ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য BBC জানালার চমত্কার কিছু ইংরেজি কোর্স

ইংরেজিতে আপনার দক্ষতা বৃদ্ধির জন্য আমরা শুরু করছি চমত্কার কিছু ইংরেজি কোর্স। ইন্টারনেটে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি খুব সহজেই এই কোর্সগুলোতে অংশ নিতে পারবেন এবং কোর্স শেষে আপনার কোর্স রিপোর্ট বা কোর্স সমাপনী পত্র প্রিন্ট করতে পারবেন।

কোর্সগুলোর বিস্তারিত জেনে নিন


ইংরেজি কোর্সগুলোতে থাকছেঃ
  • সহজ ধাপে ও বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ
  • প্রতিদিন ইংরেজি চর্চার জন্য সাহায্যকারী লেসন
  • আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে যোগাযোগের কৌশল
মুলত নতুন শিক্ষার্থীদের জন্য কোর্স-এক-এর লেসনগুলো তৈরি করা হয়েছে।
অন্যান্য কোর্সগুলো পর্যায়ক্রমে শুরু হবে।

কোর্স-এক-এর বিস্তারিত

  • এই কোর্সে থাকছে ছয়টি বিষয়। প্রতিটি বিষয়ে থাকছে চারটি করে চ্যাপ্টার ও চারটি কুইজ।
  • কুইজের ফলাফল ভালো করার জন্য থাকছে একাধিক সুযোগ।
  • আপনার চর্চার জন্য থাকছে মজার গেম, অনুশীলনী এবং আরও অনেক কিছু ডাউনলোডের সুযোগ।
  • প্রতিটি বিষয় সম্পন্ন করার পর পাবেন একটি টপিক রিপোর্ট বা বিষয় সমাপনী পত্র।
  • ছয়টি বিষয় সম্পন্ন করার পর আপনি প্রিন্ট করতে পারবেন আপনার কোর্স রিপোর্ট বা কোর্স সমাপনী পত্র।

কোর্সটি যেভাবে করবেন

প্রতি সপ্তাহে একটি করে চ্যাপ্টার সম্পন্ন করতে পারলে পুরো কোর্সটি সম্পন্ন করতে আপনার ছয় মাস সময় লাগবে।

আপনি যদি সাইন আপ করেন

  • এই কোর্সে আপনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন
  • সরাসরি পরবর্তি লেসনে যেতে পারবেন
  • ইংরেজি চর্চার জন্য একাধিক সুযোগ পাবেন

আপনি যদি সাইন আপ না করেন

সাইন আপ না করেও আপনি এই কোর্সে অংশ নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন না এবং কোনো টপিক রিপোর্ট ও কোর্স রিপোর্ট প্রিন্ট করতে পারবেন না।

এই কোর্সে আপনার ফলাফল যাচাই করুন

সহজেই পারবেন!
১. সাইন আপ করুন
২. সরাসরি পরবর্তি লেসনে যান
৩. কুইজের ফলাফল যাচাই করুন
৪. কোর্স সম্পন্ন করুন এবং আপনার কোর্স রিপোর্ট প্রিন্ট করুন
এখনই সাইন আপ করুন

বিবিসি জানালা এবং ইংলিশ ইন অ্যাকশন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার একটি প্রকল্প ইংলিশ ইন অ্যাকশন-এর সহায়তায় বিবিসি মিডিয়া অ্যাকশন ‘বিবিসি জানালা’ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
এই ওয়েবসাইটটি একটি বহুমুখী প্রকল্পের অংশ যার লক্ষ্য ইংরেজি ভাষায় বাংলাদেশের আড়াই কোটি মানুষের দক্ষতা বৃদ্ধি করা।

Related Post:

  • বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের ১০ উপায়(কপি+পেষ্ট পোষ্ট, মূল লিংক পোষ্টের শেষে)তুমি কি বাংলাদেশে থাকো? তুমি কি অনলাইনে আয় রোজগারের সঠিক উপায় খুঁজছো? তাহলে, আমার এই নিবন্ধটি পড়ো। এটি তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে কারণ, অনলাইনে যে কিভাবে ঘরে বসে অনেকভাবে অর্থ উপার্জন করা যায়, তা এই নিবন্ধ পড়লে তুমি জানতে পারবে। আমি তোমাকে বলে রাখতে চাই যে, অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু … Read More
  • ফ্রী তে অ্যাড দিন Google AdWords এ।আজ কে আমি আপনাদের সাথে আরো নতুন একটি খবর শেয়ার করব। google adwords সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। google adsense থিকে আমরা টাকা পাই তাদের অ্যাড আমাদের সাইট এ দিয়ে। এবং google adwords আমরা টাকা দিয়ে অ্যাড দেই আমাদের সাইট এর জন্য। আমরা সবাই ভাল মত জানি google adwords টাকা ছাড়া আমাদের অ্যাড দেয় না। কিন্তু কিছু দিন আগে আমি আমার নতুন সাইট http://www.LiveOnlineRadio.n… Read More
  • রিরাইটিং ফ্যিল্যান্সিং কাজকিছুদিন আগে আরটিকের রি-রাইটিং একটা কাজ পাই, সেক্ষেত্রে বায়ার আমাকে রিমোট ডেস্কটপ শেয়োর দেয় এবং একট সফটওয়্যার ইউস করতে হয়। সফপওয়্যার হলো আরটিকেল স্পিনার। এই সফটওয়্যার কাজ হলো সিনো্নিইমস চেন্জ করা। SEO এর কাজের জন্য ইউনিক আরিটেকল প্রয়োজন। আপনার ইউনিক আরিটেকল হলে সাইট ইনডেক্ক্য দুত হবে। এর জন্য রি রাইটিং এর কাজ করতে পারেন। আপনারা আরটিকেল চেন্জার সাহায়্য নিতে পারেন। ক… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment