ফেসবুকের Photo Verification সমস্যার সমাধান

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আমারা যারা ফেসবুক ব্যবহার করি, তাদের অনেকেই একটি সম্যসার মুখমুখি হই, আর তা হলো Photo Verification.এর কারনে অনেকের অনেক সমস্যা হয়েছে। এর জন্য আমার এই পর্যন্ত ৩ টি আই ডি লক হয়ে গেছে তার সাথে আমার অনেক প্রিয় পেইজটাও আর আমি চালাতে পারছি না  তাই আমি জানি এর কষ্ট এই কথা চিন্তা করেই আজ আপনাদের সাথে Photo Verification কি করলে হবে না তা নিয়ে একটু কথা বলার জন্য চলে এলাম আশা করি সবাই আমার সাথে থাকবেন।
** আসুন জেনে নেই কিভাবে দূরে থাকা সম্ভব।
# অপরিচিত কাউকে Friend request পাঠাবেন না, আমাদের অনেকেরই একটি অভ্যাস হল অনেক request পাঠিয়ে দ্রুত friend বাড়ানো ।
আর এটার কারনেই photo verification বেশী হয়ে থাকে ।
# Review posts friends tag>ON করে রাখুন, কারন বেশী tag হলে photo verification চায়। ON রাখলে যারা আপনার
পরিচিত না তাদের গুলো Ignore/Tag Remove
করে Save করতে পারেন। যদি ON করতে না জানেন তাহলে log in করে নিচের নিয়ম দেখুন setting>Privacy>Timeline and Tagging>Edit Settings>Review posts friends tag you in before they appear on your timeline>Edit>Turn On Timeline Review.
# Id খুলতে যে email অথবা phone number ব্যবহার করছেন, ওটা ভুলে ও remove করবেন না। আর রিমুভ করলে পরবর্তীতে যেইটা দিয়েছেন সেইটা কোন এক জায়গায় লিখে রাখবেন ।
এইগুলো ঠিকমতো করলে আপনার কাছে ফেসবুক কর্তৃপক্ষ কখনো photo verification অথবা conformation কোড চাইবে না ।
আজকের পোস্ট টি ছোট কিন্তু এর কার্যকারিতা অনেক অনেক বেশি প্রয়োজনীয়।
জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ

Related Post:

  • অপারেটিং সিস্টেম থাকা অবস্থার তৈরীকৃত অতিরিক্ত ড্রা্‌ইভ ডিলেট করুন খুব সহজেআমি দেখাবো কীভাবে অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় তৈরীকৃত অতিরিক্ত ড্রাইভ ডিলেট করবেন? আমার এর আগের টিউনে দেখিয়েছিলাম কীভাবে উইন্ডোজ থাকা অবস্থায় হিার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন। এখন কথা হলো মনে করেন কারো তৈরীকৃত অতিরিক্ত ড্রা্‌ইভ  লাগবে না।তখন কি করবেন? হ্যা এরকম সমস্যার সমাধান ও আছে।্রজন্য আপনি যে ড্রাইভটি অতিরিক্ত তৈরী করছেন, ঐটাকে ডিলট করতে হবে।এজন্য এভা… Read More
  • ফ্রিতে ডাউনলোড করে নিন দুটি অসাধারন Data Recovery সফটওয়্যার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন । আর ভাল থাকুন এটাই কামনা করছি সরাক্ষন। অন্যান্য দিনের মত আজও দুটি সফটওয়্যার নিয়ে টিউন করতে বসলাম। আর সফটওয়্যার নাম হল- Paragon Recovery software, PC inspector File Recovery software.  যার দ্বারা  আপনার হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনতে পারবেন । নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে যাদের এই সফটওয়্যারগুলো লাগবে তারা নিচের থেকে … Read More
  • যেভাবে হবে আপনার ফেসবুক পেইজটি “ভেরিফাইড”ফেসবুকে একটা পেইজ খোলা কোন ব্যাপারই না সময় লাগে কয়েক সেকেন্ড। আর যাদের একটু বড় পেইজ আছে, তারা সবাই চান নিজেদের পেইজগুলো যেন একটু ভেরিফাই হয়ে যায়। তো, কিভাবে করবেন আপনার ফেসবুক পেইজকে ভেরিফাইড। সত্যি কথা বলতে ফেসবুকে পেইজ ভেরিফাই করার জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই বা কোন বিশেষ স্থান নেই যেখানে গিয়ে আপনি আপনার সাধের পেইজটি ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন। কেউ যদি… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment