এই গল্পে ভালোবাসা নেই’-এর শুটিং শেষ






শেষ হল এই গল্পে ভালোবাসা নেই সিনেমার শুটিং। ‘যে গল্পে ভালোবাসা নেই, খুজেছি প্রেম সেখানেই’ শিরোনামের গানটির দৃশ্যধারণের মধ্য দিয়ে সিনেমাটির ‘ক্যামেরা ক্লোজ’ করা হয়েছে শুক্রবার, ২১ নভেম্বর।

নির্মাতা সূত্রে জানা গেছে, কক্সবাজারের সমুদ্র সৈকতে গানটির দৃশ্য ধারণ করা হয়। এতে অংশ নেন ছবিটির নায়ক সুমিত ও নায়িকা তানহা মৌসুমী। সিনেমাটি পরিচালনা করছেন রয়েল খান।
এতে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা দিতি, আবুল হোসেন মজুমদার, শিরিন বকুল, মিশা সওদাগর, জিয়া প্রমুখ।
এ বিষয়ে রয়েল খান রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ করলাম আজই। রাতেই শুটিং টিম ঢাকায় ফিরবে। এখন সম্পাদনার কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়া হবে।’
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমস আনলিমিটেডের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘এই গল্পে ভালবাসা নেই’। দুইটি দাম্ভিক পরিবার নিয়ে সিনেমার গল্প। একটি চৌধুরী পরিবার, অন্যটি খান পরিবার। কক্সবাজার, পুবাইল, টাঙ্গাইল জমিদার বাড়িসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং করা হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেন শওকত আলী ইমন।

Related Post:

  • আপনার প্রিয় ল্যাপটপ পরিষ্কার করতে আপনাকে যা করতে হবে---ল্যাপটপ কিছুদিন ব্যবহার করলেই তা ময়লা হয়ে যায়। এতে ল্যাপটপটি দেখতে যেমন খারাপ হয় তেমন তা অস্বাস্থ্যকরও হয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তির জন্য ল্যাপটপটি নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। আর এ জিনিসটি পরিষ্কার করার জন্য প্রয়োজন কিছু সতর্কতা। উপকরণ: ল্যাপটপ পরিষ্কার করার জন্য যেসব উপাদান লাগবে সেগুলো হল- ১. নরম কাপড় ২. হালকা ডিশ ডিটারজেন্ট ৩. কমপ্রেসড বাতাসের ক্যান ৪. আ… Read More
  • এন্ড্রএড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুনএন্ড্রএড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুনএই পোস্টটি আমি আগেও দিয়েছিলাম কিন্তু সমইয়ের অভাবে বিস্তারিত লিখতে পারি নাই । আজকে বিস্তারিত লিখছি।আজকে আপনাদেরকে ফ্রি কল করার জন্য একটি এন্ড্রয়েড সফটওয়ার দেব যা দিয়ে আপনি দেশের যে কন অপারেটরে কল করতে পারবেন এবং আপনার নম্বরের যায়গায় বিদেশি নম্বর উঠবে।আপনারা ভাবছেন viber skype দিয়েও তোএটা করা যায় ।না এটা এদের মত নয়… Read More
  • ডাউনলোড করে নিন Uniblue DriverScanner 2015 সঙ্গে Serial Key [আপনাকে আর পিসি ড্রাইভার খুজতে হবে না] Automatic আপনি আপনার PC Driver পেয়ে যাবেন,একটা সফটওয়্যার নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি সফটওয়্যারটি সবাই ব্যাবহার করবেন এবং এই সফটওয়্যারটি সবার কাজে লাগবে। সফটওয়্যারটির নাম হলঃ Uniblue DriverScanner 2015। এই সফটওয়্যারটি ফ্রী পাওয়া যায় আবার টাকা দিয়ে কিনা যায়। আমি আপনাদের পেইড ভার্সন তাই দিব। চলুন নিচে সফটওয়্যারটি সম্পর্কে কিছু জেনে নেই...... Uniblue DriverScanner 2015 এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনা… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment