গুগল সার্চের কিছু এক্সক্লুসিভ ট্রিকস ও টিপস

না জানার কারণে অনেক সহজ সাধারণ কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। চলতি পথে কোন তথ্য দরকার হলে অনেক সময় কি করব সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। গুগলে খুঁজে আমরা জেনে নিতে পারি অনেক তথ্য। টুকিটাকি কিছু তথ্য কিভাবে খুঁজবেন ভেবে পান না অনেকেই। তাদের জন্য কিছু টিপস।sports tracking 500x300 গুগল সার্চের কিছু এক্সক্লুসিভ ট্রিকস ও টিপস
ক্যালকুলেটর:
দ্রুত অংকের কোন সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনার ক্যালকুলেশন তুলে দিন গুগল সার্চ বক্সে।
ইউনিট কনভার্টার:
উচ্চতা, ওজন, আয়তন যে কোন এককের রূপান্তর করে দেবে ইউনিট কনভার্টার। একই ভাবে করতে পারবেন মুদ্রার রূপান্তর।
স্পোর্টস ট্র্যাকিং
চলার পথে জানতে ইচ্ছে হল প্রিয় দলের খেলার সংবাদ কিংবা ভেন্যু। টীম বা লীগের নাম লিখে স্পোর্টস ট্র্যাকিং করতে পারবেন গুগল বক্স থেকে।
ফ্লাইট শিডিউল:
এয়ারলাইন এবং ফ্লাইট নাম্বার জানা থাকলে খুঁজে নিন ফ্লাইটের সব তথ্য! সার্চ বক্সে লিখুন যে কোন শহর বা এয়ারপোর্টের “ফ্লাইটস টু” কিংবা “ফ্লাইটস ইন”। জেনে নিতে পারবেন ফ্লাইটের সকল তথ্য ঘরে বসেই।
সূর্যোদয় এবং সূর্যাস্ত:
আপনার শহরে কিংবা পৃথিবীর যে কোন শহরের সূর্যোদয়, সূর্যাস্ত সম্পর্কে জানতে চাইলে শহরের নামটি লিখে ‘সানরাইজ’ লিখুন সার্চ বক্সে। এমনকি আপনি চাইলে গুগলের বিল্ট-ইন ফিচার আপনাকে হিসেব করে দেবে পরবর্তী সূর্যোদয়ের সময়টাও।

Related Post:

  • এবার আপনার আয়ও হবে এবং যেকোন সাইটের রেফারেলও বাড়বে [বোনাস+বোনাস] আজকে আমি সম্পূর্ণ নতুন একটি সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমি নিজে যে সাইট থেকে টাকা পাইনি, সে সাইট এর নাম বা সেই সাইট সংক্রান্ত কোন পোষ্ট আমার ব্লগে পোস্ট করি না। এই সাইট এ আমি বেশ কিছুদিন ধরেই কাজ করছি। কিন্তু, পেমেন্ট না পাওয়ার কারনে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকেই আমি সাইটটি থেকে ৫ ইউ এস ডলার পেমেন্ট পেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি।এই সাইট এর না… Read More
  • ইনকাম করুন BIT COIN ৫ মিনিট কাজ করে ৩ দিনে মিনিমাম ০.০০১৬০০০+ পেমেন্ট প্রুফআমি বিট কয়েন ইঙ্কামের নতুন উপাই বলছি এই ভাবে আপনি প্রতি ঘন্টা কাপচা করার থেকে ভালো বিট কয়েন ইনকাম করতে পারবেন।।অনলি দিনে ৫ মিনিট সময় দিয়ে।।৩ দিনে আপনি পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ্‌।এইটা থেকে আপনি ফ্রী বিট কয়েন /প্রতি ঘন্টায় কাপচা করে যে বিট কয়েন ইনকাম করেন তারচেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন...বি দ্রঃ যদি কেউ কাজ করে পেমেন্ট না পান তা হলে আমাকে যা খুশি বলতে পারেন আমি মাথ… Read More
  • Neobux-এর রেফারেল কেনা এবং ব্যাবহারের বিস্তারিত বর্ণনা Neobux কি?Neobux একটি বহুল আলচিত  PTC (Paid To Click) For New Acc সাইট । [Neobux-এ একাউন্ট খোলা খুবই সহজ । তারপরেও কেউ যদি না পারেন বা কোন সমস্যায় পরেন তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন । আমি আপনাকে হেল্প করব ।] রেফারেল কিনবেন কেন? (Why Rent Referral?) পৃথিবীর প্রায় সব ফ্রীলাঞ্চিং সাইটএর অন্যতম বিশিষ্ট হল আমন্ত্রন। আপনার বন্ধু / পরিচিত কোন বেক্তিকে আপনি সা… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment