এখন কথা হলো মনে করেন কারো তৈরীকৃত অতিরিক্ত ড্রা্ইভ লাগবে না।তখন কি করবেন? হ্যা এরকম সমস্যার সমাধান ও আছে।্রজন্য আপনি যে ড্রাইভটি অতিরিক্ত তৈরী করছেন, ঐটাকে ডিলট করতে হবে।এজন্য এভাবে যান।
প্রথমে আপনার কম্টিউটারের My Computer এর উপর মাইস রেখে নাইট বাটনে ক্লিক করুন দেখবেন Manage একটি অপশন আছে। ঐটায় ক্লিক করুন। নিচের ছবিতে মার্ক করা।একটু দেখানোর চেষ্ট করি।
অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় অতিরিক্ত ড্রা্ইভ ডিলেট করুন খুব সহজে |
বি;দ্র:দেখুন আমি যে ড্রাইভটি ডিলেট করছি ঐটা ক্নিতু ঠিক আগের ড্রাইভ থেকে অতিরিক্ত একটা বানাইছিলাম।
এবার টিউনে আসি। দেখবেন ডিলেট করার পর, ডিলেটকৃত ড্রাইভটি আনলোকেটেড হয়েঠছে।এখন আপনি পাশের ড্রাইভটির উপর মাউসের ডান বাটনে ক্লিক করুন দেখবেন Extended Volume নামে একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করুন।এবার একটা ইউন্ডো আসবে ঐটায় Next>Next>Finish ক্লিক করলে কাজ শেষ।
হয়ে গেল আপনার আগের মত কম ড্রাইভ।কারো কোন সমসস্যা হলে কমেন্টের মাধমে উত্ত্র দেওয়ার চেষ্ট করব।ধন্যবাদ সবাইকে।