ওয়েব সাইট থাকুক আর না থাকুক আয় করুন [ফ্রি সাইট’ই হলেও যথেষ্ট] পেমেন্ট বিকাশ+

আমাদের অনেকেইর অনেক সাইট আছে যা দিয়ে আয়ের চিন্তা ভাবনা করি। কিন্তু কিভাবে কি আয় করব তা না জানার কারণে আয় করতে পারি না, আবার জানলেও বিভিন্ন যায়গা থেকে ধোকা খেয়ে আর আয়ের চিন্তা থাকে না। এবার আপনার ওয়েব সাইট না থাকলেও আয় করতে পারবেন আর যদি থাকে তার প্রিমিয়াম হউক আর ফ্রি হউক তা দিয়ে আয় করতে পারবেন। তবে কিছু কিছু সাইট আছে যা ফ্রি সাইট নিয়ে থাকলে তাহলে তারা এ্যড ব্যবহার করতে দেয় না। যেমনঃ ওয়ার্ডপ্রেস.কম থেকে সাইট তৈরী করলে। আর এই কম্পানির কিছু সুবিধা আছে তার মধ্যে সাইটটি বাংলাদেশি কাজেই আপনি বাংলাদেশ থেকেই টাকা উত্তোলন করতে পারবেন। অন্যান্য এ্যড কম্পানি যেমন গুগলে চেক আসে, চিটিকা সহ অন্যান্য সাইট গুলোর টাকা উত্তোলন করতে গেলে বিভিন্ন অনলাইন ব্যাংক সার্ভিস ব্যবহার করতে হয় এতে অনেক ঝামেলা আবার এতে অনেক চার্জ কাটতে কাটতে দেখা যায় হাতে আসতে আসতে অনেকটা কমে যায়। আর এই সাইটটির টাকা আপনি বিকাশ থেকে উত্তোলন করতে পারবেন। অনলাইনে এ্যড দেয় এরকম অনেক কম্পানি আছে তার মধ্যে প্রথমেই সকলে গুগল এ্যডসন্সকে জানে, কিন্তু এটার এ্যড পাওয়া এত কষ্ট যেন এটা একটা সোনার হরিণ। তাই এই সকল ঝামেলা কাজ বন্ধ করে দিয়েছি। এখন আমি এই বাংলাদেশি এ্যড ব্যবহার করতেছি। আপনি চাইলে আপনার নিজের কম্পানিরও এ্যড তাদের মাধ্যমে প্রচার করতে পারেন। যাক এতক্ষণ যে কম্পানির কথা বললাম তার নাম হল [আমাদের এ্যড.কম] ইতি মধ্যে হয়তো এর নাম অনেক লোকে শুনেছেন এবং শুনে ব্যবহার করতেছেন, বা শুনেছেন ব্যবহার করেনে নি, বা বিস্তারীত জানতেন না। তাহলে আর কথা বাড়াব না এবার কাজের পর্বে চলে যাব, আরো বিস্তারীত জানার দরকার হলে আপনারা ব্যবহার করতে করতে জানতে পারবেন, তারপরও কোন সমস্যা হলে তাদের কাষ্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন এতোও সুবিধা আছে বাংলাদেশি সাইট হওয়ার কারণে তাদের সাথে বাংলা ভাষায় কথা বলেই সকল কিছু বুঝতে পারবেন। অন্যান্য সাইট বাহিরের হওয়ার কারণে তাদের সাথে যোগাযোগ করতে গেলে ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয় ফলে যারা ইংরেজিতে বেশি অভিজ্ঞ নয় তাদের পরতে হয় সমস্যা।

কি কি ভাষার সাইট তারা Approve করে?

