এক মাসে ইন্টারনেট সংযোগ কমেছে ১১ লাখ

দেশে সক্রিয় সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এক মাসের ব্যবধানে ঝড়ে গেছে প্রায় ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে।
তবে বেড়েছে পিএসটিএন ও আইএসপি সংযোগের সংখ্যা। এক মাসে এই সংযোগ বেড়েছে ৬৮০টি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত মোবাইলফোন অপারটেরগুলোর নভেম্বর মাসের সিম ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে কার্যকর (অ্যাক্টিভ) সিমের সংখ্যা ছয় লাখ ৯১ হাজার বাড়লেও ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১০ লাখ ৮৫ হাজার ২৫৫। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১০ লাখ ৭৬ হাজার ৩৬৭।
পরিসংখ্যান বলছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার কমেছে। নভেম্বর শেষে ইন্টারনেট সংযোগসহ সিমের সংখ্যা নেমে এসেছে চার কোটি ১৫ লাখ ১৩ হাজারে। অক্টোবরের শেষে এ সংখ্যা ছিল চার কোটি ২৫ লাখ ৮৯ হাজার।
নভেম্বরের শেষে দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ২৯ লাখ। অথচ এক মাস আগেও এটি চার কোটি ৪০ লাখ হয়েছিল। এক মাস আগেও দুই লাখ ৫৬ হাজার ওয়াইম্যাক্স ব্যবহারকারী থাকলেও এই সংযোগ সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজারে।
  • 0Blogger Comment
  • Facebook Comment