে লাগে, আপনাদের লাগবে কিনা জানি না।
ধন্যবদ সাথেই থাকবেন……।

Related Post:

  • পাবনায় ভাগ্নের বৌ নিয়ে পালালো মামা--- পাবনার সাঁথিয়ায় ভাগ্নের বউ নিয়ে ৩ সন্তানের জনক মামা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আর চাঞ্চল্যকর ঘটনায় ভাগ্নে বাদী হয়ে মামাকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। চাঞ্চল্যর ঘটনা ঘঠেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরি জগন্নাথপুর গ্রামে। থানায় অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগন্নাথপুর গ্রামের রাশেদ মোল্লার স্ত্রী এক সন্তানের জনন… Read More
  • যেভাবে হবে আপনার ফেসবুক পেইজটি “ভেরিফাইড”ফেসবুকে একটা পেইজ খোলা কোন ব্যাপারই না সময় লাগে কয়েক সেকেন্ড। আর যাদের একটু বড় পেইজ আছে, তারা সবাই চান নিজেদের পেইজগুলো যেন একটু ভেরিফাই হয়ে যায়। তো, কিভাবে করবেন আপনার ফেসবুক পেইজকে ভেরিফাইড। সত্যি কথা বলতে ফেসবুকে পেইজ ভেরিফাই করার জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই বা কোন বিশেষ স্থান নেই যেখানে গিয়ে আপনি আপনার সাধের পেইজটি ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন। কেউ যদি… Read More
  • উইন্ডোজ ৭ এবং ৮ এর জন্য আপনি নিজেই থীম তৈরি করুন ।কিভাবে আপনি আপনার নিজের ফটো দিয়ে উইন্ডোজ ৭ , ৮ এর জন্য থীম তৈরি করে নিজে ব্যবহার করবেন সঙ্গে ইছে করলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কি মজা তাইনা অভিজ্ঞ ভায়েরা ভাবছেন এটা আবার কোন পোস্ট হল সোজা জিনিস তাহলে অভিজ্ঞ ভায়েরাকে বলে এই পোস্ট আপনার জন্যনা এই পোস্ট শুধু মাত্র আমার নতুন ব্যবহার কারী বা যারা এই বিষয়ে এখুনও নতুন তাদের জন্য আমার এই পোস্ট । ✔ কিভাবে করবেন খুব সোজা … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment