ল্যাপটপ / ডেস্কটপের সকল ড্রাইভার সহজে ডাউনলোড করুন!!!

আস সালামু আলাইকুম কেমন আছেন সবাই ? অনেক ভাল তাই না? আমিও অনেক ভাল আছি। আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আমারা অনেক সময় কম্পিউটার এর সকল ড্রাইভার হারিয়ে ফেলি , তাছাড়া  নতুন ল্যাপটপ কিনলে  প্রায়ই তার  ড্রাইভার এর ব্যাকআপ থাকেনা। সেই কারনে ল্যাপটপে সাধারনত উইন্ডোজ ৭ এর পরিবরতে উইন্ডোজ এক্সপি ইন্সটল  করতে  পারি না । আর উইন্ডোজ এক্সপি ইন্সটল  করলেও  ড্রাইভার না থাকার ফলে ল্যাপটপে সাউন্ড আসেনা। তাই আমি একটি ছোট একটি সফটওয়্যার শেয়ার করব ।যেটা খুব কাজ দিবে । এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের কনফিগার এবং  ড্রাইভার ডাউনলোড করা যাবে।

এখান থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।এরপর সফটওয়্যারটি ওপেন করার পর , যেই ড্রাইভার টি আপনার দরকার  ৩ ডি চিপ থেকে তার উপর ক্লিক করলে মজিলা ফায়ার বক্স  এ একটা বক্স দেখা যাবে । সেখানে থেকে দুইটা অপশন থাকবে । একটি উইন্ডোজ এক্সপি,২০০০ এর জন্য এবং অপরটি  উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ৭ এর। আপনার দরকারীটার  উপর ক্লিক করলেই ড্রাইভার টি ডাউনলোড হবে। আর মাদারবোর্ড এর ড্রাইভার সাধারনত ৩০ থেকে ৫০ মেগাবাইট এর হয়।ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

Related Post:

  • ই-বুক বিক্রি করে অর্থ উপার্জনের ১০টি সাইট অনলাইন থেকে অর্থ উপার্জনের জন্য রয়েছে অসংখ্য উপায়। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য উপায় হচ্ছে ই-বুক বিক্রি করা। আপনি যদি কোন একটি প্রয়োজনীয় বিষয়ের উপর একটি বই লিখতে পারেন, তাহলে সেটি ই-বুক হিসাবে তৈরী করে অনলাইনে বিভিন্ন সাইটে বিক্রির জন্য রাখতে পারেন।এসব সাইটে প্রতিবার আপনার বই বিক্রি হলে আপনি নির্দিষ্ট হারে একটি কমিশন পাবেন। ই-বুক বিক্রি করার জন্য যে সাইট… Read More
  • ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধির ১০টি অসাধারণ টিপসভিজিটরই ওয়েবসাইটের প্রাণ। যে সাইটে ভিজিটর নেই সে সাইটের বস্তুতপক্ষে কোন মূল্যই নেই। তাইতো সারা বিশ্বব্যাপী ওয়েবসাইটে ভিজিটর আনয়নের জন্য চলে কত চেষ্টা তদবীর। সার্চ ইঞ্জিনসমূহে ওয়েবসাইটকে প্রথম পেজে রাখার জন্য তথা সাইটে ভিজিটর আনার জন্যই আমরা এসইও, এসইএম, এসএমএম ইত্যাদি করে থাকি। বন্ধুগণ আজ আমরা এগুলির আলোকেই ওয়েবসাইটে ভিজিটর ‍বৃদ্ধি করার কিছু টিপস আপনাদের… Read More
  • আয় করুন সাইটের ট্রাফিক থেকে অনলাইনে অর্থ উপার্জনের নানা উপায় রয়েছে। তন্মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইকমার্স ইত্যাদি। এগুলির মধ্যে ব্লগিংয়ের ক্ষেত্রে সাইটে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় করা যায় এটি আমরা সকলেই কম বেশি জানি। তবে আয় করতে হলে সাইটের ভিজিটরদের অবশ্যই ঐ বিজ্ঞাপনগুলিতে ক্লিক করতে হবে। তবে আজ আপনাদের সাথে আমরা এমন একটি পদ্ধতি শেয়ার করব যেখানে আপনি শুধুমাত্র আপনার সাইটে… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment