এই গল্পে ভালোবাসা নেই’-এর শুটিং শেষ






শেষ হল এই গল্পে ভালোবাসা নেই সিনেমার শুটিং। ‘যে গল্পে ভালোবাসা নেই, খুজেছি প্রেম সেখানেই’ শিরোনামের গানটির দৃশ্যধারণের মধ্য দিয়ে সিনেমাটির ‘ক্যামেরা ক্লোজ’ করা হয়েছে শুক্রবার, ২১ নভেম্বর।

নির্মাতা সূত্রে জানা গেছে, কক্সবাজারের সমুদ্র সৈকতে গানটির দৃশ্য ধারণ করা হয়। এতে অংশ নেন ছবিটির নায়ক সুমিত ও নায়িকা তানহা মৌসুমী। সিনেমাটি পরিচালনা করছেন রয়েল খান।
এতে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা দিতি, আবুল হোসেন মজুমদার, শিরিন বকুল, মিশা সওদাগর, জিয়া প্রমুখ।
এ বিষয়ে রয়েল খান রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ করলাম আজই। রাতেই শুটিং টিম ঢাকায় ফিরবে। এখন সম্পাদনার কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়া হবে।’
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমস আনলিমিটেডের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘এই গল্পে ভালবাসা নেই’। দুইটি দাম্ভিক পরিবার নিয়ে সিনেমার গল্প। একটি চৌধুরী পরিবার, অন্যটি খান পরিবার। কক্সবাজার, পুবাইল, টাঙ্গাইল জমিদার বাড়িসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং করা হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেন শওকত আলী ইমন।
  • 0Blogger Comment
  • Facebook Comment