MoneyBookers একাউন্ট ভেরিফিকেশন এর সহজ কৌশল

মানিবুকার্স  এর অবস্থান পেপাল এর পরেই আর এর কারন মানিবুকার্স আমেরিকায় গ্রহনযোগ্য নয় । আমাদের দেশে পেপাল এলাউড নয় কিন্তু মানিবুকার্স  ব্যবহার করা যায় । কিন্তু মানিবুকার্স ভালভাবে ব্যবহার করতে গেলে আপনার এড্রেস অথবা  ব্যাংক একাউন্ট ভেরিফাইড হতে হবে।
আজ আমি দেখবো কিভাবে এড্রেস ও ব্যাংক একাউন্ট ভেরিফাইড করতে হবে। বাংলাদেশে এড্রেস ভেরিফাইড এর জন্য যে চিঠি আসে তা আসতে ১ থেকে ২ মাস লাগে আবার অনেক সময় আসেই না।  আবার  আমাদের দেশে  ব্যাংক থেকে মানিবুকার্স এ ডলার আপলোড ও করা যায় না।
এহ্মেত্রে আপনাকে যা করতে হবেঃ
মানিবুকার্স এর এই ইমেইল  এ মেইল করতে হবে merchantservices@moneybookers.com
Email subject must be: Manual Bank Account Verification
কিন্তু এর পূর্বে আপনাকে যা করতে হবে,
  • মানিবুকার্স এ আপনার ব্যাংক একাউন্ট এ্যাড করুন । অবশ্যই SWIFT code টিকভাবে লিখতে হবে।
  • মানিবুকার্সে এ প্রথমে আপনি 15$  এর নিচে এমাউন্ট আপানার ব্যাংক এ পাঠাতে পারবেন। যেমনঃ 14.99$
  • এটা আপানার ব্যাংক একাউন্ট এ আসতে ৪/৫ দিন লাগতে পারে।
  • আসার পর ব্যাংক থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে স্ক্যানিং করে নিন।
  • সাথে আপনার ন্যাশ্নাল আইডি টি ও স্ক্যানিং করে নিন।
তারপর merchantservices@moneybookers.com  ঠিকানায় নিচের মত করে মেইল করুন।
 এহ্মেত্রে আপনি তাদের নিচের লেখাটি আপনার মত করে লিখে পাঠাতে পারেন।
“I have an active Skrill (Moneybookers) account. My address have successfully verified (আর না হলে এটা লেখার প্রয়োজন নেই) . My bank account is Registered but not verified.I have successfully withdraw money via bank transfer last week Now I want to increase my outgoing transaction limit.
I live in Bangladesh. Bangladeshi bank does not allow to upload funds to Skrill (Moneybookers) account according to the Government rules. I have collected SWIFT Transaction report from my bank.”
সাথে নিচের জিনিস গুলো যুক্ত করুনঃ
Information:
1. MoneyBookers login email: xxxxxx@gmail.com
2. Customer ID: xxxxxxxx
3. My Date of Birth: xx April, xxxx
4. Email subject must be: Manual Bank Account Verification.
Attachment:
1. Scan copy of SWIFT Transaction report.
2. Scan copy of Bank Transaction Report.
3. Scan copy of International Passport. (If any)
4. Scan copy of Notional ID Card.
এরপর ৫/৭ দিন অপেহ্মা করুন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।
পোস্টি আপনার কাজে আসলে কমেন্টস করতে ও যেকোন প্রশ্ন করতে দেরী করবেন না।
  • 0Blogger Comment
  • Facebook Comment