<>এক ভাবীর কাহিনী <>


<>এক ভাবীর কাহিনী <>
তার স্বামী প্রতিদিনের মত নয়টায়
অফিসে চলে যায় । এক দিন সে 9 টায়
অফিস চলে যায় ।কিন্তু তার মুড
রোমানটিক থাকায় সে সাড়ে নয়টায়
ফিরে আসে ।দরজাটা খোলাই
ছিল ,তার স্ত্রী বসে টিভি দেখছিল
।পেছন থেকে তার স্ত্রীকে চোখ
বুঝে ধরে তার স্বামী আর
তাকে জিগেস করে বলতো কে ?
তার
স্ত্রী প্রথমে তার বাহু তে হাত দেয়
আর বলে কে সিকিউরিটি গার্ড ,তার
স্বামী টাসকি খেয়ে আকাশ
থেকে পড়ে আবার সে জিগেস
করে বলতো কে ?
এবার তার স্ত্রী তার
বুকে হাত দেয় ও
হেসে দিয়ে বলে কে দুধ ওয়ালা ।
তার স্বামী এবার 1ST স্ট্রোক করে ।
কষ্টে তবুও আবারো জিগেস
করে বলতো কে ?তার স্ত্রী এবার
ভালো করে চেনার চেস্টা করে চুল
ঘরে ,হাত ঘরে পিঠ ঘরে ,মুখে হাত
দেয় এবার খুব খুশি হয়ে বলে ও
বুঝতে পেরেছি পোস্টম্যান ।
তার
স্বামী এবার স্ত্রীর চোখ
ছেড়ে দিয়ে বলে আর বলিস
না কলংকিনি!আর বললে আমি দ্বিতীয়
বারের মত স্ট্রোক করব ।
  • 0Blogger Comment
  • Facebook Comment