.          প্রথমে’ই বাংলা ভাষা।

.          দ্বিতীয় ইংরেজি ভাষা।

তাহলে আপনাকে যা করতে হবে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে, তাই এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। ক্লিক করার পরে রেজিষ্ট্রেশনে ক্লিক করুন তাহলে নিচের মতে একটি পেজ আসবে সেখানের ফরমটি পূরণ করুন, যদি না বুঝতে পারেন তাহলে পিক্সারটি দেখুন বিস্তারীত দেওয়া আছে।

পিক্সার-১


ব্যাস রেজিষ্ট্রেশন হয়ে গেলো। আরো বেশি কথা বলে পোষ্টটি বড় করব না, এই সাইটেই বিভিন্ন গাইড লাইন পাবেন যেখান থেকে বিস্তারীত জানতে পারবেন (গাইড লাইন বাংলাতে এবং ইংরেজিতে দুটোতেই আছে)

আরো কিছু দেখুন।



তাদের কিছু ফিচারঃ
01. Fastest growing ad network.
02. Largest ad network in Bangladesh. Alexa rank 146
03. Faster loading site, simple interface. High speed cloud combo server.
04. Dynamic website, New features are adding day  by day.
05. Best support: Live support,  documents, feedback form.
06. Registered at RJSC
07. 4 Bank support, bKash Merchant transaction
08. onal based ads, different ads at europe, americ, australia.
09. Payout 1000tk, 7th day every month.
10. Maximum payout PPC company 70%
11. Best fraud control.
12. etc etc

User Guideline >> বাংলায়/Bn or English
User Guideline Video (বাংলা)

যদি আপনার কম্পানির এ্যড দিতে চান তাহলে তার খরচের পরিমান দেখতে পারেন এখানে

--------------------------

এবার যাদের ওয়েব সাইট নাই তারা আয় করবেন কিভাবে?

আপনার ওয়েব সাইট না থাকলেও আপনি আয় করতে পারবেন, এতে প্রথমে আপনি এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন এরপরে এই গাইড লাইন দেখুন Affiliates Guideline >> বাংলায়/Bn or English

Related Post:

  • ফ্রী নিন একটি PAYONEER DEBIT MASTER CARD ফ্রী সাথে 25$ Bonus !!!আমরা সবাই জানি একটি International Master Card এবং Paypal একাউন্ট আমাদের কি দরকার কিন্তু এটী সহজলভ্য নয় তবে আজ আমরা জানব কিভাবে আমরা পেতে পারি একটি Payoneer Debit Master Card ফ্রী নিয়ে নিন একটি PAYONEER DEBIT MASTER CARD ফ্রী সাথে 25$ Bonus !!!অবিশ্বাস্য হলেও সত্য যদি আপনার Payoneer Debit Master Card না থেকে থাকে তাহলে এখনই নিয়ে নিন একটি Payoneer Debit Mast… Read More
  • আয় করুন লিঙ্ক থেকে (adf.ly) সাথে থাকছে পেশাল টিপসআজ নিয়ে এলাম adf.ly টিউটোরিয়াল আপনারা দেখবেন অনেক সময় লিঙ্ক এ ক্লিক করার পর আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হয় (একটি এড দেখতে হয়) এজন্য যে এই লিঙ্ক সেয়ার করেছে শয়ে কিছু পয়সা পাই, ইচ্ছা করলে আপনিও এরকম আয় করতে পারেন। এ জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন  এই রকম একটি পেজ আশবে এখান থেকে JOIN NOW বাটন এ ক্লিক করুন।   ১। একটি Form আসবে… Read More
  • আর নয় অনলাইন, এবার অফলাইনেই ভিজিট করবেন সব সাইট । কারন সম্পুর্ণ ওয়েব সাইট থাকবে আপনার কম্পিউটারে ।আমি আপনাদের কথা ভেবেই আজ নিয়ে এসেছি এমন একটা সফ্টওয়ার যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই সম্পুর্ণ ওয়েব সাইট ডাউনলোড করতে পারবেন ।সফ্টওয়ারটির নাম HTTrack । যাদের লাগবে তারা এখান থেকে তারাতারি ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ৩.৬ এমবি ।ডাউনলোড শেষে একটা জিপ ফাইল পাবেন । Extract করলে যে .exe ফাইলটা পাবেন সেটা স্বাভাবিক নিয়মে Install করে নিন । এখন সফ্টওয়ারটি রান করুন এবং Lang… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment