বাংলা ওয়েবসাইটে এডসেন্স এর বস ! $$ আসবেই ! ১০০% পরিক্ষীত

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন ।
প্রতিদিনের মত আজও আপনাদের পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে সহায়ক এমন নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
গত পোস্টে আপনারা জেনেছেন কীভাবে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা জানবো বাংলা ওয়েবসাইট এর বিজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত । আমরা সবাই গুগল Adsence এর এড পাওয়ার জন্য চেষ্টা করে থাকি।
কিন্তু দুঃখের বিষয় হল আন্তর্জাতিক মাতৃভাষা হওয়া সত্তেও গুগল Adsence বাংলা ভাষার ওয়েবসাইট সাপোর্ট করে না, তাই আমি Adsence না বলে Bad sencs বলতেই ভালবাসি ।
যাইহোক, গুগল adsence এর চেয়ে দুইটি ভাল এড কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব। যা দিয়ে adsence এর থেকে ভাল আয় করতে পারবেন।
নিম্নে বাংলা সাপোর্টকারি এড কোম্পানিতে আপনার একাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দিলাম
Chitika ad Link

Clicksor ad link
এই কোম্পানি দুটির সবচেয়ে বর সুবিধা হল এক পেজ এ আপনি একাধিক কোম্পানির এড ব্যবহার করতে পারবেন । এমনকি এডসেন্স এর পাশাপাশি এই এড গুলো ব্যবহার করা যায়।
$$ দুই কোম্পানি থেকে মাসে ২ বার অর্থাৎ ১৫ দিন পর পর টাকা তোলা যায় ।
আর টাকা তোলার জন্য আপনাকে কোন কষ্ট করতে হবে না , তারা চেক আপনার বাসার ঠিকানায় চলে আসবে,
অথবা পেপাল ব্যবহার করতে পারেন টাকা তোলার জন্য ।
আমার এই পোস্ট লিখার কারন বাংলা সাইটের অ্যাডমিন দের আয় বাড়ানোতে সাহায্য করা , কারন
আয় যত বেশি হবে, ওয়েবসাইট এর মান তত বারবে। আমরা এভাবে আমাদের বাংলা কে আর উপরে নিয়ে যাব।
আর আমরা যারা কোন ওয়েবসাইট এর অ্যাডমিন না আসুন তারা বাংলা সাইট গুলোকে সাপোর্ট করি ।তাদের এড গুলোকে অবহেলা না করি ।
আপনার যেকোন প্রয়োজন জানাতে দ্বিধা করবেন না ।
কমেন্ট করুন সবাইকে অনেক ধন্যবাদ ।
আগামিকাল ইনশাল্লাহ নতুন কোন পড়াশোনা বিষয়ক পোস্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ ।

Related Post:

  • Craigslist এর PVA এবং IP এর দারদাম সম্পর্কেপ্রথমে আমার সালাম নিবেন। আশা করি সবাই ভাল আছেন। আমরা যারা cl এর কাজ করি। আমরা অনেকেই জানি না যে PVA and Ip এর দাম। তাই আজকে এর দর দাম তুলে ধরা হল।প্রথমে ip এর দাম তুলে ধরলাম।Ip একটা আছে ১৪ থেকে ১৫ দিন life time তার দাম হল $35 এবং এটা থেকে প্রতিদিন ২০ টা করে Ip use করা যাবে।Ip একটা আছে এটাও ১৪ থেকে ১৫ দিন life time তার দাম হল $৬০ এবং প্রতিদিন ৬০ টা করে Ip use করা যাব… Read More
  • আপনার সাইট বা যে কুন কিছুর জন্য এ্যাড দিন ফ্রিতেআচ্ছা যাই হক কাজের কথায় আসি।এডভেডাইস এমন একটা জিনিস যা আপার পন্য বা সাইটের তাড়াতাড়ি জনপ্রিয় করে তুলে আপনি যত এড দিবেন তত আপনার জিনিসটা জনপ্রিয় হবে।যাই হক আমি শিরনামেই বলছি যে ফ্রিতে এড দেয়ার কথা।এখন আবার এড দেয়ার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ওয়েব ফেইজ গুলা।আমি আপনাদের এমন একটা সাইটের bdsolved.tkকথা বলব যেখানে আপনার সাইটের বা পন্যর এড দিতে পারেন সম্পুন্ন ফ্রিতে।আপনাদের … Read More
  • পেনড্রাইভে পাসওয়ার্ড দিন যেন আপনার পেনড্রাইভ অন্য কেউ ব্যবহার করতে না পারে।পেনড্রাইভ বা মেমোরি কার্ডে অনেক জরুরি ও গোপন ফাইল থাকে। পেনড্রাউভটি অন্য কেউ ব্যবহার করতে গিয়ে এসব জরুরি বা গোপন ফাইলের ক্ষতি করতে পারে। এতে পাসওয়ার্ড ব্যবহার করে এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেনড্রাইভে পাসওয়ার্ড ব্যবহারের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তাই অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করতে হয়। এমন সফটওয়্যারের অধিকাংশই টাকা দিয়… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment