শুটিংয়ের সময় থাপ্পড় খেলেন উপস্থাপিকা গওহর খান~~~

ইতোমধ্যেই সঞ্চালক হিসেবে বলিউডে নিজের স্থান করে নিতে সক্ষম হয়েছেন বিগ বস রিয়েলিটি শো তারকা গওহর খান। ওই শোতে থাকা অবস্থায় নানা কারণে খবরের শিরোনামে পরিণত এই তারকা শেষমেশ বিগ বস সিজন ৭ খেতাব জয় করেন। এখান থেকে আরও একবার গওহর তার বিস্তৃতি ঘটান। সম্প্রতি স্টারপ্লাসে প্রচারিত মিউজিক রিয়েলিটি শো র’স্টারের উপস্থাপনা করতে গিয়ে ত্থাপ্পড় খেলেন।

 কি অবাক হলেন? তবে কী আসছে মাথায়, যেহেতু তারকা সেহেতু নিশ্চয়ই কোন তারকার সাথে বাকবিতণ্ডায় মাততে গিয়ে এমন একটি পরিস্থিতির স্বীকার হন তিনি। না শুনলে অবাক হবেন, দর্শক সারির একজন সদস্য গওহরকে চড় কষান।
 
গত রোববার মুম্বাই শহরের সুবরবান গুরগাও এলাকায় ফিল্ম সিতিতে ইন্ডিয়ান’স র’স্টার রিয়েলিটি শোয়ের শুটিং চলছিলো। সেখানেই দর্শক সারির একজন সুযোগ পেয়ে উপস্থাপক গওহর খানকে থাপ্পড় মেরে বসেন। মুম্বাই পুলিশ জানায়, ওইদিন গওহরকে উদ্দেশ্য করে মোহাম্মদ আকিল মল্লিক নামের একজন মুসলিম দর্শক বলে উঠেন, একজন মুসলিম মেয়ে হয়ে তুমি এমন সংক্ষিপ্ত বা আকারে ছোট পোশাক পড়তে পারো না।

শুধু তাই নয়, এসব কথা বলে তো ক্ষান্ত থাকেননি এই ব্যক্তি কষিয়ে চড় মারেন আবার গওহরের গায়ে হাত দেন। এমন দৃশ্য দেখে দৌড়ে সেখানকার গার্ড আসেন এবং সেই ব্যক্তিকে পুলিশের হাতে সমর্পণ করেন।

Related Post:

  • আর্টিকেল লেখার বিবেচ্য বিষয় মাইক্রোওয়ারকার্স এ ৫০ ওয়ার্ড এর একটি আর্টিকেল  লিখে ৫০-৭৫ সেন্ট উপার্জন করা যেতে পারে তাও আবার মাত্র কয়েক মিনিটে। তবে আর্টিকেল লেখার কিছু টেকনিক যদি আপনার জানা থাকে তবেই কাজটি সঠিকভাবে এবং সহজে করা যেতে পারে। প্রতিটি মূহূর্তে আমি এই টেকনিকগুলো অনুসরন করে থাকি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মাইক্রোওয়ারকার্স এ কাজটি করে উপার্জনের জন্য আপনার নূন্যতম একটি P… Read More
  • Seomarts থেকে সহজে কাজ পাবার জটিল কিছু টিপস কাজে লাগবে ১০০% নিশ্চিত সবাই কেমন আছেন ? আশাকরি ভালই  আছেন । আজকে আমি কিছু নতুন টিপস নিয়ে হাজির হয়েছি কারন অনেক কল পেয়েছি আমার নতুন ফ্রিল্যান্সার ভাইদের কাছ থেকে ।সবাই একই রকম অভিযোগ করছে কারন তারা কাজ পাচ্ছেনা । তাহলে চলুন দেখে আসি আমরা কেন কাজ পাচ্ছিনা : আমাদের দেশে চাকরি নিতে যেমন  Experience   লাগে ঠিক তেমনি অনলাইনে কাজ পেতে হলেও সমপরিমান  Experience &nb… Read More
  • বাংলাদেশে ইকর্মাস হতে পারে আয় করার সফল এবং চরম উপায় সবাই কেমন আছেন ? আশা করি ভালই আজকে আমি ইকমার্স নিয়ে আলোচনা করব ।আমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করি একটু খেয়াল করে দেখুন আমরা কোন না কোন মার্কেটপ্লেস এর সাথে জড়িত অনেক সময় বেকার সময় কাটাতে হয় কারন প্রজেক্ট সবসময় থাকেনা । কিন্তু আমি একটু ভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি আর তা হল :- মনে করুন আমি একটি ওয়েব ডেভেলপার, বা আমি একটি গ্রাফিক্স ডিজাইনার বা আমি একজন ইমেইল মার্কেটা… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment