২০১৪ সালের সেরা ১০টি সোসাল বুকমার্কিং সাইট

সোসাল বুকমার্কিং এখনও SEO করার অন্যতম হাতিয়ার। সাইটের ভিজিটর বাড়াতে, গুগল পেজ রেঙ্ক পেতে অথবা এলেক্সা রেঙ্ক কমাতে সোসাল বুকমার্কিং খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অনেকেই শতাধিক সোসাল বুকমার্কিং সাইটে বুকমার্কিং করেও প্রত্যাশিত ফলাফল পান না। কারন তারা না জেনেই চোখ বন্ধ করে বুকমার্কিং করে গেছেন। যাই হোক এখানে নিজস্ব রিসার্স এর মাধ্যমে আমি ২০১৪ সালের সেরা ১০টি সোসাল বুকমার্কিং সাইট লিষ্ট তৈরি করেছি প্রয়োজন হলে দেখে নিতে পারেন।
লিষ্টটি করা হয়েছে ট্রাফিক এর উপর বেস করে। অর্থাৎ যে সাইট থেকে সবচেয়ে বেশি ট্রাফিক পাওয়া যায় সেটি ১ এ, তার পরে যে সাইট থেকে বেশি ট্রাফিক পাওয়া যায় সেটি ২ এ, এভাবে ক্রমান্বয়ে।
SLSite AddressPRAlexa RankAvowzone Comment
1http://www.stumbleupon.com8151Best (10 out of 10)
2http://www.diigo.com72098Best (9 out of 10)
3http://www.reddit.com862Best (10 out of 10)
4http://www.tumblr.com835Best (10 out of 10)
5http://www.digg.com7500Best (9 out of 10)
6http://slashdot.org71625Best (10 out of 10)
7https://www.xing.com9368Best (10 out of 10)
8https://delicious.com81194Best (8 out of 10)
9http://www.newsvine.com73776Best (7 out of 10)
10http://www.squidoo.com6824Best (7 out of 10)

আশা করি উপরের লিষ্টটি আপনার অনেক উপকারে আসবে। ২০১৪ সালের সেরা ১০টি সোসাল বুকমার্কিং সাইট লিষ্ট সম্পর্কে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।

Related Post:

  • কিভাবে বুঝবেন আপনার আর্টিক্যাল ইউনিক কিনাপ্রত্যেক ব্লগারেরই চাওয়া থাকে তার সাইটটি যেন গুগলের সার্চ রেজাল্টের প্রথমে পেজে থাকে। যেকোন সাইটকেই গুগলের ফার্স্ট পেজে আনতে হলে সে সাইটে অবশ্যই হাই কোয়ালিটি ইউনিক কনটেন্ট থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক আর্টিকেল কনটেন্টের উপর গুরুত্ব দিতে হবে। আপনি আপনার সাইটের জন্য আর্টিকেল লিখছেন কিন্তু বুঝতে পারছেন না আর্টিকেলটি ইউনিক হচ্ছে কিনা। সুতরাং আপনার নি… Read More
  • আর্টিক্যাল/টিউটোরিয়াল লিখে আয় করার ১০টি নির্ভরযোগ্য সাইটঅনলাইনে অর্থ উপার্জনের জন্য নানা রকম উপায় রয়েছে। অনেকেই ফ্রিল্যান্সিংযের মাধ্যমে আয় করছে আবার কেউবা করছে ব্লগিং। নিজের সাইটে ব্লগিং করে অনেকেই গুগল আ্যডসেন্সের কল্যাণে বেশ ভাল অংকের অর্থ উপার্জন করছেন। তবে আপনি চাইলে আপনার লেখাটি অন্য কোন সাইটের জন্য লিখেও আয় করতে পারেন। অনলাইনে এমন অসংখ্য সাইট রয়েছে যাদের সাইটে আর্টিক্যাল লেখার মাধ্যমে আয় করা যায়। সাইটভেদে আর… Read More
  • আপনী কি আপনার facebook-এ কখন Photo Verification চেয়ে বসে সেটি নিয়ে চিন্তিত ? আসুন দেখি কিভাবে আপনী আপনার Photo Verification -এর মত মহা চিন্তা দূর করবেন :-প্রথমেই আপনাদের প্রতি রহিলো আমার সালাম “আচ্ছালামুআলাইকুম অরাহমাতুল্লাহি অ-বারকাতুহ্” । বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন, আর সেটাই আমার কাম্য ।আজ আমি আপনাদের মাঝে যে টিউনটি নিয়ে এসেছি সেটি হলো Photo Verification এর কবল থেকে কিভাবে মুক্ত হবেন । কিছুদিন যাবত এ সমস্যাটি খুব বেশী দেখা যচ্ছে, তাই Photo Verification চাওয়ার পূর্বেই আপনি এ সমস্যার সমাধান করে ফেলুন ।কারন এটি স… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment