iPhone -এ Ridmik Keyboard দিয়ে বাংলা লেখার পদ্ধতি
আইফোনে আইওএস ৮ আসার আগে কাস্টম কীবোর্ড ডেভেলাপ করার উপায় ছিল না। তখন বিভিন্ন অ্যাপে বাংলা লিখে, পরে তা কপিপেস্ট করেই চালাতে হতো। অ্যাণ্ড্রয়েডের মতো সরাসরি কী-বোর্ড ব্যবহার করে বাংলা লেখা যেত না। কিন্তু আইওএস ৮ থেকে এখন কাস্টম কী-বোর্ড এসেছে ফোনগুলোতে। শুধু তা-ই নয়, এতে ডিফল্ড বাংলা কীবোর্ডও সংযুক্ত করা হয়েছে এখন। Ridmik Keyboard কর্তৃপক্ষ সম্প্রতি আইফোনের জন্য উন্মুক্ত করেছে এর একটি সংস্করণ। তবে এর জন্য আপনার আইফোনে আইওএস ৮-এর যেকোনো একটি সংস্করণের আপডেট নিতে হবে। আইফোন ৬ ও ৬ প্লাসে আগে থেকেই আইওএস ৮ দেয়া। এখানে খুব সহজেই এখন রিদ্মিক বা আইফোনের নিজস্ব বাংলা কীবোর্ড দিয়ে বাংলা লেখা যায়। আর যারা আইফোনের পুরোনো সংস্করণ, যেমনঃ আইফোন ৪ এস, ৫, ৫ এস, ৫ সি, ইত্যাদি ব্যবহার করছেন, তাদের বেলায় আপডেট নিয়ে নিতে হবে। কীভাবে আইফোনে আইওএস ৮ আপডেট নেবেন? সোজা কথায় বলতে গেলে, আইফোনের Settings >> General >> Software Update এ গেলেই পাবেন আপডেট লেখা কথাটি। তবে মনে রাখবেন, যারা আগে আপডেট করেননি, একবারও, তাদের বেলায় প্রায় দেড় জিবি অর্থাৎ 1.5 GB পরিমাণ আপডেট করতে হবে। যারা আগে আপডেট করেছেন, তাদের বেলায় অল্প। আইফোন ৪ এস-এর পরের সকল ভার্সনেই আইওএস ৮ এর কোনোনা কোনো ভার্সনে আপডেট করতে পারবেন।
যারা আইফোন ৬ বা ৬ প্লাস ব্যবহার করছেন, তারা খুব সহজে রিদ্মিক দিয়ে বাংলা লিখতে পারবেন। তাদেরটি আগে থেকেই আইওএস ৮-এ আপডেট করা। অভ্র স্টাইলে এই কীবোর্ডের লে-আউট ডিজাইন করা হয়েছে। কিন্তু যারা আইফোন ৪ এস থেকে আইওএস ৮ - এ আপডেট নিয়েছেন, তাদের বেলায় রিদ্মিক ভালো কাজ করবে না। লেখা যায় না, ভেঙ্গে যায়, কেটে যায় লেখা। আপনাদের ডিভাইসের জন্য রিদ্মিকের পরবর্তি সংস্করনের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে আপনাদের হতাশ হবার দরকার নেই। পড়তে থাকুন। তবে সবাই জেনে নিতে পারেন রিদ্মিক কিবোর্ড আইফোন বা আইপ্যাডে ব্যবহার করার উপায়। আইওএস ৮-এ আপডেটেড থাকতে হবে আপনার ডিভাইসকে। আপডেট করার পর, আইটিউনস-এ গিয়ে Ridmik Keyboard লিখে সার্চ দিতে পারেন। স্ক্রিনশট সহ আরও বিস্তারিত জানতে, দেখে নিতে পারেন, এই পদ্ধতি - Write Bangla in iPhone with Ridmik Keyboard