Hasband & wife




বিয়ের পর স্বামী স্ত্রী কবিতার মাধ্যমে ঝগড়া করছেঃ
স্বামীঃ আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
আগে জানলে আনতাম না ঘরে এমন ঝগড়াটে বউ।।
স্ত্রীঃ নোটন নোটন পায়রা গুলি
ঝোটন বেঁধেছে ,
আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?
স্বামীঃ ঐ দেখা যায়
তালগাছ
ঐ আমাদের গাঁ,
বিয়ের
আগে লক্ষী মেয়ে,
কিছুই চাইতো না।
স্ত্রীঃ হাড়- কিপ্টা………।
স্বামীঃ আয় ছেলেরা আয়
মেয়েরা
ফুল তুলিতে যাই,
বিয়ের পরে এখন
শুধু
করে যে খাই খাই।।
স্ত্রীঃ ছিপখান তিন দাঁড়
তিন জন মাল্লা,
কি আছে কপালে জানেন
শুধু আল্লাহ।।
স্বামীঃ ভোঁর হল দোড় খোল
খুকুমনি উঠোরে,
ভালো যদি না লাগে বাপের
বাড়ী ছোটরে।।
স্ত্রীঃ আগডুম বাগডুম
ঘড়ারডুম
সাঁজে,
আগে বুঝি নাই
তুমি এত বাজে।।
স্বামীঃ আয়
বৃষ্টি ঝেঁপে ধান
দিবো মেপে,
আর
বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।।
স্ত্রীঃ আগে কি বলতে মনে আছে ??
পূরণ করতে তোমার মনের সাধ,
আকাশ থেকে আইনা দিমু
চাঁদ।।
এখন বাজার থেকে শাড়ি আনাও
বাদ, কে জানত আগে,
প্রেমে এত খাঁদ।

Related Post:

  • PC কে করে নিন আরও গতিময় আরও ইজি Advanced System Care এর মাধ্যমে।।Advanced SystemCare Ultimate 8 With Crack Advanced SystemCare provides automated and all-in-one PC care service with Malware Removal, Registry Fix, Privacy Protection, Performance Tune-up, and System Cleaning capabilities. It also creates superior and safer online experience with the latest Surfing Protection and Internet Boost technolog… Read More
  • Paidverts সাইট থেকে ডলার হাতে পাইলাম, চাইলে আপনিও কাজ করে ডলার আয় করতে পারেন দিনে ১০-১৫ ডলার $$$$PTC নাম শুনে আবার ভয় পেয়েন না নিচের সম্পূর্ণ লেখাটি পড়েন তাহলেই বুজতে পারবেন। **** আপনারা এখান থেকে দিনে ১০-১৫ ডলার ইনকাম করতে পারবেন যদি সময় নিয়ে কাজ           করতে  পারেন কাজ শুরু করার ১-১.৫ মাস পর থেকে ১০-১৫ ডলার ইনকাম করতে পারবেন          এবং যত দিন যাবে আপনার ইনকাম বারবে।।১… Read More
  • কম্পিউটার বারবার রিস্টার্ট নিলে যা করবেন কম্পিউটারে জরুরী কোনো কাজ করার সময় যদি কম্পিউটার রিস্টার্ট নেয় তাহলে বিরক্তির শেষ থাকে না। আবার বারবার পিসি রিস্টার্ট নিলে পিসিতে কাজ করাও সম্ভব হয় না। এর ফলে জরুরী ফাইল নষ্ট হয়েও যেতে পারে। বারবার পিসি রিস্টার্ট নেবার কারণ না জানার চেষ্টা করে কিংবা সমস্যার সমাধান না করে জোর করে পিসি অন রাখার চেষ্টা করলে হার্ডওয়্যার পুড়ে যাওয়াসহ অনেক বড় ক্ষতির আশঙ্কা&… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment