এবার পিসি বন্ধ হবে নিজে নিজে

আমরা অনেকেই ইন্টারনেট এ বড় ফাইল বা মুভি বা অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই।এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি কে অনেক সময় ২,৩ ঘন্টা খোলা রাখতে হয়। অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে।পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়।কিন্তু একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ হবে।তাহলে ছলুন দেখি......
ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন। দেখলেন শেষ হতে ৫০ মিনিট লাগবে।এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন।তখন আপনাকে যা করতে হবে তা হল।
  • ১ ঘনটা মানে হল ৩৬০০ সেকেন্ড।প্রথমে আপনার পিসির কোন খালি জায়গায় মাউস এর ডান বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন
  • desktop>right click>shortcut
  • এবার নতুন উইন্ডো তে টেক্সট বক্স এ SHUTDOWN -s -t 3600 লিখুন

  • সংখ্যার জায়গায় আপনি আপনার কাঙ্খিত সময় টি সেকেন্ড এ হিসাব করে বসান।
  • এরপর নেক্সট >ফিনিশ দিয়ে বের হয়ে আসুন।
  • এবার ডেক্সটপ এ shutdown নামে একটি সর্টকাট তইরি হবে।
  • সেটা তে একবার ক্লিক করে দিলে আপনার পিসি ৩৬০০ সেকেন্ড পর বন্ধ হবে।
এটি windows xp,vista,7 এ কায করবে। উইন্ডোজ ৮ এ কায কবে নাকি যানিনা। কারন আমি এটার ডেভেলপার প্রিভিউ ভারসন ব্যবহার করেছি।
আপনি যদি পিসি রিস্টার্ট করতে চান তবে SHUTDOWN -r -t 3600 লিখুন। এবার আর পিসি নিয়ে আপনার চিন্তা করতে হবেনা। শিগ্রই আবার আসবো নতুন টিউন নিয়েআসব ...সে পর্যন্ত

Related Post:

  • রত্নতাত্ত্বিক ইতিহাস পুঁঠীয়া রাজবাড়ী..........প্রত্নতাত্ত্বিক ইতিহাসপুঁঠীয়া রাজবাড়ী....রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ৬০একর জমির উপর প্রতিষ্ঠিত এই পুঁঠীয়া রাজবাড়ী। সম্রাট আকবরের শাসনামলে এই রাজ বংশ প্রতিষ্ঠিত হয়। অনুমান করা হয় এই রাজ বংশ ১৫৯০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রায় ৩৫০ বছর স্থায়ী ছিল। এই রাজ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পিতাম্বর। ১৫৩৮ থেকে ১৫৭৬সাল পর্যন্ত বাংলায় আফগান শাসন থাকায় এর বিভিন্ন অংশ… Read More
  • ভাই নেশা ছাইরা দাওজঙ্গলে এক সিংহ বিড়ি খাচ্ছিল,তখন এক ইঁদুর এসে বললঃ "ভাই নেশা ছাইরা দাও, আমার সাথে আসো দেখ জঙ্গল কত সুন্দর ।"সিংহ ইঁদুরের সাথে যেতে লাগলো .....সামনে হাতি ড্রাগ নিচ্ছিলো ইঁদুর হাতিকেও একই কথা বলল ।এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করল ....কিছুদুর পর তারা দেখলো বাঘ হুইস্কি খাচ্ছে, ইঁদুর যখন তাকে একই কথা বলল সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস রেখে ইঁদুরকে দিল কসে একটা থাপ্পড় !!হাত… Read More
  • ।।আমি যা ভালোবাসি।।আমি ভালোবাসি নীল আকাশযেখানে থাকবে না দুঃখের বাতাস।আমি ভালোবাসি সেই বসুন্ধরাযেখানে থাকবে না কোন সর্বহারা।আমি ভালোবাসি চাঁদ,সূর্য্য,তারাআমি বন্ধু তাদের সত্যবাদী যারা।আমি গান গায় তাদেরমনটা উদার যাদের।আমি ভালোবাসি জ্যোৎস্নারাতে অজস্য তারা গুনতেআমি ভালোবাসি সবার মনের না বলা কথা শুনতে।আমি ভালোবাসি সাগর,নদী,দীঘি,পুকুরআমি ভালোবাসি চৈত্রের রোদ্রমাখা দুপুর।আমি ভালোবাসি শ্রাবণের… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment