৭০০ সার্চইন্জিনে একবারে কয়েক ক্লিকে সাইট সাবমিট করুন

আজকে আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার এর পরিচয় করে দিব যা দিয়ে আপনি অনায়াসে ৭০০ সার্চ ইঞ্জিন -এ আপনার সাইট সাবমিট করতে পারবেন। এইটা আপনি ডেক্সটপ থেকে অপারেট করতে পারবেন। যা যেকোনো ধরনের ব্লগ, সাইট, যেকোনো সিএমএস, ব্লগস্পট এর জন্য উপযুক্ত। এবং ডেক্সটপ সফটওয়্যার বিধায় খুব সোজা ইন্টারফেস।

সফটওয়্যার টির নাম হেল্ল!ইঞ্জিন।

ডাউনলোড করতে আমারে ক্লিক করেন :D

আমার মতে যাদের আমার মত ব্লগস্পট সাইট আছে বা সাধারণ এইচটিএমএল সাইট যা কন সিএমএস ছাড়া তৈরি তাদের কাজে লাগবে বেশি।
এই সফটওয়্যার টা আমার নতুন তৈরি ব্লগসাইট এর কাজ করতে গেয়ে পাইছি। সাইট টা আপনারা একবার দেখে এসে কেমন লাগল তা কমেন্ট করে জানালে খুশি হতাম।

Related Post:

  • কিভাবে বুঝবেন আপনার আর্টিক্যাল ইউনিক কিনাপ্রত্যেক ব্লগারেরই চাওয়া থাকে তার সাইটটি যেন গুগলের সার্চ রেজাল্টের প্রথমে পেজে থাকে। যেকোন সাইটকেই গুগলের ফার্স্ট পেজে আনতে হলে সে সাইটে অবশ্যই হাই কোয়ালিটি ইউনিক কনটেন্ট থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক আর্টিকেল কনটেন্টের উপর গুরুত্ব দিতে হবে। আপনি আপনার সাইটের জন্য আর্টিকেল লিখছেন কিন্তু বুঝতে পারছেন না আর্টিকেলটি ইউনিক হচ্ছে কিনা। সুতরাং আপনার নি… Read More
  • আর্টিক্যাল/টিউটোরিয়াল লিখে আয় করার ১০টি নির্ভরযোগ্য সাইটঅনলাইনে অর্থ উপার্জনের জন্য নানা রকম উপায় রয়েছে। অনেকেই ফ্রিল্যান্সিংযের মাধ্যমে আয় করছে আবার কেউবা করছে ব্লগিং। নিজের সাইটে ব্লগিং করে অনেকেই গুগল আ্যডসেন্সের কল্যাণে বেশ ভাল অংকের অর্থ উপার্জন করছেন। তবে আপনি চাইলে আপনার লেখাটি অন্য কোন সাইটের জন্য লিখেও আয় করতে পারেন। অনলাইনে এমন অসংখ্য সাইট রয়েছে যাদের সাইটে আর্টিক্যাল লেখার মাধ্যমে আয় করা যায়। সাইটভেদে আর… Read More
  • ব্যাকলিংক করুন একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমেআমরা যারা ব্লগিং করি বা ফ্রিল্যান্সিং করি তারা সবাই জানি ওয়েবসাইট প্রমোটের জন্য কীওয়ার্ডভিত্তিক ব্যাকলিংক কতটা জরুরী। আর এ ব্যাকলিংক যদি ভাল পেজ র‌্যাংক সমৃদ্ধ ওয়েবসাইটে করা যায় তাহলে তো সোনায় সোহাগা। দিনকয়েক আগে ব্যাকলিংকের তৈরীর জন্য খুবই ফলপ্রসু একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে পারলাম। তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমরা এ সার্চ ইঞ্জ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment