iPhone -এ Ridmik Keyboard দিয়ে বাংলা লেখার পদ্ধতি



আইফোনে আইওএস ৮ আসার আগে কাস্টম কীবোর্ড ডেভেলাপ করার উপায় ছিল না। তখন বিভিন্ন অ্যাপে বাংলা লিখে, পরে তা কপিপেস্ট করেই চালাতে হতো। অ্যাণ্ড্রয়েডের মতো সরাসরি কী-বোর্ড ব্যবহার করে বাংলা লেখা যেত না। কিন্তু আইওএস ৮ থেকে এখন কাস্টম কী-বোর্ড এসেছে ফোনগুলোতে। শুধু তা-ই নয়, এতে ডিফল্ড বাংলা কীবোর্ডও সংযুক্ত করা হয়েছে এখন। Ridmik Keyboard কর্তৃপক্ষ সম্প্রতি আইফোনের জন্য উন্মুক্ত করেছে এর একটি সংস্করণ। তবে এর জন্য আপনার আইফোনে আইওএস ৮-এর যেকোনো একটি সংস্করণের আপডেট নিতে হবে। আইফোন ৬ ও ৬ প্লাসে আগে থেকেই আইওএস ৮ দেয়া। এখানে খুব সহজেই এখন রিদ্মিক বা আইফোনের নিজস্ব বাংলা কীবোর্ড দিয়ে বাংলা লেখা যায়। আর যারা আইফোনের পুরোনো সংস্করণ, যেমনঃ আইফোন ৪ এস, ৫, ৫ এস, ৫ সি, ইত্যাদি ব্যবহার করছেন, তাদের বেলায় আপডেট নিয়ে নিতে হবে। কীভাবে আইফোনে আইওএস ৮ আপডেট নেবেন? সোজা কথায় বলতে গেলে, আইফোনের Settings >> General >> Software Update এ গেলেই পাবেন আপডেট লেখা কথাটি। তবে মনে রাখবেন, যারা আগে আপডেট করেননি, একবারও, তাদের বেলায় প্রায় দেড় জিবি অর্থাৎ 1.5 GB পরিমাণ আপডেট করতে হবে। যারা আগে আপডেট করেছেন, তাদের বেলায় অল্প। আইফোন ৪ এস-এর পরের সকল ভার্সনেই আইওএস ৮ এর কোনোনা কোনো ভার্সনে আপডেট করতে পারবেন।
যারা আইফোন ৬ বা ৬ প্লাস ব্যবহার করছেন, তারা খুব সহজে রিদ্মিক দিয়ে বাংলা লিখতে পারবেন। তাদেরটি আগে থেকেই আইওএস ৮-এ আপডেট করা। অভ্র স্টাইলে এই কীবোর্ডের লে-আউট ডিজাইন করা হয়েছে। কিন্তু যারা আইফোন ৪ এস থেকে আইওএস ৮ - এ আপডেট নিয়েছেন, তাদের বেলায় রিদ্মিক ভালো কাজ করবে না। লেখা যায় না, ভেঙ্গে যায়, কেটে যায় লেখা। আপনাদের ডিভাইসের জন্য রিদ্মিকের পরবর্তি সংস্করনের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে আপনাদের হতাশ হবার দরকার নেই। পড়তে থাকুন। তবে সবাই জেনে নিতে পারেন রিদ্মিক কিবোর্ড আইফোন বা আইপ্যাডে ব্যবহার করার উপায়। আইওএস ৮-এ আপডেটেড থাকতে হবে আপনার ডিভাইসকে। আপডেট করার পর, আইটিউনস-এ গিয়ে Ridmik Keyboard লিখে সার্চ দিতে পারেন। স্ক্রিনশট সহ আরও বিস্তারিত জানতে, দেখে নিতে পারেন, এই পদ্ধতি - Write Bangla in iPhone with Ridmik Keyboard

Related Post:

  • SMM (ফেসবুক মার্কেটিং) এর মাধ্যমে। কীভাবে লাইকস প্লানেটে দিনে ৩ ডলার ইনকাম করতে পারবেন এই পর্বে আমি আপনাদের দেখাব কীভাবে অতি দ্রুত লাইকসপ্লানেটে কাজ করে দিনে ৩ ডলারের অধিক ইনকাম করতে পারবেন।আপনি কী জানেন আপনার নেট স্পিড যদি নূন্যতম ১৮ কেবিপিএস স্পিড এভারেজ হয় তাহলে আপনি মাত্র ৩০ মিনিটের মধ্যে .১ ডলার ইনকাম করতে পারবেন। আর যদি মিনিমাম ৪ ঘন্টা আপনি শ্রম দিতে পারেন তাহলে আপনি ১ ডলার ইনকাম করতে পারবেন। তো শুরু করা যাক কিভাবে দ্রুত ইনকাম করবেন। সাইন আপ কর… Read More
  • এবার আয় করুন ফ্রি বিটকয়েন প্রতি ঘণ্টায়[1 BITCOIN = $819.36!!!]বিটকয়েন কি? বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনে… Read More
  • ছুটির দিনে মজার মজার কিছু গেম খেলুন ও সময় কাটান পিসি এবং মোবাইল এর জন্য।পিসি গেম ডাউনলোড করুনঃ১। Star Racing: রেসিং প্রিয় মানুষের জন্য এই গেম। গেমটির সাইজঃ ১৬ এমবি ডাউনলোড করুন ২। Wizard Land: এই গেম টি একটু অ্যাডভেনচার টাইপ এর। অবশ্যই অনেক মজার গেম গেমটির সাইজঃ ২৮ এমবি ডাউনলোড করুন ৩। Police Supercars পুলিশ চোর খেলুন এই গেমে। খেলেই দেখুন মজা পাবেন এই সময়। গেমটির সাইজঃ ৬৪ এমবি ডাউনলোড করুন অ্যান্ডএড ব্যাবহার কারীদের জন্যঃঅনেকে যারা অ্… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment