ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য BBC জানালার চমত্কার কিছু ইংরেজি কোর্স

ইংরেজিতে আপনার দক্ষতা বৃদ্ধির জন্য আমরা শুরু করছি চমত্কার কিছু ইংরেজি কোর্স। ইন্টারনেটে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি খুব সহজেই এই কোর্সগুলোতে অংশ নিতে পারবেন এবং কোর্স শেষে আপনার কোর্স রিপোর্ট বা কোর্স সমাপনী পত্র প্রিন্ট করতে পারবেন।

কোর্সগুলোর বিস্তারিত জেনে নিন


ইংরেজি কোর্সগুলোতে থাকছেঃ
  • সহজ ধাপে ও বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ
  • প্রতিদিন ইংরেজি চর্চার জন্য সাহায্যকারী লেসন
  • আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে যোগাযোগের কৌশল
মুলত নতুন শিক্ষার্থীদের জন্য কোর্স-এক-এর লেসনগুলো তৈরি করা হয়েছে।
অন্যান্য কোর্সগুলো পর্যায়ক্রমে শুরু হবে।

কোর্স-এক-এর বিস্তারিত

  • এই কোর্সে থাকছে ছয়টি বিষয়। প্রতিটি বিষয়ে থাকছে চারটি করে চ্যাপ্টার ও চারটি কুইজ।
  • কুইজের ফলাফল ভালো করার জন্য থাকছে একাধিক সুযোগ।
  • আপনার চর্চার জন্য থাকছে মজার গেম, অনুশীলনী এবং আরও অনেক কিছু ডাউনলোডের সুযোগ।
  • প্রতিটি বিষয় সম্পন্ন করার পর পাবেন একটি টপিক রিপোর্ট বা বিষয় সমাপনী পত্র।
  • ছয়টি বিষয় সম্পন্ন করার পর আপনি প্রিন্ট করতে পারবেন আপনার কোর্স রিপোর্ট বা কোর্স সমাপনী পত্র।

কোর্সটি যেভাবে করবেন

প্রতি সপ্তাহে একটি করে চ্যাপ্টার সম্পন্ন করতে পারলে পুরো কোর্সটি সম্পন্ন করতে আপনার ছয় মাস সময় লাগবে।

আপনি যদি সাইন আপ করেন

  • এই কোর্সে আপনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন
  • সরাসরি পরবর্তি লেসনে যেতে পারবেন
  • ইংরেজি চর্চার জন্য একাধিক সুযোগ পাবেন

আপনি যদি সাইন আপ না করেন

সাইন আপ না করেও আপনি এই কোর্সে অংশ নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন না এবং কোনো টপিক রিপোর্ট ও কোর্স রিপোর্ট প্রিন্ট করতে পারবেন না।

এই কোর্সে আপনার ফলাফল যাচাই করুন

সহজেই পারবেন!
১. সাইন আপ করুন
২. সরাসরি পরবর্তি লেসনে যান
৩. কুইজের ফলাফল যাচাই করুন
৪. কোর্স সম্পন্ন করুন এবং আপনার কোর্স রিপোর্ট প্রিন্ট করুন
এখনই সাইন আপ করুন

বিবিসি জানালা এবং ইংলিশ ইন অ্যাকশন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার একটি প্রকল্প ইংলিশ ইন অ্যাকশন-এর সহায়তায় বিবিসি মিডিয়া অ্যাকশন ‘বিবিসি জানালা’ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
এই ওয়েবসাইটটি একটি বহুমুখী প্রকল্পের অংশ যার লক্ষ্য ইংরেজি ভাষায় বাংলাদেশের আড়াই কোটি মানুষের দক্ষতা বৃদ্ধি করা।

Related Post:

  • ডাউনলোড করুন Adobe Reader PDF এবং Adobe Flash Player Latest 2015আমি আপনারদের মাঝে আগেও অনেক সফটওয়্যার নিয়ে এসেছিলাম আজ ও দুইটি সফটওয়্যার নিয়ে আসলাম। এই সফটওয়্যার ২টি আপনারা সবাই ব্যাবহার করেছেন বা করেন। সফটওয়্যারটির নাম হলঃ Adobe Reader 11.0.10 PDF File Reader Software এবং Adobe Flash Player 16.0.0.235 Full। চলুন দেখে নেই সফটওয়্যার ২টির কাজ … Adobe Reader 11.0.10 PDF File Reader Software – Adobe Reader জনপ্রিয় মুক্ত সফ… Read More
  • অপারেটিং সিস্টেম থাকা অবস্থার তৈরীকৃত অতিরিক্ত ড্রা্‌ইভ ডিলেট করুন খুব সহজেআমি দেখাবো কীভাবে অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় তৈরীকৃত অতিরিক্ত ড্রাইভ ডিলেট করবেন? আমার এর আগের টিউনে দেখিয়েছিলাম কীভাবে উইন্ডোজ থাকা অবস্থায় হিার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন। এখন কথা হলো মনে করেন কারো তৈরীকৃত অতিরিক্ত ড্রা্‌ইভ  লাগবে না।তখন কি করবেন? হ্যা এরকম সমস্যার সমাধান ও আছে।্রজন্য আপনি যে ড্রাইভটি অতিরিক্ত তৈরী করছেন, ঐটাকে ডিলট করতে হবে।এজন্য এভা… Read More
  • যেভাবে হবে আপনার ফেসবুক পেইজটি “ভেরিফাইড”ফেসবুকে একটা পেইজ খোলা কোন ব্যাপারই না সময় লাগে কয়েক সেকেন্ড। আর যাদের একটু বড় পেইজ আছে, তারা সবাই চান নিজেদের পেইজগুলো যেন একটু ভেরিফাই হয়ে যায়। তো, কিভাবে করবেন আপনার ফেসবুক পেইজকে ভেরিফাইড। সত্যি কথা বলতে ফেসবুকে পেইজ ভেরিফাই করার জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই বা কোন বিশেষ স্থান নেই যেখানে গিয়ে আপনি আপনার সাধের পেইজটি ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন। কেউ যদি… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment