গোপন ক্যামেরায় বন্দী ‘ঘনিষ্ঠ’ রণবীর-ক্যাট!






যত দিন যাচ্ছে রণবীর কাপুর এবং এবং ক্যাটরিনাকে নিয়ে বলিউড সিনেমার ভক্তদের আগ্রহ যেন বেড়েই চলেছে। তাদের সম্পর্ক নিয়ে ক্যাটরিনা মাঝে মধ্যে দু-একটি কথা বললেও রণবীর সবসময়ই চুপ থেকেছেন। তাই তাদের নিয়ে প্রকৃত ঘটনা জানতে সংবাদমাধ্যমগুলো সবসময়ই চেষ্টা চালিয়ে গেছে। সাংবাদিকরা এবার এ লাভ বার্ড জুটিকে একসঙ্গে ক্যামেরাবন্দী করেছেন থাইল্যান্ডে।

আগেই জানা গিয়েছিল এবার দিওয়ালিতে একসঙ্গে কাটাবেন রণবীর এবং ক্যাটরিনা। তবে এটা তাদের নিজেদের পরিকল্পনা থেকে নয়। রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত জাজ্ঞা জাসুস সিনেমার শুটিং করতেই থাইল্যান্ড গেছেন বলিউডের আলোচিত এ জুটি। সেখানে তাদের দেখা গেছে ঘনিষ্ঠভাবে ঘোরাফেরা করতে। তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

Related Post:

  • অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে টাকা উপার্জন করুন ১০০% কার্যকর আমি আজকে জানাবো কিভাবে আমরা Android মোবাইল ব্যবহার করে টাকা আয় করতে পারি । ১. যাদের Android Mobile আছে তাদের জন্য । প্রথমে Android Mobile দিয়ে  Money Machines  Apps টা Download করুন । মোবাইল এ ইন্সটল করার পর তা start করুন । Apps টা start করার পর সেটা আপনার Email ID দিয়ে Log in করুন । Log in করার পর একটা মেসেজ বক্স আসবে Email এ. কোড টা দিয়ে দিন এবং ok করু… Read More
  • লিঙ্ক বিল্ডিং এর জন্য ১০০ টি Web 2.0 সাইট সংগ্রহে রাখুন ।সবাই কেমন আছেন ? আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা SEO সম্পর্কে মুটামুটি হলেও জানি । আর SEO এর লিঙ্ক বিল্ডিং এর একটা সেকশন হচ্ছে Web 2.0 বেকলিঙ্ক করা । যারা লিঙ্ক বিল্ডিং এর কাজ করে তারা ভাল করেই জানেন এ web 2.0 বেকলিঙ্ক কতটা জরূরি কিওয়ার্ড SERP এর ক্ষেত্রে । তাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম কিছু হাই পেজ রেঙ্কের web 2.0 সাইট । ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।URLPRLINK T… Read More
  • অ্যাডসেন্স থেকে আয়ের সেরা ১০ কৌশলব্লগ থেকে আয়ের অন্যতম মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স। বিশ্বব্যাপী লাখ লাখ ওয়েব মাস্টার অ্যাডসেন্সের মাধ্যমে আয় করছেন। তাদের মধ্যে অনেকেই সফল এবং আয়ের পরিমান ভালো। তাদের সফলতার পেছনে রয়েছে বেশি কিছু কৌশল।   এ ক্ষেত্রে সফলরা গুগল অ্যাডসেন্স থেকে আয়ের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে, এগুলো মানলে  ভালো আয় করা সম্ভব। গুগল অ্যাডসেন… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment