ইংরেজি না জেনেও আরটিকেল রিরাইট করুন খুব সহজেই

আমরা অনেকেই ইংরেজিতে তেম দক্ষ নই। আরটিকেল লেখা ফ্রিল্যাসিং জগতে এক নতুন দিগন্ত। আরটিকেল লিখে আমরা আমরা ভাল টাকা ইনকামও করতে পারি। এমনকি যাদের ইংরেজি ব্লগ আছে তাদের জন্যও আরটিকেল লেখা একটি চেলেন্জ। ইংরেজিতে  ভাল দক্ষতা অর্জনের আগ পর্যন্ত আমরা নিচের পদ্ধতিতে আরটিকেল রিরাইট করতে পারিঃ
প্রথমে এখানে যান Click Here
যে আরটিকেলটি রিরাইট করবেন তা পেস্ট করুন।
article 1
এবার Next Button চাপুন।
article 2
এখন দেখবেন আপনার আটিকেলটি রিরাইট হচ্ছে। সম্পূর্ন আটিকেলটি রিরাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আটিকেলটি রিরাইট হয়ে গেলে Next Button চাপুন বা আবার আটিকেলটি রিরাইট করতে চাইলে Rewrite Again এ চাপুন ।
article 3
Next Button চাপলেই আপনার সম্পূর্ন আটিকেলটি রিরাইট হয়ে গেছে।
এবার সম্পূর্ন আটিকেলটি word এ কপিপেস্ট করুন। কোন grammatical বা spelling  ভূল হলে ঠিক করে নিন। এবার কপিপেস্ট পরীক্ষা করুন।
article 4
কপিপেস্ট পরীক্ষা করার জন্য check for plagiarism এ ক্লিক করুন। নতু একটি টেব ওপেন হবে। সেখানে দেখবেন আপনার লেখাটি 100% ইউনিক কিনা।  যেসব জায়গায় ইউনিক না দেখাবে তা আবার রিরাইট করুন বা ওই অংশ বাদ নিন।
article 5
আপনারা সময় পেলে আমার ব্লগটি Click Here ঘুরে আসতে পারেন।
যারা গুগল এডসেন্স ব্যবহার করেন বা যারা গুগল এডসেন্স সম্পর্কে জানেন আদের কাছে অনুরোধ, দয়া করে আমাকে জানাবেন কি যে, আমার এই সাইটটি কি গুগল এডসেন্স এর জন্য উপযুক্ত।

Related Post:

  • Earn Money from Microworkers by Refferal system মাইক্রোওয়ার্কারস সম্পর্কে ইতিমধ্যে আমরা বেশ কিছু জিনিস জেনেছি, যার মাধ্যমে কাজ করলে ভাল পরিমান উপার্জন সম্ভব। পাশাপাশি আপনি কিন্তু এ সাইটের রেফার সিষ্টেম ব্যবহার করেও উপার্জন করতে পারেন। এখানে একটি রেফার থেকে পাবেন পুরো এক ডলার অর্থাৎ বাংলাদেশী ৭০ টাকা। তবে এখানে শর্ত দেয়া হয়েছে যে, যখন আপনার রেফারে আসা কোন ওয়ার্কার এ সাইট থেকে ২৫ ডলার উপার্জন করবে ঠিক তখনই… Read More
  • অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং একটি চমৎকার উদাহরণ নতুন জন্ম নেয়া এই ব্লগে যে গুটিকয়েক কমেন্ট পড়েছে এবং যে দু’একজন আমাকে মেইল পাঠিয়েছেন তাতে প্রায় সবারই ভাষ্যটা ছিল একইরকম। আপনারা আমাকে অনেকেই বলেছেন আপনাদের অনেকেরই ছোটখাট একটি ব্লগ অথবা ওয়েবসাইট রয়েছে এবং আপনারা জানতে চেয়েছেন এখন কিভাবে আপনারা আপনাদের সেই ব্লগ বা ওয়েবসাইটটি থেকে আয় করতে পারেন। খুবই প্রত্যাশিত ও সঙ্গত একটি প্রশ্ন যখন আমার এই ব্ল… Read More
  • IDM নিয়ে আর কোন কথা নয় । পিসির জন্য এক বার IDM এর ফুল ভার্শন ডাউনলোড করুন আর সারা জীবন ব্যবহার করুন।আশা করি সবাই রোজা আছেন।যাই হক আজকে IDM নিয়ে লিখবো। কারণ IDM নিয়ে সব সাইটে বিভিন্ন সময় পোস্ট হয়। IDM এর এই ভার্সন সেই ভার্সন কিন্তু আসলে কিছুই না। আমি একই ভার্সনএত দিনও ব্যবহার করে আসছি। এতে আমার কোন সমস্যাই হয় না ।এটা আমি কত দিন আগে কোথা থেকে ডাউনলোড করেছি মনে নাই কিন্তু ব্যবহার করছি অনেক দিন। তাই মনে হল যেহুতু IDM টা ঝামেলা মুক্ত তাই সবার সাথে শেয়ার করি যা… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment