খুব সহজেই প্রফেশনালদের মতো DJ Music তৈরী করুন!!!

গান শুনতে পছন্দ করে না এমন ব্যক্তি মনে হয় খুজে পাওয়া যাবে না। ছোট-বড় সবাই গান শুনতে পছন্দ করে। তবে অনেকে ক্লাসিক্যাল অনেকে রোমান্টিক আবার অনেকে ডিজে গান পছন্দ করেন। সাধারণত যে সকল গান ডিজে মেশিন দিয়ে মিক্সিং করে বাজানো হয় সেগুলোকে ডিজে গান বা মিউজিক বলে।
undefinedডিজে গান গুলো আপনারা বিভিন্ন ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড না করে যদি নিজেই ডিজে গান তৈরী করা যায় তাহলে কেমন হয়? আর এ জন্যই আজকের আমার এই পোষ্টি। এই সফটওয়্যারটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করে আসছিলাম। সফটওয়্যারটা ব্যবহার করা খুবই সহজ। সফটওয়্যারটার নাম হলো VirtualDJ । এর নতুন ভারসন ৭.০ বাজারে এসেছে। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা সাউন্ড মানে গান রিমিক্স, মিক্সিন, ডিজে, ইফেক্ট দিতে/তৈরী করতে পারবেন।

সফটওয়্যারটির কিছু স্ক্রীনশট দেওয়া হলোঃ

undefined
undefined
undefined

ডাউনলোডঃ

undefined
সফটওয়্যারটা ব্যবহার করে আমিও বেশ কিছু DJ গান তৈরী করে ছিলাম। এখনও তৈরী করি। আমার বিশ্বাস সফটওয়্যারটা ব্যবহার করে আপনারাও বেশ মজা পাবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আল্লাহ আপনাদের সবার উপর রহমত বর্ষন করুন। আমিন।

Related Post:

  • প্রক্সি সাইটের এক ছোট কালেকশান আসসালামু আলাইকুম, সবাই্কে আজকের টিউনে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই্ মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য কিছু প্রক্সি সাইটের লিষ্ট নিয়ে এলাম। ইন্টারনেটে অনেকেরই বেনামী কিছু সাইটের দরকার হয়। তাই্ আপনাদের জন্য দিলাম কিছু সাইটের লিংক….. তালিকাটি নিচে দিলামhttp://adf.ly/DSE3zhttp://www.proxypan.comhttp://myspacewebproxy.org/http:… Read More
  • টাকা উপার্জনের একটা কঠিন ওয়েব সাইটউপরের শিরোনাম দেখে অনেকে হয়তো চমকাবেন।আসলে টাকা উপার্জন এতো সহজ নয়।আমি একটা ওয়েব সাইটের সন্ধান পেয়েছি যারা টাকা দেয়। এই ওয়েব সাইটথেকে টাকা পেতে হলে প্রথমে মেম্বার হতে হয়।তারপড় হোমপেজে গেলে দেখা যায় অনেক মেম্বার বিভিন্ন প্রশ্ন করে।সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়।যদি উত্তর তা প্রশ্নকারীর কাছে সঠিক মনে হয় তাহলে ওই প্রশ্নের উপরে যত টাকা আফার করা হয়ে থাকে তাহলে উত্তর দা… Read More
  • Serial Key বা Crack File নিয়ে আর চিন্তা নয়।আপনার Softwares এবং Games এর কাঙ্ক্ষিত Serial Key অথবা Crack Fileটি একটি ছোট Software এর মাধ্যমে পেয়ে যান সহজেইসবাইকে সুস্বাগতম আমার আজকের টিউনে।এটি আমার দ্বিতীয় টিউন আপনাদের জন্য।আমার প্রথম টিউনটি লেখার পর আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান সাড়া পেয়েছি সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।তাহলে আজকের টিউন নিয়ে আসল আলোচনা শুরু করা যাকঃআমি আজকে আপনাদের এমন একটি Software এর খোঁজ দেব যা আপনার Computer এ থাকলে বিভিন্ন Softwares এবং Games (যেগুলোর License… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment