আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আজ এমন একটা বিষয় নিয়ে টিউন করলাম । যা কম বেশী সবার উপকার আসবে।
টাকাই সব! আর তাই আমি অনলাই আয়ের চেষ্টা করেছি। একটি বিস্বস্ত আর ভাল সাইট পেতে আমি প্রথমত বেশ কিছু বাঙলাদেশি সাইট ভিজিট করি। কিন্তু নতুনদের জন্য কোন বাংলা সাইট পেলাম না যেখান থেকে শুরু করতে পারি।বেশির ভাগই রেফারাল দিয়ে রেখেছে ফেক সাইটের। গত দুই মাস ধরে আমি খুজছি যে আমার সাধ্যের মধ্যে কাজ পাওয়া যায় এমন সাইটের যেখানে পরিশ্রম করে আমি আয় করতে পারব। আপনারা জেনে থাকলে আমাকে মন্তব্য দিয়ে জানান।
হ্যাঁ আপনারা MICROWORKERS.COM এর কথা বলতে পারেন কিন্তু সেখানে পর্যাপ্ত কাজ নেই।গত দুই মাসে আমি মাত্র ৩ ডলার আয় করতে পেরেছি। আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি কিন্তু সেখানে কাজ করার মত পর্যাপ্ত কাজ নেই। আমি এখনও সার্চ করেই যাচ্ছি একটা ভাল আয় করার সাইটের জন্য। যেখানে আমি সবসময় কাজ করতে আর আয় করতে পারব।
কিন্তু আমি জানি অংসখ্য আর অসংখ্য সাইট আছে কাজ করার কিন্তু এগুলো Trusted নয়। তাই আমার নিশ্চিত হওয়া প্রয়োজন যে সাইটি Trusted. তাই আমি নিচের সার্ভিসটি ব্যবহার করি সাইট সম্পর্কে জানার জন্য, সাইটের owner, suspicious কিনা, কোথায় সার্ভার ইত্যাদি। যার মাধ্যমে আমি বুঝতে পারি সাইটি Trusted কিনা। আপনিও ট্রাই করে দেখুন কাজে লাগবে।
এইসব সাইটে গেলে হাজার হাজার ফ্রড সাইটের লিষ্ট পাবেন,সেই সাথে প্রতারিত ইউজারের রিভিউ সহ। এছাড়া ভাল ও বিশ্বাসযোগ্য টাকা আয়ের ওয়েবসাইট গুলার লিংক রিভিউ সহ পাবেন এই ওয়েবসাইট গুলোতে। আর মন্তব্যে দিবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।