কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে পিসির নিরাপত্তা দিন

কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে আমরা উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙ্গা যায় সহজে। কিন্তু উইন্ডোজে যদি ইউজার পাসওয়ার্ড ছাড়াও  আরেকটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় তাহলে কেমন হয়! উইন্ডোজর চালু হবার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়। এটাকে স্টার্টাআপ পাসওয়ার্ড বলে।
windows_security_200_200
স্টার্টাআপ পাসওয়ার্ড সেট করতে
>স্টার্ট
> রানে (Windows+R চেপে) গিয়ে syskey লিখে এন্টার করুন, তাহলে Security the Windows Account Database ডায়ালগ বক্স আসবে।
>এখানে Encryption Enabled চেক রেখে Update বাটনে ক্লিক করুন তাহলে Startup Key ডায়ালগ বক্স আসবে।
>এবার Password Startup চেক করে স্টার্টআপ পাসওয়ার্ড দিয়ে Ok করুন।
>তাহলে পাসওয়ার্ড সেট হবে এবং নিশ্চিতকরন বার্তা আসবে।
>এখন থেকে কম্পিউটার চালু করলে লগইন স্ক্রিন আসার আগেই স্টার্টআপ পাসওয়ার্ড ডায়ালগ বক্স আসবে।
>এখানে পাসওয়ার্ড না দিলে লগইন স্ক্রিন আসবে না। আর বিকল্প পথে উইন্ডোজে প্রবেশ করা যাবে না।
পাসওয়ার্ড মুছে ফেলতে হলে
>Security the Windows Account Database ডায়ালগ বক্স থেকে Update বাটনে ক্লিক করে কেনা পাসওয়ার্ড না লিখে Ok করুন।
>এবার পূর্বের পাসওয়ার্ড লিখে Ok করলেই হবে।

Related Post:

  • ডাউনলোড করে নিন ২০১৩ সালের Latest version SpeedUpMyPC 2013 5.3.3.0 Final serial সাথে কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার ।আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি। আমরা জানি তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমবর্ধমা… Read More
  • http://forum.mt5.com/index.php?referrerid=14475http://forum.mt5.com/index.php?referrerid=14475… Read More
  • ঘরে বসে আয় করুন মাসে ২০-৩০ হাজার টাকা । আয়ের সম্ভাবনা ১০০%বর্তমানে বাংলাদেশী কর্মীরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ কোটি ডলার আয় করছে। আউটসোসিংয়ে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। তাই এ সম্ভাবনাকে কাজে লাগানোর এটাই মোক্ষম সময়। যে কেউ চাইলে ঘরে বসে মাসে ২০-৩০ হাজার টাকা আয় করতে পারবেন। আপনার শুধুমাত্র একটি কম্পিউটার, ইন্টারনেট কানেকশন ও ইংরেজীতে সামান্য দক্ষ হলেই চলবে! আমরা আপনাকে যা যা দরকার সব শিখিয়ে দিব। আয়ের সম্ভ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment