Microworkers এ যারা Forum এর কাজ করতে পারছেনা তাদের জন্য সুখবর

মাইক্রোওয়ার্কারস অনলাইনে আয়ের একটি নিরাপদ সাইট। কিনতু ইদানিং দেখা যাচ্ছে যে মাইক্রোওয়ার্কারস Forum এর কাজ  বেশী দিচ্ছে । প্রতিটি কাজের জন্য 15 থেকে 60 সেন্ট দিচ্ছে। আর কোন Forum এ পোস্ট করলেই তা কিছুক্ষন এডমিন তা ডিলিট করে দিচ্ছে। ফলে একদিকে যেমন আপনার সময় নস্ট হচ্ছে অপরদিকে আপনার রেটিং কমে যাচ্ছে। সেই সাথে আপনার আয় গতিও ধীর হচ্ছে। Microworkers এ আপনার ভুল কাজের সংখ্যা বাড়তে থাকলে আপনার একাউন্টটি বন্ধ ও করে দিতে পারে। আপনাদের এসব সমস্যার কথা বিবেচনা করেই আমি দুটি নতুন Forum এর ঠিকানা দিলাম, যেখানে আপনার পোস্টটি ডিলিট হবে না। তবে কেউ দয়া করে স্পাম করবেন না।
Forum দুটি হল
General forum
general forums
Forum জন্য ইতিমধ্যেই SEO এর কাজ শুরু করে দিয়েছি। আশা করছি খুব সহসাই ভাল পেজ রেঙেক পৌছাবে। আপনারা ও এ থেকে আপনাদের কাংক্ষিত সুবিধা পাবেন আশা করি।
Forum এর ব্যাপারে যে কোন ধরনের পরামর্শ ও উপদেশ সাদরে গৃহীত হবে।

Related Post:

  • অনলাইনে আয় করুন ইবুক লেখার মাধ্যমে Ads by Techtunes - tAds বর্তমান বিশ্বে ফ্রিলেন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ওডেস্ক,ফ্রিলেন্সার,স্ক্রিপ্টলেন্স,গুরু ইত্যাদি ফ্রিলেন্সিং ওয়েবসাইটে গেলে তা আমরা সহজেই বুজতে পারি। ফ্রিলেন্সিং ছাড়াও অনলাইনে আয়ের অন্যান্য মাধ্যমগুলো যথেস্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এখন মানুষ অফিসে বসে চাকরি করার চেয়ে ঘরে বসে অনলাইনে কাজ করতে বেশী আগ্রহী হচ্ছে। আর… Read More
  • শীর্ষস্থানীয় ওডেস্ক নিয়ে মেগা টিউন।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার খুব ভালো লাগে। আমি আজ oDesk নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।এই টিউনে থাকবে ভুয়া প্রোফাইল চেনার উপায়,ভুয়া প্রোফাইল বন্ধ করে দেবার উপায়,কিভাবে oDesk এ তারাতারি কাজ পাওয়া যায়,oDesk এ Account সাসপেন্ড এর হাত থেকে কিভাবে বাঁচা যায়,ফিডব্যাক কিভাবে নিতে হয় ইত্যাদি।ভুয়া প্রোফাইল গুলো … Read More
  • Freelancing শিখুন ইনকাম করুন প্রসঙ্গঃ- Link building করে আয় করুনআসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল। আপনাদের ১ টা কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে লিংক বিল্ডিং । যেখানে আপনি লিংক বিল্ডিং এর কাজ সম্পর্কে ধারনা পাবেন এবং ভাল ইনকাম ও করতে পারবেন । তাছাড়া বিড এর কাজ তো আছেই। ও আরেকটা কথা বলে নিচ্ছি এই সাইট এ ভিবিন্ন  ধরনের  Professionals আছে । সুতরাং sinver , gold দেখে  এটাকে কেও মলম M.L.M  বলবেন না ।সম্পুর্ন … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment