কম্পিউটার বারবার রিস্টার্ট নিলে যা করবেন

কম্পিউটারে জরুরী কোনো কাজ করার সময় যদি কম্পিউটার রিস্টার্ট নেয় তাহলে বিরক্তির শেষ থাকে না। আবার বারবার পিসি রিস্টার্ট নিলে পিসিতে কাজ করাও সম্ভব হয় না। এর ফলে জরুরী ফাইল নষ্ট হয়েও যেতে পারে।
বারবার পিসি রিস্টার্ট নেবার কারণ না জানার চেষ্টা করে কিংবা সমস্যার সমাধান না করে জোর করে পিসি অন রাখার চেষ্টা করলে হার্ডওয়্যার পুড়ে যাওয়াসহ অনেক বড় ক্ষতির আশঙ্কা থাকে। নিচে কিছু সম্ভাব্য সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা করা হলো।
  • কুলিং সিস্টেমে সমস্যা : প্রসেসরের কুলিং সিস্টেম যদি কাজ না করে কিংবা প্রসেসর প্রয়োজনমত ঠাণ্ডা না হয়ে ওভারহিট হলে পিসি রিস্টার্ট নেয় । সেক্ষেত্রে কুলিং সিস্টেমটি পরিবর্তন করতে হবে।
  • পাওয়ার সিস্টেমে সমস্যা : পাওয়ার সিস্টেম হতে মেইনবোর্ডে প্রয়োজনীয় পাওয়ার বা বিদ্যুৎ না পেলে পিসি রিস্টার্ট নেয় । এক্ষেত্রে আপনার পিসির পাওয়ার সিস্টেমটি পরিবর্তন করে দেখুন।
  • অপারেটিং সিস্টেমে সমস্যা: অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট নেয়। এক্ষেত্রে মাই My Computer-এ ডান ক্লিক করে properties থেকে Advanced tab /Start up and Recovery /Settings অপশনে যেয়ে System Failure অপশনের অর্ন্তগত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ণ উঠিয়ে ok করুন।
  • ভাইরাসের আক্রমণ : ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিতে পারে । এজন্য পিসিতে একটি ভালো মানের এ্যন্টিভাইরাস ব্যবহার করুন এবং ব্যবহৃত এ্যন্টিভাইরাসটি সবসময় আপডেটেড রাখুন।
  • হার্ডওয়্যার সমস্যা : নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সাথে অসামাঞ্জস্য হলে পিসি রিস্টার্ট নিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ক্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে। এজন্য হার্ডওয়্যারের সংযোগ স্থান এবং হার্ডওয়্যার চেক করে দেখুন ঠিক আছে কি না।
  • নতুন প্রোগ্রাম ইনস্টল : নতুন সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। পিসির কনফিগারেশনের সাথে যদি সফটওয়্যার বা গেমস সাম্যঞ্জস্যপূর্ন না হয় তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই প্রোগ্রাম ইনস্টল করার সময় ভালো করে দেখে নিন ঐ প্রোগ্রাম চালনার জন্য পিসির কি কনফিগারেশন প্রয়োজন।
  • হার্ডডিস্কের ব্যাড সেক্টর : হার্ডডিস্কে ব্যাড সেক্টর থাকলে পিসি রিস্টার্ট নিতে পারে। ব্যাড সেক্টরের কারনে হার্ডডিস্ক ডাটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এজন্য হার্ডডিস্ক ইউটিলিটি দিয়ে ব্যাড সেক্টরজনিত সমস্যা দূর করতে পারেন।
  • মাদারবোর্ডে সমস্যা : যদি এর পরও পিসি রিস্টার্ট নিতে থাকে তাহলে বুঝতে হবে আপনার পিসির মেইনবোর্ডে কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে দ্রুত আপনার পিসির মাদারবোর্ডটি পরিবর্তন করুন।

  • 0Blogger Comment
  • Facebook Comment