ডুয়াল বুট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি

এটি আমার প্রথম টিউন তাই ভুল গুল ক্ষমার দৃষ্টি তে দেখবেন । কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
এই জন্য আপনাকে ২ টি ভিন্ন ড্রাইভ ব্যাবহার করার প্রয়োজন হবে ।
* উইন্ডোজ ৭ এর জন্য C:/ ড্রাইভ ব্যাবহার করুন ও তাতে ২০ - ২৫ GB জায়গা রাখবেন ।
* উইন্ডোজ এক্সপি এর জন্য D:/ ড্রাইভ অথবা ( C:/  ) বাদে যে কোন ড্রাইভ ইউস করতে পারেন । জায়গা হতে হবে মিনিমাম ১৪ - ১৬ GB ।
* প্রসেসর ডুয়েল core হলে ভাল । । ১ GB RAM  থাকতে হবে । ২ GB RAM থাকলে খুবী ভাল উইন্ডোজ 7 এর জন্য ।
* প্রতি ড্রাইভ এ ১৫% জায়গা খালি থাকা ভাল, পিসি এর স্পীড ভাল থাকে ও হাং হওয়ার হাত থেকে পিসি রক্ষা পায় ।
* পিসি এর ড্রাইভ গুল NTSF ফরম্যাট এ থাকতে হবে ।
 এবার যা করা লাগবে !
১ )  প্রথমে C:/ ড্রাইভ এ উইন্ডোজ 7 ইনস্টল করুন । প্রয়োজনীয় সব কিছু ইন্সটল দেবার পর ( drivers & ETC ) ডাউনলোড করে EasyBCD 2.1.2  এই প্রোগ্রাম টা ইনস্টল করুন ।
২ )  একটি উইন্ডোজ এক্সপি এর পরিস্কার ডিস্ক আপনার হার্ড ড্রাইভের D:/ পার্টিশনে ইনস্টল করুন ।
৩ )   সিস্টেম পুনরায় আরম্ভ হবার পরে আপনি দেখতে পাবেন সরাসরি উইন্ডোজ এক্সপি বুট করা. কারন এক্সপি উইন্ডোজ 7 এর লোডারের উপর লিখছে, সুতরাং, আমাদের উইন্ডোজ 7 লোডার পুনঃস্থাপন প্রয়োজন ।
৪ )   উইন্ডোজ 7 পুনঃস্থাপন, আপনি উইন্ডোজ 7 এর ডিভিডি থেকে বুট করুন এবং "আপনার কম্পিউটার রিপেয়ার প্রয়োজন । এই নিবন্ধটি দেখুন মেরামত সম্পাদন করার জন্য  "কিভাবে উইন্ডোজ 7 প্রারম্ভ মেরামতির কর্ম সম্পাদন করা হয় !
***   উল্লেখ্যঃ -  প্রতিটি আধুনিক উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি অনুরূপ অপারেটিং সিস্টেম ফাইল রিপেয়ার প্রক্রিয়া আছে
***   বিঃদ্রঃ   -  পিসি ভারি করে না কারণ এই প্রক্রিয়ায় শুধু মাত্র ১ সময় ১ টি  অপারেটিং সিস্টেম চালু হবে ।
*     উইন্ডোজ 7 এর ডিস্ক ঢুকানোর পর রিস্টার্ট করুন । তারপর press any key চাইবে ,যে কোন key চাপুন । তারপর নিচের মতন আসবে, Repair your computer লেখায় ক্লিক করুন ।
* তারপর যদি উইন্ডোজ 7 এর লোকেশন চায় তাহলে C: / ড্রাইভ সিলেক্ট করে use recovery tools that can help fix problems starting Windows  এই লেখা তে টিক দিন । তারপর next bottom এ ক্লিক করুন ।

* তারপর System Recovery Option ওপেন হবে, সেখান থেকে Startup Repair এ ক্লিক করলে ই কেল্লা ফোতে ।

৫ )   রিপেয়ারিং  এর পরে আপনার কম্পিউটার এ উইন্ডোজ 7 পুনরায় চালু হবে ।
৬ )   আপনার উইন্ডোজ 7 এ EasyBCD 2.1.2  সফটওয়্যার টি ওপেন করুন এবং  XP এর জন্য বুট এন্ট্রি যোগ করুন ।
*   EasyBCD প্রোগ্রাম চালু করে Add New Entry  নির্বাচন করুন , তারপর Type এ " windows NT/2k/XP/2k3" নির্বাচন করে 'Add Entry' তে ক্লিক করুন ।

*  Add Entry তে ক্লিক দেবার পর কম্পিউটার রিস্টার্ট দিন ।আপনি দুটি অপশন  পাবেন  ।  উইন্ডোজ 7 সহ উইন্ডোজ এক্সপি আপনার সামনে উপস্থিত করা হবে, আপনি যে অপারেটিং সিস্টেমে কাজ করতে চান সেটি নির্বাচন করুন ।

EasyBCD 2.1.2  ডাউনলোড লিঙ্ক ১
EasyBCD 2.1.2 ডাউনলোড লিঙ্ক ২

Related Post:

  • কিভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন পার্ট ২আমরা আগের টিউটোরিয়াল এ ব্লগ এর বিষয় নির্বাচন নিয়ে লিখেছিলাম। এই টিউটোরিয়াল এ আমরা আপনার ব্লগ এর পাঠক নির্বাচন এবং আরও দুই একটা ব্যাপার নিয়ে লেখার চেষ্টা করব।ব্লগ এর পাঠক নির্বাচন বলতে বুঝায় আপনি ব্লগ কাদের  জন্য লিখতে চাচ্ছেন ঠিক করা। এখন আপনি বলতে পারেন এটি তো সাবজেক্ট নির্বাচনের মধ্যেই পড়ে, তাই না? যেমন আপনি পড়াশোনা বিষয়ক একটা ব্লগ ইংরেজিতেই শুরু করলেন। তা… Read More
  • কিভাবে লেখালেখি করে অনলাইনে টাকা আয় করবেন পার্ট ২“কিভাবে লেখালেখি করে অনলাইনে টাকা আয় করবেন নিয়ে” ধারাবাহিকভাবে লিখছিলাম। আগের পর্ব না পড়লে এখানে পড়ে নিন বুঝতে সুবিধা হবে।আপনি যদি আগের পর্ব পড়ে থাকেন তাহলে আমার এখন ইংরেজিতে লিখে অনলাইন এ টাকা আয়ের বিভিন্ন উপায়, উৎস এবং টিপস শিখব। তার আগের একটা ব্যাপার নিয়ে একটু বলি।ইন্টারনেট তো এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। দেশে প্রতিনিয়ত ইন্টারনেট ইউজার বাড়ছে। কিন্তু আমাদের … Read More
  • কিভাবে লেখালেখি করে অনলাইনে টাকা আয় করবেন পার্ট ৩ – টেকনিক্যাল রাইটিংআমরা কিভাবে অনলাইন এ লেখালেখি করে টাকা আয় করা যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকের বিষয় টেকনিক্যাল রাইটিং।টেকনিক্যাল রাইটিং কি?একদম সহজ ভাষায় টেকনিক্যাল রাইটিং জটিল কোন জিনিসকে সহজ ভাষায় লেখা। আরও সহজ ভাবে বললে, টেকনিক্যাল রাইটিং হল সেইসব লেখা যা কোন প্রশাসনিক, বৈজ্ঞানিক বা মেকানিক্যাল কার্যক্রম কে সহজ, সাবলিল এবং বিস্তারিত ভাবে বলে থাকে। মুলত নিচের তিন প্রকার লেখাকে টে… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment